তামিম-রিয়াদদের নতুন স্পন্সর ইভ্যালি
ফিউচার ট্যুর অনুযায়ী সিরিজ নিশ্চিত না হওয়ায় দীর্ঘমেয়াদি স্পন্সর পাচ্ছে না বিসিবি। তাই গত সিরিজে বেক্সিমকোর পর এই সিরিজের জন্য নতুন স্পন্সর যুক্ত হলো বাংলাদেশ দলের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে পাচ্ছে বিসিবি। এই সিরিজের জন্য ২ কোটি টাকা ব্যয়ে জাতীয় দল ও জার্সি স্পন্সর হয়েছে ইভ্যালি ও ইফুড। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিসিবি।
২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোনো স্পন্সর নেই। গত বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল ইউনিলিভার। এরপর থেকেই অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। তবে খুব দ্রুতই বিসিবি স্থায়ী চুক্তির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন ‘করোনার কারণে আমরা স্থায়ী চুক্তি করতে পারছি না। এ ছাড়া আমাদের সূচিগুলোও নিশ্চিত নয়। আমরা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে যাওয়ার চেষ্টা করছি। আশা করি সেটি ২-৩ মাসের মধ্যেই হয়ে যাবে। এরপর আমরা দীর্ঘমেয়াদি মানে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত স্পন্সর নেওয়ার চেষ্টা করব।’
শেয়ার করুন

ফিউচার ট্যুর অনুযায়ী সিরিজ নিশ্চিত না হওয়ায় দীর্ঘমেয়াদি স্পন্সর পাচ্ছে না বিসিবি। তাই গত সিরিজে বেক্সিমকোর পর এই সিরিজের জন্য নতুন স্পন্সর যুক্ত হলো বাংলাদেশ দলের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য এবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে পাচ্ছে বিসিবি। এই সিরিজের জন্য ২ কোটি টাকা ব্যয়ে জাতীয় দল ও জার্সি স্পন্সর হয়েছে ইভ্যালি ও ইফুড। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে স্পন্সর প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে বিসিবি।
২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোনো স্পন্সর নেই। গত বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের স্পন্সর ছিল ইউনিলিভার। এরপর থেকেই অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করা হচ্ছে। তবে খুব দ্রুতই বিসিবি স্থায়ী চুক্তির ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন ‘করোনার কারণে আমরা স্থায়ী চুক্তি করতে পারছি না। এ ছাড়া আমাদের সূচিগুলোও নিশ্চিত নয়। আমরা ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তিতে যাওয়ার চেষ্টা করছি। আশা করি সেটি ২-৩ মাসের মধ্যেই হয়ে যাবে। এরপর আমরা দীর্ঘমেয়াদি মানে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত স্পন্সর নেওয়ার চেষ্টা করব।’