চ্যাম্পিয়নস লিগে জুভেন্তাসের জায়গা সংশয়ে
ক্রীড়া ডেস্ক | ১১ মে, ২০২১ ০০:০০
টানা নয় মৌসুম জেতার পর এবার লিগ শিরোপা ধরে রাখতে পারেনি জুভেন্তাস। হারতে হারতে সিরি আ পয়েন্ট তালিকার এমন জায়গায় নেমেছে যে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হয় কিনা সন্দেহ। রবিবার সিরি আ’তে আলিয়াঞ্জ স্টেডিয়ামে নিজেদের মাঠে এসি মিলানের কাছে ০-৩ গোলে হারে পয়েন্ট তালিকার প্রথম চার থেকে পঞ্চমে নেমে গেছেন রোনালদোরা। ৩৫ ম্যাচে ষষ্ঠ হারে তাদের অর্জন ৬৯। তাদেরকে হারিয়ে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে মিলান। একই রাতে পার্মাকে ৫-২ গোলে হারানো আতালান্তা গোল গড়ে মিলানের চেয়ে এগিয়ে দুইয়ে। ৭০ পয়েন্ট নিয়ে নাপোলি ৪-এ।
জুভেন্তাসের বাকি তিন ম্যাচের একটি লিগ শিরোপা নিশ্চিত করা ইন্তার মিলানের সঙ্গে, ১৫ মে। তাই রবিবার মিলানের কাছে হারে জুভেন্তাসের শীর্ষ চারে ফেরাটা কঠিন হয়ে গেল। অথচ গত জানুয়ারিতে মিলানের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্তাস।
রবিবার ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম গোল পায় মিলান। মিলানের ফ্রি-কিক পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি জুভেন্তাস গোলকিপার ভয়চেখ স্ট্যাসনি। বল ধরে একজনকে কাটিয়ে গোল করেন দিয়াজ। স্ট্যাসনির দৃঢ়তায় ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। ৬৮ মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে নেওয়া রোনালদোর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচের বদলি হিসেবে নামা বেবিচ। ৮২ মিনিটে তোমোরি হেডে গোল করলে জয় নিশ্চিত হয় মিলানের।
পদত্যাগ করব না : পিরলো
এদিকে জুভেন্তাসের হারের পর থেকে আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাসে কোচ হিসেবে টিকে থাকা নিয়ে সন্দেহ করছেন অনেকে। পিরলো নিজে জানিয়েছেন পদত্যাগ করবেন না তিনি, ‘আমার কাজ অব্যাহত থাকবে। আমি মনে করি আরও ভালো করতে পারব। আরও তিন ম্যাচ বাকি আছে, যতদিন পারব আমি আমার কাজ চালিয়ে যেতে চাই।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১১ মে, ২০২১ ০০:০০

টানা নয় মৌসুম জেতার পর এবার লিগ শিরোপা ধরে রাখতে পারেনি জুভেন্তাস। হারতে হারতে সিরি আ পয়েন্ট তালিকার এমন জায়গায় নেমেছে যে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ হয় কিনা সন্দেহ। রবিবার সিরি আ’তে আলিয়াঞ্জ স্টেডিয়ামে নিজেদের মাঠে এসি মিলানের কাছে ০-৩ গোলে হারে পয়েন্ট তালিকার প্রথম চার থেকে পঞ্চমে নেমে গেছেন রোনালদোরা। ৩৫ ম্যাচে ষষ্ঠ হারে তাদের অর্জন ৬৯। তাদেরকে হারিয়ে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে মিলান। একই রাতে পার্মাকে ৫-২ গোলে হারানো আতালান্তা গোল গড়ে মিলানের চেয়ে এগিয়ে দুইয়ে। ৭০ পয়েন্ট নিয়ে নাপোলি ৪-এ।
জুভেন্তাসের বাকি তিন ম্যাচের একটি লিগ শিরোপা নিশ্চিত করা ইন্তার মিলানের সঙ্গে, ১৫ মে। তাই রবিবার মিলানের কাছে হারে জুভেন্তাসের শীর্ষ চারে ফেরাটা কঠিন হয়ে গেল। অথচ গত জানুয়ারিতে মিলানের মাঠে ৩-১ গোলে জিতেছিল জুভেন্তাস।
রবিবার ম্যাচের প্রথমার্ধের ইনজুরি সময়ে প্রথম গোল পায় মিলান। মিলানের ফ্রি-কিক পাঞ্চ করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি জুভেন্তাস গোলকিপার ভয়চেখ স্ট্যাসনি। বল ধরে একজনকে কাটিয়ে গোল করেন দিয়াজ। স্ট্যাসনির দৃঢ়তায় ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিলানের ফ্রাঙ্ক কেসি। ৬৮ মিনিটে ডি-বক্সে দুজনকে কাটিয়ে নেওয়া রোনালদোর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে উড়ে যায়। ৭৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচের বদলি হিসেবে নামা বেবিচ। ৮২ মিনিটে তোমোরি হেডে গোল করলে জয় নিশ্চিত হয় মিলানের।
পদত্যাগ করব না : পিরলো
এদিকে জুভেন্তাসের হারের পর থেকে আন্দ্রেয়া পিরলোর জুভেন্তাসে কোচ হিসেবে টিকে থাকা নিয়ে সন্দেহ করছেন অনেকে। পিরলো নিজে জানিয়েছেন পদত্যাগ করবেন না তিনি, ‘আমার কাজ অব্যাহত থাকবে। আমি মনে করি আরও ভালো করতে পারব। আরও তিন ম্যাচ বাকি আছে, যতদিন পারব আমি আমার কাজ চালিয়ে যেতে চাই।’