অ্যাথলেটিকস শুরু হচ্ছে আজ
ক্রীড়া ডেস্ক | ৩০ জুলাই, ২০২১ ০০:০০
অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ডিসিপ্লিন অ্যাথলেটিকস শুরু হচ্ছে আজ। সাপ্পোরোর ওদোরি পার্কে গেমসের শেষ দিন ৮ আগস্ট পর্যন্ত চলবে পুরুষ-নারী মিলিয়ে ৪৮ ইভেন্টের পদকের লড়াই। যা পুরুষদের ১০ হাজার মিটার ম্যারাথন দৌড় দিয়ে শেষ হবে। গত অলিম্পিকের চেয়ে একটি ইভেন্ট বেশি এবার। সেই ইভেন্ট হচ্ছে নারী-পুরুষের মিশ্র ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়। ২০১৯ বিশ্বচ্যাম্পিয়ন থেকে শুরু হয় এই দৌড়ের, যেখানে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। ১৬টি দেশকে নিয়ে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে আজ। প্রতি দলে থাকবেন দুজন করে নারী ও পুরুষ অ্যাথলেট।
অ্যাথলেটিকসে গত অলিম্পিকে ১৩টি স্বর্ণসহ ৩২টি পদক জিতে সেরা হয়েছিল যুক্তরাষ্ট্র। কেনিয়া ও জ্যামাইকা জিতেছিল ৬টি করে স্বর্ণ। চীন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ক্রোয়েশিয়া ও জার্মানি জিতেছিল দুটি করে স্বর্ণ। জ্যামাইকার জেতা ৬টি স্বর্ণের তিনটিতেই যুক্ত ছিলেন ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলিট উসাইন বোল্ট। ২০০৮ থেকে তিনটি অলিম্পিকে ৮টি স্বর্ণপদকজয়ী স্প্রিন্টারকে এবার মিস করবে অলিম্পিক।
তবে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে এবারও আছেন তার স্বদেশি জ্যামাইকান শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। প্রাইস কি এবার পারবেন অলিম্পিকের ১০০ মিটার ইভেন্টে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে? অলিম্পিকে নারীদের ১০০ মিটার দৌড়ের হিট বাংলাদেশ সময় শুক্রবার সকালে শুরু হবে। প্রাইস ছাড়া আর কার দিকে নজর রাখতে পারেন তা দেখে নেওয়া যাক।
শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস (৩৪), জ্যামাইকা
ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৬৩ সেকেন্ড, যা গত মাসেই করেন অলিম্পিক ডেসটিনি ট্র্যাক ইভেন্টে; যা তাকে জীবিত দ্রুততম মানবীর মর্যাদা এনে দেয়। নারী স্প্রিন্টারদের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়ের রেকর্ডটি অবশ্য প্রাইসের নয়। সেটি যুক্তরাষ্ট্রের গ্রিফিত জয়নারের। গ্রিফিত ১৯৮৮ অলিম্পিকে সময় নিয়েছিলেন ১০.৪৯ সেকেন্ড।
মাতৃত্বকালীন ছুটির পর প্রাইস সবাইকে চমকে দিয়ে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের দৌড়ে স্বর্ণ জিতেছিলেন ১০.৭১ সময় নিয়ে। ৩৪ বছরের প্রাইস ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। কিন্তু ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট
থাকতে হয়েছিল প্রাইসকে।
ডিনা আসের স্মিথ (২৫), ব্রিটেন
ডিনার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৮৩ সেকেন্ড (সেপ্টেম্বর, ২০১৯)। মৌসুমসেরা ১০.৯১ গেল জুনে। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে প্রাইসের কাছে হেরেছিলেন ডিনা। হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু ২০০ মিটার জিতেছিলেন, যা তাকে প্রথম ব্রিটিশ নারী হিসেবে স্প্রিন্টে স্বর্ণজয়ীর তকমা এনে দেয়। টোকিও অলিম্পিকেও যে স্বর্ণের দিকে নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
এলেইন টমসন-হেরান (২৯), জ্যামাইকা
ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৭০ সেকেন্ড (জুলাই ২০১৬)। মৌসুমসেরা ১০.৭১ চলতি মাসে। রিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন এলেইন। সময় নিয়েছিলেন ১০.৭১ সেকেন্ড। পরে ২০০ মিটারেও জিতেছিলেন তিনি। এবার নিজের মুকুট ধরে রাখতে চাইবেন ২৯ বছরের এই জ্যামাইকান। সবশেষ ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন থমসন।
সেরিকা জ্যাকসন (২৭), জ্যামাইকা
