সিদ্দিকুরের সাদামাটা ফেরা
ক্রীড়া প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০
করোনার কারণে দীর্ঘদিন ধরেই খেলার মধ্যে নেই দেশের গলফাররা। দীর্ঘ বিরতি কাটিয়ে গলফ কোর্সে ফেরার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর রহমান, আকবর হোসেনরা। গতকাল আর্মি গলফ ক্লাবে শুরু হওয়া প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অবশ্য শুরুটা সাদামাটা হয়েছে দু’টি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে লিডার্সবোর্ডে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। আকবর হোসেন পারের চেয়ে তিন শট কম খেলে লিড করছেন। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি, চারটি বোগি এবং একটি করে ইগলস ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। অন্যদিকে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করেছেন আকবর। পারের সমান খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ রাসেল ও বাদল মিয়া। গত বছর মার্চে অন্য খেলার পাশাপাশি বন্ধ হয়ে যায় গলফও। ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় বেশ ক’টি এশিয়ান ট্যুর খেলতে পারেননি সিদ্দিকুর। ঘরের মাঠে গলফ কোর্সে ফেরায় সিদ্দিক আশা করছেন অচিরেই বাইরে খেলতে যাওয়ার সুযোগও তৈরি হবে তার।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০

করোনার কারণে দীর্ঘদিন ধরেই খেলার মধ্যে নেই দেশের গলফাররা। দীর্ঘ বিরতি কাটিয়ে গলফ কোর্সে ফেরার সুযোগ পেয়েছেন সিদ্দিকুর রহমান, আকবর হোসেনরা। গতকাল আর্মি গলফ ক্লাবে শুরু হওয়া প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অবশ্য শুরুটা সাদামাটা হয়েছে দু’টি এশিয়ান ট্যুর জয়ী সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে লিডার্সবোর্ডে তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। আকবর হোসেন পারের চেয়ে তিন শট কম খেলে লিড করছেন। প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি, চারটি বোগি এবং একটি করে ইগলস ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। অন্যদিকে পাঁচটি বার্ডি ও দুটি বোগি করেছেন আকবর। পারের সমান খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ রাসেল ও বাদল মিয়া। গত বছর মার্চে অন্য খেলার পাশাপাশি বন্ধ হয়ে যায় গলফও। ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকায় বেশ ক’টি এশিয়ান ট্যুর খেলতে পারেননি সিদ্দিকুর। ঘরের মাঠে গলফ কোর্সে ফেরায় সিদ্দিক আশা করছেন অচিরেই বাইরে খেলতে যাওয়ার সুযোগও তৈরি হবে তার।