ড্রেসেলের তৃতীয় স্বর্ণ
ক্রীড়া ডেস্ক | ১ আগস্ট, ২০২১ ০০:০০
সেলেব ড্রেসেলকে বলা হয় মাইকেল ফেলপসের যোগ্য উত্তরসূরি। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু এখনো ফেলপসের মতো দুর্ধর্ষ সফল হয়ে ওঠেননি। তাই নিজেও নিজের খেতাব মানতে চান না। তবে যে পথে এগোচ্ছেন তাতে একদিন ফেলপসের মতো সাফল্য কুড়ানো অসম্ভব নয়। টোকিও অলিম্পিকে একটি দলগত ও একটি একক মিলিয়ে দুটি স্বর্ণ জিতেছিলেন ড্রেসেল। কাল ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। নিজের বিশ্বরেকর্ড নিজেই ভেঙেছেন ড্রেসেল। তাতে এই আসরে তৃতীয় স্বর্ণ নিশ্চিত করেছেন এ সাঁতারু। প্রতিযোগিতা শেষ করতে ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন ড্রেসেল। হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক নিজের সর্বোচ্চ টাইমিং ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিও পন্তি।
১০০ মিটার বাটারফ্লাইয়ে আগের বিশ্বরেকর্ড গড়তে ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়েছিলেন ড্রেসেল। এবার ২০১৯-এ গড়া নিজের রেকর্ড ভাঙলেন। ওই রেকর্ডটি আবার আগে ছিল উত্তরসূরি ফেলপসের দখলে। ২০০৯-এ ৪৯.৮২ সেকেন্ড সময় নিয়েছিলেন ফেলপস। ২০১৯-এ সেই রেকর্ডটাই ভাঙেন ড্রেসেল। সেই থেকে এই ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের পাঁচটি সেরা টাইমিংয়ের সব কটিই ড্রেসেলের। ইতিহাসে মাত্র চারজন সাঁতারু ‘ফিফটি সেকেন্ডস ব্যারিয়ার’ বা ৫০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার সাঁতরাতে পেরেছেন। কাল ১০০ মিটার বাটারফ্লাইয়ে সে তালিকায় মিলাক শেষ সংযোজন।
১০০ মিটার বাটারফ্লাইতে স্বর্ণ জিতে দিন শুরু করেন ড্রেসেল। এই সাঁতারের ৪৬ মিনিট পর ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে সেরা হয়ে ফাইনালে নাম লেখান। তার ২৭ মিনিট পর ৪ গুণীতক ১০০ মিডলের মিশ্র সাঁতারে নেমে পুরো প্রতিযোগিতার সেরা টাইমিং গড়েন। তবুও অন্য সতীর্থদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র ওই ইভেন্টে পঞ্চম হয়। দিন শেষে ড্রেসেল জানান, প্রতিটি সাঁতারে নিজেকে ভালো মনে হচ্ছিল তার, ‘বলতে অন্যরকম শোনালেও প্রতি সাঁতারে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছিলাম। মনে হচ্ছিল আমি আরও ভালো করছি। নিজের মাথায় বিষয়টি বারবার উঁকি দিচ্ছিল। এমন যে নিজেকেই নিজের শান্ত করতে হচ্ছিল। অলিম্পিক ফাইনাল জিততে বিশ্ব রেকর্ড গড়তে হলো। আমার মনে হয় অলিম্পিকে এটা পরিচিত দৃশ্য নয়। কিন্তু আমি এটা পেরেছি।’
১০০ মিটার ফ্রি স্টাইল ও বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতার পর ড্রেসেল ৫০ মিটার ফ্রি স্টাইলে নামবেন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ আগস্ট, ২০২১ ০০:০০

সেলেব ড্রেসেলকে বলা হয় মাইকেল ফেলপসের যোগ্য উত্তরসূরি। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু এখনো ফেলপসের মতো দুর্ধর্ষ সফল হয়ে ওঠেননি। তাই নিজেও নিজের খেতাব মানতে চান না। তবে যে পথে এগোচ্ছেন তাতে একদিন ফেলপসের মতো সাফল্য কুড়ানো অসম্ভব নয়। টোকিও অলিম্পিকে একটি দলগত ও একটি একক মিলিয়ে দুটি স্বর্ণ জিতেছিলেন ড্রেসেল। কাল ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন। নিজের বিশ্বরেকর্ড নিজেই ভেঙেছেন ড্রেসেল। তাতে এই আসরে তৃতীয় স্বর্ণ নিশ্চিত করেছেন এ সাঁতারু। প্রতিযোগিতা শেষ করতে ৪৯.৪৫ সেকেন্ড সময় নিয়েছেন ড্রেসেল। হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক নিজের সর্বোচ্চ টাইমিং ৪৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের নিও পন্তি।
১০০ মিটার বাটারফ্লাইয়ে আগের বিশ্বরেকর্ড গড়তে ৪৯.৫০ সেকেন্ড সময় নিয়েছিলেন ড্রেসেল। এবার ২০১৯-এ গড়া নিজের রেকর্ড ভাঙলেন। ওই রেকর্ডটি আবার আগে ছিল উত্তরসূরি ফেলপসের দখলে। ২০০৯-এ ৪৯.৮২ সেকেন্ড সময় নিয়েছিলেন ফেলপস। ২০১৯-এ সেই রেকর্ডটাই ভাঙেন ড্রেসেল। সেই থেকে এই ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টের পাঁচটি সেরা টাইমিংয়ের সব কটিই ড্রেসেলের। ইতিহাসে মাত্র চারজন সাঁতারু ‘ফিফটি সেকেন্ডস ব্যারিয়ার’ বা ৫০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার সাঁতরাতে পেরেছেন। কাল ১০০ মিটার বাটারফ্লাইয়ে সে তালিকায় মিলাক শেষ সংযোজন।
১০০ মিটার বাটারফ্লাইতে স্বর্ণ জিতে দিন শুরু করেন ড্রেসেল। এই সাঁতারের ৪৬ মিনিট পর ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটে সেরা হয়ে ফাইনালে নাম লেখান। তার ২৭ মিনিট পর ৪ গুণীতক ১০০ মিডলের মিশ্র সাঁতারে নেমে পুরো প্রতিযোগিতার সেরা টাইমিং গড়েন। তবুও অন্য সতীর্থদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র ওই ইভেন্টে পঞ্চম হয়। দিন শেষে ড্রেসেল জানান, প্রতিটি সাঁতারে নিজেকে ভালো মনে হচ্ছিল তার, ‘বলতে অন্যরকম শোনালেও প্রতি সাঁতারে আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছিলাম। মনে হচ্ছিল আমি আরও ভালো করছি। নিজের মাথায় বিষয়টি বারবার উঁকি দিচ্ছিল। এমন যে নিজেকেই নিজের শান্ত করতে হচ্ছিল। অলিম্পিক ফাইনাল জিততে বিশ্ব রেকর্ড গড়তে হলো। আমার মনে হয় অলিম্পিকে এটা পরিচিত দৃশ্য নয়। কিন্তু আমি এটা পেরেছি।’
১০০ মিটার ফ্রি স্টাইল ও বাটারফ্লাইয়ে স্বর্ণ জেতার পর ড্রেসেল ৫০ মিটার ফ্রি স্টাইলে নামবেন।