সেরিকার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৭৭ সেকেন্ড, যা মৌসুমসেরাও। রিও অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন সেরিকা। সবশেষ জ্যামাইকান জাতীয় চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়েছেন। সময় নেন ১০.৮২ সেকেন্ড। প্রথম হন প্রাইস। ১০০ মিটার বাদেও ২০০ ও ৪০০ মিটারের লড়াইয়েও নামবেন সেরিকা।
মারি-জোসে টা লউ (৩২), আইভরি কোস্ট
মারি-জোসের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৮৫ সেকেন্ড (মে, ২০১৮)। এটি মৌসুমসেরা ১০.৮৬। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক পাননি মারি-জোসের। কিন্তু এরপর ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য এবং ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পান আইভরি কোস্টের এই স্প্রিন্টার। তাই মারি-জোসেকেও এবার পদক পাওয়ার সম্ভাব্য তালিকায় রাখতে হচ্ছে। ২০১৯ সালে আফ্রিকা গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন মারি-জোসে।
ব্লেসিং ওকাগবারে (৩২), নাইজেরিয়া
ব্লেসিংয়ের ব্যক্তিগত সেরা টাইমিং বহু আগের। ২০১৩ সালে ১০.৭৯ সেকেন্ডের। এই মৌসুমে সেরা টাইমিং ১০.৮৯ সেকেন্ড। চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। রিও অলিম্পিকে সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিলেন তিনি।
জাভিয়াননে অলিভার (২৬), যুক্তরাষ্ট্র
নিজের ব্যক্তিগত সেরা টাইমিং গত মাসেই করেছেন জাভিয়াননে। ১০.৯৬ সেকেন্ড। এই মাসেই বিসলেট মিটে ১০০ মিটার ইভেন্টে চতুর্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। তার আগে মে মাসে ডায়মন্ড লিগে তৃতীয় হয়েছিলেন।
ব্রিয়ানা উইলিয়ামস (১৯), জ্যামাইকা
টোকিও অলিম্পিক আসরে জ্যামাইকার স্প্রিন্টার দলে সবচেয়ে কম বয়সী এবং কম অভিজ্ঞতা এই ব্রিয়ানা উইলিয়ামসের। তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৯৭। ২০১৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন। গেল মে মাসে ইউএসএটিএফ গোল্ডেন গেমসে তৃতীয় হয়েছিলেন ব্রিয়ানা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩০ জুলাই, ২০২১ ০০:০০

অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় ডিসিপ্লিন অ্যাথলেটিকস শুরু হচ্ছে আজ। সাপ্পোরোর ওদোরি পার্কে গেমসের শেষ দিন ৮ আগস্ট পর্যন্ত চলবে পুরুষ-নারী মিলিয়ে ৪৮ ইভেন্টের পদকের লড়াই। যা পুরুষদের ১০ হাজার মিটার ম্যারাথন দৌড় দিয়ে শেষ হবে। গত অলিম্পিকের চেয়ে একটি ইভেন্ট বেশি এবার। সেই ইভেন্ট হচ্ছে নারী-পুরুষের মিশ্র ৪ গুণিতক ৪০০ মিটার রিলে দৌড়। ২০১৯ বিশ্বচ্যাম্পিয়ন থেকে শুরু হয় এই দৌড়ের, যেখানে বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জেতে যুক্তরাষ্ট্র। ১৬টি দেশকে নিয়ে দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে আজ। প্রতি দলে থাকবেন দুজন করে নারী ও পুরুষ অ্যাথলেট।
অ্যাথলেটিকসে গত অলিম্পিকে ১৩টি স্বর্ণসহ ৩২টি পদক জিতে সেরা হয়েছিল যুক্তরাষ্ট্র। কেনিয়া ও জ্যামাইকা জিতেছিল ৬টি করে স্বর্ণ। চীন, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, ক্রোয়েশিয়া ও জার্মানি জিতেছিল দুটি করে স্বর্ণ। জ্যামাইকার জেতা ৬টি স্বর্ণের তিনটিতেই যুক্ত ছিলেন ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলিট উসাইন বোল্ট। ২০০৮ থেকে তিনটি অলিম্পিকে ৮টি স্বর্ণপদকজয়ী স্প্রিন্টারকে এবার মিস করবে অলিম্পিক।
তবে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে এবারও আছেন তার স্বদেশি জ্যামাইকান শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস। প্রাইস কি এবার পারবেন অলিম্পিকের ১০০ মিটার ইভেন্টে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করতে? অলিম্পিকে নারীদের ১০০ মিটার দৌড়ের হিট বাংলাদেশ সময় শুক্রবার সকালে শুরু হবে। প্রাইস ছাড়া আর কার দিকে নজর রাখতে পারেন তা দেখে নেওয়া যাক।
শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস (৩৪), জ্যামাইকা
ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৬৩ সেকেন্ড, যা গত মাসেই করেন অলিম্পিক ডেসটিনি ট্র্যাক ইভেন্টে; যা তাকে জীবিত দ্রুততম মানবীর মর্যাদা এনে দেয়। নারী স্প্রিন্টারদের মধ্যে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়ের রেকর্ডটি অবশ্য প্রাইসের নয়। সেটি যুক্তরাষ্ট্রের গ্রিফিত জয়নারের। গ্রিফিত ১৯৮৮ অলিম্পিকে সময় নিয়েছিলেন ১০.৪৯ সেকেন্ড।
মাতৃত্বকালীন ছুটির পর প্রাইস সবাইকে চমকে দিয়ে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের দৌড়ে স্বর্ণ জিতেছিলেন ১০.৭১ সময় নিয়ে। ৩৪ বছরের প্রাইস ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। কিন্তু ২০১৬ রিও অলিম্পিকে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট
থাকতে হয়েছিল প্রাইসকে।
ডিনা আসের স্মিথ (২৫), ব্রিটেন
ডিনার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৮৩ সেকেন্ড (সেপ্টেম্বর, ২০১৯)। মৌসুমসেরা ১০.৯১ গেল জুনে। ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে প্রাইসের কাছে হেরেছিলেন ডিনা। হয়েছিলেন দ্বিতীয়। কিন্তু ২০০ মিটার জিতেছিলেন, যা তাকে প্রথম ব্রিটিশ নারী হিসেবে স্প্রিন্টে স্বর্ণজয়ীর তকমা এনে দেয়। টোকিও অলিম্পিকেও যে স্বর্ণের দিকে নজর থাকবে তা বলার অপেক্ষা রাখে না।
এলেইন টমসন-হেরান (২৯), জ্যামাইকা
ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৭০ সেকেন্ড (জুলাই ২০১৬)। মৌসুমসেরা ১০.৭১ চলতি মাসে। রিও অলিম্পিকে এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন এলেইন। সময় নিয়েছিলেন ১০.৭১ সেকেন্ড। পরে ২০০ মিটারেও জিতেছিলেন তিনি। এবার নিজের মুকুট ধরে রাখতে চাইবেন ২৯ বছরের এই জ্যামাইকান। সবশেষ ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে চতুর্থ হয়েছিলেন থমসন।
সেরিকা জ্যাকসন (২৭), জ্যামাইকা
সেরিকার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৭৭ সেকেন্ড, যা মৌসুমসেরাও। রিও অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছিলেন সেরিকা। সবশেষ জ্যামাইকান জাতীয় চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় হয়েছেন। সময় নেন ১০.৮২ সেকেন্ড। প্রথম হন প্রাইস। ১০০ মিটার বাদেও ২০০ ও ৪০০ মিটারের লড়াইয়েও নামবেন সেরিকা।
মারি-জোসে টা লউ (৩২), আইভরি কোস্ট
মারি-জোসের ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৮৫ সেকেন্ড (মে, ২০১৮)। এটি মৌসুমসেরা ১০.৮৬। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক পাননি মারি-জোসের। কিন্তু এরপর ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রৌপ্য এবং ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জপদক পান আইভরি কোস্টের এই স্প্রিন্টার। তাই মারি-জোসেকেও এবার পদক পাওয়ার সম্ভাব্য তালিকায় রাখতে হচ্ছে। ২০১৯ সালে আফ্রিকা গেমসেও ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন মারি-জোসে।
ব্লেসিং ওকাগবারে (৩২), নাইজেরিয়া
ব্লেসিংয়ের ব্যক্তিগত সেরা টাইমিং বহু আগের। ২০১৩ সালে ১০.৭৯ সেকেন্ডের। এই মৌসুমে সেরা টাইমিং ১০.৮৯ সেকেন্ড। চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। রিও অলিম্পিকে সেমিফাইনাল থেকেই বাদ পড়েছিলেন তিনি।
জাভিয়াননে অলিভার (২৬), যুক্তরাষ্ট্র
নিজের ব্যক্তিগত সেরা টাইমিং গত মাসেই করেছেন জাভিয়াননে। ১০.৯৬ সেকেন্ড। এই মাসেই বিসলেট মিটে ১০০ মিটার ইভেন্টে চতুর্থ হয়েছিলেন যুক্তরাষ্ট্রের এই স্প্রিন্টার। তার আগে মে মাসে ডায়মন্ড লিগে তৃতীয় হয়েছিলেন।
ব্রিয়ানা উইলিয়ামস (১৯), জ্যামাইকা
টোকিও অলিম্পিক আসরে জ্যামাইকার স্প্রিন্টার দলে সবচেয়ে কম বয়সী এবং কম অভিজ্ঞতা এই ব্রিয়ানা উইলিয়ামসের। তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.৯৭। ২০১৮ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন। গেল মে মাসে ইউএসএটিএফ গোল্ডেন গেমসে তৃতীয় হয়েছিলেন ব্রিয়ানা।