ক্যালিসকে ছুঁলেন আব্বাস
ক্রীড়া ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০
পাকিস্তান টেস্ট দলের অপরিহার্য সদস্য ছিলেন মোহাম্মদ আব্বাস। কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন। অস্ত্রোপচারের পর এখন সেরে উঠে মাঠেও ফিরেছেন। আর ফিরেই আগের নিখুঁত লাইন-লেংথ আর সুইং বোলিংয়ে কাউন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুক্রবার মিডলসেক্সের বিপক্ষে ১২ বলের মধ্যে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন হ্যাম্পশায়ারের আব্বাস। মাত্র ১ বলের জন্য তিনি রেকর্ড গড়তে পারেননি। মিডলসেক্সকে ৭৯ রানে গুঁড়িয়ে দেওয়া ইনিংসে আব্বাসের বোলিং বিশ্লেষণ ১১-৬-১১-৬।
সাউথ্যাম্পটনে ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের আগে বাকি ছিল ৬ ওভার। তাতেই মিডলসেক্সকে লেজেগোবরে অবস্থা করে ছাড়েন আব্বাস। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে ম্যাক্স হোলডেনকে তৃতীয় সিøপে ক্যাচ দিতে বাধ্য করেন। পরের বলে নিক গাবিন্সকে এলবিডব্লিউ করেন। পরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন আব্বাস। মিডলসেক্স অধিনায়ক স্টিভ এসকিনাজিকে আউট করার সেই ওভারেই এক বল পরে আরও দুই উইকেট নিয়েছেন আব্বাস। রবি হোয়াইট ও মার্টিন এন্ডারসনকে এলবিডব্লিউ করেন তিনি। তখন মিডলসেক্সের রান ৫ উইকেটে ১৪। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রায়ান প্যাটেলের দখলে। ২০১৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ১১ বলে সারের হয়ে সমারসেটের বিপক্ষে গিল্ডফোর্ডে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সেটাই একমাত্র ৫ উইকেট তার। আব্বাস ছুঁয়েছেন জ্যাক ক্যালিসকে। যে রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১২ বলে ৫ উইকেট নিয়েছিলেন ক্যালিস।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৮ এপ্রিল, ২০২১ ০০:০০

পাকিস্তান টেস্ট দলের অপরিহার্য সদস্য ছিলেন মোহাম্মদ আব্বাস। কাঁধের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েন। অস্ত্রোপচারের পর এখন সেরে উঠে মাঠেও ফিরেছেন। আর ফিরেই আগের নিখুঁত লাইন-লেংথ আর সুইং বোলিংয়ে কাউন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে শুক্রবার মিডলসেক্সের বিপক্ষে ১২ বলের মধ্যে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন হ্যাম্পশায়ারের আব্বাস। মাত্র ১ বলের জন্য তিনি রেকর্ড গড়তে পারেননি। মিডলসেক্সকে ৭৯ রানে গুঁড়িয়ে দেওয়া ইনিংসে আব্বাসের বোলিং বিশ্লেষণ ১১-৬-১১-৬।
সাউথ্যাম্পটনে ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের আগে বাকি ছিল ৬ ওভার। তাতেই মিডলসেক্সকে লেজেগোবরে অবস্থা করে ছাড়েন আব্বাস। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে ম্যাক্স হোলডেনকে তৃতীয় সিøপে ক্যাচ দিতে বাধ্য করেন। পরের বলে নিক গাবিন্সকে এলবিডব্লিউ করেন। পরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন আব্বাস। মিডলসেক্স অধিনায়ক স্টিভ এসকিনাজিকে আউট করার সেই ওভারেই এক বল পরে আরও দুই উইকেট নিয়েছেন আব্বাস। রবি হোয়াইট ও মার্টিন এন্ডারসনকে এলবিডব্লিউ করেন তিনি। তখন মিডলসেক্সের রান ৫ উইকেটে ১৪। প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রায়ান প্যাটেলের দখলে। ২০১৮ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে মাত্র ১১ বলে সারের হয়ে সমারসেটের বিপক্ষে গিল্ডফোর্ডে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই ম্যাচে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সেটাই একমাত্র ৫ উইকেট তার। আব্বাস ছুঁয়েছেন জ্যাক ক্যালিসকে। যে রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১২ বলে ৫ উইকেট নিয়েছিলেন ক্যালিস।