বাইলসকে ভোলালেন সুনিসা লি
ক্রীড়া ডেস্ক | ৩০ জুলাই, ২০২১ ০০:০০
মানসিক অবসাদের কারণে নারী জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনাল থেকে আগের দিনই নাম তুলে নিয়েছিলেন সিমোন বাইলস। তাই এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের চলে আসা আধিপত্য ক্ষুণেœর সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সুনিসা লি তা দূর করেছেন। ষষ্ঠ আমেরিকান হিসেবে ব্যক্তিগত পারফরম্যান্সের সম্মিলিত ইভেন্টের স্বর্ণ জিতলেন তিনি।
রিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছিলেন বাইলস। এবার বাইলসের সরে যাওয়া তার জায়গায় খেলা লি সোনা জিতেছেন। দলগত ইভেন্টেও যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে রেখেছিলেন এই সুনিসা লি। গতকাল অবশ্য প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে চমক দিয়ে দ্বিতীয় হন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদা। ব্যালান্স বিমে আন্দ্রেদাকে ছাপিয়ে যেতে না পারলে লির ভাগ্যে স্বর্ণ জুটত না। ফ্লোর ইভেন্টের আগে রেবেকার চেয়ে দশমিক ১০১ পয়েন্টে এগিয়েছিলেন লি। তৃতীয় হয়েছেন রাশিয়ার দলীয় ইভেন্টের নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলিনা মেলনিকোভা। মোট ৫৭.২৯৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন আন্দ্রেদা। ৫৭.৪৩৩ পয়েন্ট নিয়ে সুনিসা লি জিতেছেন স্বর্ণ। আর ৫৭.১৯৯ নিয়ে মেলনিকোভা ব্রোঞ্জ। সুনিসার আগে ম্যারি লু রেটন (১৯৮৪), কার্লি প্যাটারসন (২০০৪), নাস্তিয়া লিউকিন (২০০৮), গ্যাবি ডগলাস (২০১২) এবং সিমোন বাইলস (২০১৬) অল অ্যারাউন্ডের সোনা জিতেছিলেন। আর ব্রাজিলের আন্দ্রেদা হলেন এই ইভেন্টে পদকজয়ী দক্ষিণ আমেরিকার প্রথম জিমন্যাস্ট।
সবার সমর্থনে অভিভূত বাইলস
মানসিক স্বাস্থ্য ঠিক না থাকায় টোকিও অলিম্পিকের নারীদের দলীয় ও অলরাউন্ড ইভেন্ট থেকে নাম তুলে নেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। এই সিদ্ধান্তের জন্য তিনি সবার কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তাতে অভিভূত।
বাইলস মঙ্গলবার নারীদের দলগত ইভেন্টের প্রথম রোটেশনে ভল্টে পারফর্ম করার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই তার সিদ্ধান্তের প্রতি সহানুভূতি জানাতে এগিয়ে আসেন অনেকে। যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার মতো ব্যক্তিত্বও। অনুপ্রাণিত রিও অলিম্পিকের চার সোনাজয়ী জিমন্যাস্ট বাইলস টুইটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘যে ভালোবাসা এবং সমর্থন আমি পেয়েছি তাতে বুঝতে পেরেছি জিমন্যাস্টিকসে সাফল্যের বাইরেও আমার একটা অস্তিত্ব রয়েছে যা আগে বিশ্বাসই করতাম না।’ এক দিন আগে বাইলসের মনোবল বাড়াতে মিশেল ওবামা টুইটারে লিখেছিলেন, ‘আমি কি যথেষ্ট ভালো? হ্যাঁ, কারণ আমি প্রতিদিন অনুশীলন করি। বাইলস আমরা তোমার জন্য গর্বিত।’ অনুরাগীদের ভালোবাসায় আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাইলস। এখনো চারটি ইভেন্টে চাইলে খেলতে পারবেন তিনি। রবিবার থেকে শুরু হবে সেই ইভেন্টগুলো। তাতে কি দেখা যাবে বাইলসকে? এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩০ জুলাই, ২০২১ ০০:০০

