শ্রেয়াসের সেঞ্চুরির আনন্দ শেষ
কানপুরে টেস্টে ভারতের ইটের জবাব পাথর ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। নির্দিষ্ট করে বললে কিউই ওপেনাররা। শ্রেয়াস আয়ারের অভিষেকেই সেঞ্চুরির আনন্দ মাটি করে দিয়েছেন উইল ইয়াং-টম ল্যাথাম জুটি ১২৯ রান তুলে। ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে গতকাল সকালে আবার যখন ব্যাট শুরু করা ভারতকে আর ৯৭ রানের মধ্যেই অলআউট করে পাঁচ বছরের মধ্যে ভারতের মাটিতে প্রথম শতরানের জুটি গড়ে তুলেছেন দুই ওপেনার। শ্রেয়াসের আগের দিনের সঙ্গী রবীন্দ্র জাদেজাকে ৫০ রানেই বোল্ড করে গতকাল দিনের প্রথম আঘাত হানেন টিম সাউদি। কিছুক্ষণের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও ফেরান তিনি। তবে ৭৫ রান নিয়ে দিন শুরু করা শ্রেয়াস ১৫৭ বলে পৌঁছান তিন অঙ্কে। অভিষেকে সেঞ্চুরি দশম ভারতীয় ব্যাটসম্যানকেও আউট করেন সাউদি। এরপর অক্ষর প্যাটেলকে আউট করে ১৯৭৯-এর পর প্রথম নন-এশীয় বোলার হিসেবে কানপুরে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ৭৯ টেস্টে ৩১৪ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করা সাউদির এটা ইনিংসে ১২তম ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। আর বাঁহাতি স্পিনার আইজাজ প্যাটেল নেন ২ উইকেট। পরের দুই সেশনে উমেশ-ইশান্ত বা অশ্বিন-প্যাটেল-জাদেজারা মাথা কুটে মরেছেন ইয়াং (১৮০ বলে ৭৫*) ও ল্যাথামদের (১৬৫ বলে ৫০*) সামনে। ইন্টারনেট।
শেয়ার করুন

কানপুরে টেস্টে ভারতের ইটের জবাব পাথর ছুড়ে দিচ্ছে নিউজিল্যান্ড। নির্দিষ্ট করে বললে কিউই ওপেনাররা। শ্রেয়াস আয়ারের অভিষেকেই সেঞ্চুরির আনন্দ মাটি করে দিয়েছেন উইল ইয়াং-টম ল্যাথাম জুটি ১২৯ রান তুলে। ৪ উইকেটে ২৫৮ রান নিয়ে গতকাল সকালে আবার যখন ব্যাট শুরু করা ভারতকে আর ৯৭ রানের মধ্যেই অলআউট করে পাঁচ বছরের মধ্যে ভারতের মাটিতে প্রথম শতরানের জুটি গড়ে তুলেছেন দুই ওপেনার। শ্রেয়াসের আগের দিনের সঙ্গী রবীন্দ্র জাদেজাকে ৫০ রানেই বোল্ড করে গতকাল দিনের প্রথম আঘাত হানেন টিম সাউদি। কিছুক্ষণের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও ফেরান তিনি। তবে ৭৫ রান নিয়ে দিন শুরু করা শ্রেয়াস ১৫৭ বলে পৌঁছান তিন অঙ্কে। অভিষেকে সেঞ্চুরি দশম ভারতীয় ব্যাটসম্যানকেও আউট করেন সাউদি। এরপর অক্ষর প্যাটেলকে আউট করে ১৯৭৯-এর পর প্রথম নন-এশীয় বোলার হিসেবে কানপুরে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন। ৭৯ টেস্টে ৩১৪ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করা সাউদির এটা ইনিংসে ১২তম ৫ উইকেট। ৩ উইকেট নিয়েছেন কাইল জেমিসন। আর বাঁহাতি স্পিনার আইজাজ প্যাটেল নেন ২ উইকেট। পরের দুই সেশনে উমেশ-ইশান্ত বা অশ্বিন-প্যাটেল-জাদেজারা মাথা কুটে মরেছেন ইয়াং (১৮০ বলে ৭৫*) ও ল্যাথামদের (১৬৫ বলে ৫০*) সামনে। ইন্টারনেট।