জয়ে শততম ম্যাচ রাঙালেন নেইমার
ক্রীড়া ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০
পিএসজিতে শততম ম্যাচে গোল করে জয়ে রাঙালেন নেইমার। শুক্রবার ফরাসি লিগে ৪-০ গোলে মঁপেলিয়েকে হারিয়েছে তারা। এ ছাড়া জোড়া গোল করেছেন এমবাপে। বাকি গোলটি মাউরো ইকার্দির। এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে পিএসজি। দুইয়ে থাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে তারা।
করোনা আক্রান্ত হয়ে এক সপ্তাহ আইসোলেশনে থাকার পর এদিন ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন কোচ মউরিসিও পচেত্তিনো। মঁপেলিয়ে মাঠে নামার ১৯ মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয়। পিএসজি ফরোয়ার্ড এমবাপেকে বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির গোলকিপার জোনাস ওমলিন। ৩৪ মিনিটে ডি মারিয়ার পাস থেকে এমবাপে গোল করেন চিপ করে। এরপর ৬০ থেকে ৬৩ মিনিটে তিন গোল করেছে পিএসজির আক্রমণভাগের ত্রিফলা। যার শুরুটা করেন নেইমার। এমবাপের ক্রস থেকে গোল করেন তিনি। ২০১৭-তে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর ১০০ ম্যাচে এটি নেইমারের ৮১তম গোল। পরের মিনিটে গোল করেন ইকার্দি। ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন এমবাপে।
ডাগআউটে ফেরা পচেত্তিনো বলেন, ‘আজ আমাদের সমন্বয়টা (নেইমার, এমবাপে ও ইকার্দি) দারুণ হয়েছে, দেখা যাক সামনে এই ছকে থাকতে পারি কি-না।’ এর আগে এমবাপের খেলা সম্পর্কে পচেত্তিনো বলেছিলেন আরও উন্নতি করার কথা, ‘এ ম্যাচের আগেই আমি এমবাপের খেলায় সন্তুষ্ট। ভালো লাগছে যে সে গোল পেয়েছে। স্ট্রাইকারের আত্মবিশ্বাসের জন্য গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ। তবে আমরা জানতাম এটা স্রেফ সময়ের ব্যাপার।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০

পিএসজিতে শততম ম্যাচে গোল করে জয়ে রাঙালেন নেইমার। শুক্রবার ফরাসি লিগে ৪-০ গোলে মঁপেলিয়েকে হারিয়েছে তারা। এ ছাড়া জোড়া গোল করেছেন এমবাপে। বাকি গোলটি মাউরো ইকার্দির। এই জয়ে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে পিএসজি। দুইয়ে থাকা লিঁলের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে তারা।
করোনা আক্রান্ত হয়ে এক সপ্তাহ আইসোলেশনে থাকার পর এদিন ম্যাচে ডাগআউটে ফিরেছিলেন কোচ মউরিসিও পচেত্তিনো। মঁপেলিয়ে মাঠে নামার ১৯ মিনিটের মধ্যে ১০ জনের দলে পরিণত হয়। পিএসজি ফরোয়ার্ড এমবাপেকে বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন দলটির গোলকিপার জোনাস ওমলিন। ৩৪ মিনিটে ডি মারিয়ার পাস থেকে এমবাপে গোল করেন চিপ করে। এরপর ৬০ থেকে ৬৩ মিনিটে তিন গোল করেছে পিএসজির আক্রমণভাগের ত্রিফলা। যার শুরুটা করেন নেইমার। এমবাপের ক্রস থেকে গোল করেন তিনি। ২০১৭-তে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর ১০০ ম্যাচে এটি নেইমারের ৮১তম গোল। পরের মিনিটে গোল করেন ইকার্দি। ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ম্যাচে জোড়া গোল পূর্ণ করেন এমবাপে।
ডাগআউটে ফেরা পচেত্তিনো বলেন, ‘আজ আমাদের সমন্বয়টা (নেইমার, এমবাপে ও ইকার্দি) দারুণ হয়েছে, দেখা যাক সামনে এই ছকে থাকতে পারি কি-না।’ এর আগে এমবাপের খেলা সম্পর্কে পচেত্তিনো বলেছিলেন আরও উন্নতি করার কথা, ‘এ ম্যাচের আগেই আমি এমবাপের খেলায় সন্তুষ্ট। ভালো লাগছে যে সে গোল পেয়েছে। স্ট্রাইকারের আত্মবিশ্বাসের জন্য গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ। তবে আমরা জানতাম এটা স্রেফ সময়ের ব্যাপার।’