মানসিক অবসাদের কারণে নারী জিমন্যাস্টিকসের অল অ্যারাউন্ড ইভেন্টের ফাইনাল থেকে আগের দিনই নাম তুলে নিয়েছিলেন সিমোন বাইলস। তাই এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের চলে আসা আধিপত্য ক্ষুণেœর সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সুনিসা লি তা দূর করেছেন। ষষ্ঠ আমেরিকান হিসেবে ব্যক্তিগত পারফরম্যান্সের সম্মিলিত ইভেন্টের স্বর্ণ জিতলেন তিনি।
রিও অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতেছিলেন বাইলস। এবার বাইলসের সরে যাওয়া তার জায়গায় খেলা লি সোনা জিতেছেন। দলগত ইভেন্টেও যুক্তরাষ্ট্রকে লড়াইয়ে রেখেছিলেন এই সুনিসা লি। গতকাল অবশ্য প্রথম দুটি ইভেন্ট ভল্ট ও আন ইভেনবার মিলিয়ে চমক দিয়ে দ্বিতীয় হন ব্রাজিলের রেবেকা আন্দ্রেদা। ব্যালান্স বিমে আন্দ্রেদাকে ছাপিয়ে যেতে না পারলে লির ভাগ্যে স্বর্ণ জুটত না। ফ্লোর ইভেন্টের আগে রেবেকার চেয়ে দশমিক ১০১ পয়েন্টে এগিয়েছিলেন লি। তৃতীয় হয়েছেন রাশিয়ার দলীয় ইভেন্টের নেতৃত্ব দেওয়া অ্যাঞ্জেলিনা মেলনিকোভা। মোট ৫৭.২৯৮ পয়েন্ট নিয়ে রুপা জিতেছেন আন্দ্রেদা। ৫৭.৪৩৩ পয়েন্ট নিয়ে সুনিসা লি জিতেছেন স্বর্ণ। আর ৫৭.১৯৯ নিয়ে মেলনিকোভা ব্রোঞ্জ। সুনিসার আগে ম্যারি লু রেটন (১৯৮৪), কার্লি প্যাটারসন (২০০৪), নাস্তিয়া লিউকিন (২০০৮), গ্যাবি ডগলাস (২০১২) এবং সিমোন বাইলস (২০১৬) অল অ্যারাউন্ডের সোনা জিতেছিলেন। আর ব্রাজিলের আন্দ্রেদা হলেন এই ইভেন্টে পদকজয়ী দক্ষিণ আমেরিকার প্রথম জিমন্যাস্ট।
সবার সমর্থনে অভিভূত বাইলস
মানসিক স্বাস্থ্য ঠিক না থাকায় টোকিও অলিম্পিকের নারীদের দলীয় ও অলরাউন্ড ইভেন্ট থেকে নাম তুলে নেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। এই সিদ্ধান্তের জন্য তিনি সবার কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তাতে অভিভূত।
বাইলস মঙ্গলবার নারীদের দলগত ইভেন্টের প্রথম রোটেশনে ভল্টে পারফর্ম করার পর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই তার সিদ্ধান্তের প্রতি সহানুভূতি জানাতে এগিয়ে আসেন অনেকে। যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামার মতো ব্যক্তিত্বও। অনুপ্রাণিত রিও অলিম্পিকের চার সোনাজয়ী জিমন্যাস্ট বাইলস টুইটে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে লিখেছেন, ‘যে ভালোবাসা এবং সমর্থন আমি পেয়েছি তাতে বুঝতে পেরেছি জিমন্যাস্টিকসে সাফল্যের বাইরেও আমার একটা অস্তিত্ব রয়েছে যা আগে বিশ্বাসই করতাম না।’ এক দিন আগে বাইলসের মনোবল বাড়াতে মিশেল ওবামা টুইটারে লিখেছিলেন, ‘আমি কি যথেষ্ট ভালো? হ্যাঁ, কারণ আমি প্রতিদিন অনুশীলন করি। বাইলস আমরা তোমার জন্য গর্বিত।’ অনুরাগীদের ভালোবাসায় আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন বাইলস। এখনো চারটি ইভেন্টে চাইলে খেলতে পারবেন তিনি। রবিবার থেকে শুরু হবে সেই ইভেন্টগুলো। তাতে কি দেখা যাবে বাইলসকে? এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।