জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ
ক্রীড়া ডেস্ক | ১১ মে, ২০২১ ০০:০০
তৃতীয় দিনেই হারারে টেস্ট জিততে পারত পাকিস্তান। কিন্তু শেষ উইকেট নিতে পারেনি বলে জেতার জন্য রাতটুকু অপেক্ষা করতে হয়। গতকাল জিম্বাবুয়ের শেষ উইকেট নিতে মাত্র ২০ মিনিট সময় নিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ইনিংস ও ১৪৭ রানে টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে (২-০) বাবর আজমের দল।
হারারে টেস্টে পাকিস্তানের হয়ে দারুণ পারফরম করেছেন আবিদ আলি, আজহার আলি, হাসান আলি ও নোমান আলি। ব্যাট হাতে আবিদ করেছেন ডাবল সেঞ্চুরি (২১৫*)। আজহারও সেঞ্চুরি করেছেন (১২৬)। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত নোমান করেন ৯৭ রান। পরে তিনি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তান প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫১০ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। জবাবে হাসান আলির বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট জিম্বাবুয়ে ফলোঅন করে। দ্বিতীয় ইনিংসে অবশ্য জিম্বাবুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। উইকেটকিপার রেজিস চাকাভা করেন ৮০ রান। ব্রেন্ডন টেলর ৪৯। শেষদিকে অভিষিক্ত লিউক জঙ্গুই ৩৭ করে ম্যাচটা চতুর্থ দিনে নিয়ে যান। গতকাল তাকে আউট করে ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেন শাহিন আফ্রিদি। জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৩১ রানে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নেন এই বাঁহাতি ফাস্ট বোলার। এতে একটি রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৯৯৩ সালের পর এই প্রথম একই টেস্টে তিন বোলার পাঁচ উইকেট শিকার করলেন। ১৯৯৩ সালে বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পল রেইফেল, শেন ওয়ার্ন এবং টিম মে ৫ উইকেট নিয়েছিলেন।
জুনে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের পর জুলাইয়ে তিন টেস্ট এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে পাকিস্তান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর সেদিকে তাকিয়ে এখন বাবর আজম। ‘এখন আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। সামনে গুরুত্বপূর্ণ উইন্ডিজ সফরের দিকে তাকিয়ে আছি।’ পাকিস্তানের প্রশংসা ঝরেছে হেরে যাওয়া জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলরের কণ্ঠে, ‘ওদের বোলিং বিশ্বমানের। আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। তবে দ্বিতীয় ইনিংসে আমরা কিছুটা ইতিবাচক খেলতে পেরেছি। তবে দুই টেস্টই তিন দিনে বা একটু বেশি সময়ে শেষ হয়েছে। এটা কিছুতেই প্রশংসাযোগ্য নয়।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১১ মে, ২০২১ ০০:০০

তৃতীয় দিনেই হারারে টেস্ট জিততে পারত পাকিস্তান। কিন্তু শেষ উইকেট নিতে পারেনি বলে জেতার জন্য রাতটুকু অপেক্ষা করতে হয়। গতকাল জিম্বাবুয়ের শেষ উইকেট নিতে মাত্র ২০ মিনিট সময় নিয়েছে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ফলে ইনিংস ও ১৪৭ রানে টেস্ট জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে (২-০) বাবর আজমের দল।
হারারে টেস্টে পাকিস্তানের হয়ে দারুণ পারফরম করেছেন আবিদ আলি, আজহার আলি, হাসান আলি ও নোমান আলি। ব্যাট হাতে আবিদ করেছেন ডাবল সেঞ্চুরি (২১৫*)। আজহারও সেঞ্চুরি করেছেন (১২৬)। অল্পের জন্য সেঞ্চুরি বঞ্চিত নোমান করেন ৯৭ রান। পরে তিনি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তান প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫১০ রান তোলার পর ইনিংস ঘোষণা করে। জবাবে হাসান আলির বিধ্বংসী বোলিংয়ে প্রথম ইনিংসে ১৩২ রানে অলআউট জিম্বাবুয়ে ফলোঅন করে। দ্বিতীয় ইনিংসে অবশ্য জিম্বাবুয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। উইকেটকিপার রেজিস চাকাভা করেন ৮০ রান। ব্রেন্ডন টেলর ৪৯। শেষদিকে অভিষিক্ত লিউক জঙ্গুই ৩৭ করে ম্যাচটা চতুর্থ দিনে নিয়ে যান। গতকাল তাকে আউট করে ৫ উইকেট নিয়ে ম্যাচ শেষ করে দেন শাহিন আফ্রিদি। জিম্বাবুয়ে গুটিয়ে যায় ২৩১ রানে। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নেন এই বাঁহাতি ফাস্ট বোলার। এতে একটি রেকর্ড গড়েছে পাকিস্তান। ১৯৯৩ সালের পর এই প্রথম একই টেস্টে তিন বোলার পাঁচ উইকেট শিকার করলেন। ১৯৯৩ সালে বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার পল রেইফেল, শেন ওয়ার্ন এবং টিম মে ৫ উইকেট নিয়েছিলেন।
জুনে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের পর জুলাইয়ে তিন টেস্ট এবং তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে উইন্ডিজ সফরে যাবে পাকিস্তান। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর সেদিকে তাকিয়ে এখন বাবর আজম। ‘এখন আমাদের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। সামনে গুরুত্বপূর্ণ উইন্ডিজ সফরের দিকে তাকিয়ে আছি।’ পাকিস্তানের প্রশংসা ঝরেছে হেরে যাওয়া জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেইলরের কণ্ঠে, ‘ওদের বোলিং বিশ্বমানের। আমাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিল। তবে দ্বিতীয় ইনিংসে আমরা কিছুটা ইতিবাচক খেলতে পেরেছি। তবে দুই টেস্টই তিন দিনে বা একটু বেশি সময়ে শেষ হয়েছে। এটা কিছুতেই প্রশংসাযোগ্য নয়।’