রাজসিক সূচনা কিংসের
ক্রীড়া প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
২০১৯ সালে স্বাধীনতা কাপের সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এরপর তারা জিতেছে দুটি লিগ শিরোপা। প্রতিষ্ঠিত হয়েছে দেশসেরা ফুটবল ক্লাব হিসেবে। নতুন মৌসুমে তাদের শুরু সেরাদের মতোই হবে সেটাই ছিল অনুমেয়। একঝাঁক স্থানীয় তারকা নিয়ে গড়া বাংলাদেশ নৌবাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারেনি চ্যাম্পিয়নদের সামনে। কিংস ম্যাচটা জিতেছে ৬-০ গোলে। ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে পুলিশ এফসি।
নৌবাহিনী গড়ে উঠেছে সোহেল রানা, মামুনুল ইসলাম, কিপার শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার রহমত মিয়া, জাহিদ হোসেনদের মতো তারকাদের নিয়ে। চুক্তিবদ্ধ বলেই স্বাধীনতা কাপে এরা নিজ নিজ ক্লাবের হয়ে না খেলে খেলছে সংস্থাটির পক্ষে। প্রথম ৪০ মিনিট চার বিদেশি নিয়ে গড়া কিংসের আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দলটি। কিন্তু ৪১ মিনিটে অপেক্ষার শেষ হয় কিংসের। ডান দিক থেকে জোনাথন ফার্নান্দেজের ক্রসে স্টোহান ভ্রানজেসের হেডে এগিয়ে যায় কিংস। বসনিয়া শীর্ষ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অভিষেক হয় সুযোগ সন্ধানী গোলে। দুই মিনিট পর আবার গোল। রবসন রবিনহোর থ্রু পাস বক্সের ভেতর পেয়ে আড়াআড়ি বাড়ান জোনাথনকে। আনমার্কড ব্রাজিলিয়ান প্লেসিংয়ে বল জালে জড়ান। ৬৯ মিনিটে ডানপ্রান্ত থেকে ইব্রাহিমের মাপা ক্রসে স্টোহানের প্লেসিংয়ে ব্যবধান হয় ৩-০। ৭৯ মিনিটে বিশ্বনাথের বাড়ানো বল ধরে বক্সের ডানপ্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্টে বল জালে জড়ান বদলি এলিটা কিংসলে। যোগ করা সময়ে রবিনহো দলের পঞ্চম গোল করেন। দু’মিনিট পর সবুজের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নৌবাহিনী ডিফেন্ডার হাবিবুর নিজেদের জালেই বল ঠেললে আধ ডজন গোলের তৃপ্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
দিনের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেনিলসন রদ্রিগেজ রোলদাও পুলিশ এফসিকে এগিয়ে নেওয়ার পর স্পট কিক থেকে সমতা ফেরান চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান এবিমোবোই থ্যাঙ্কগড পিটার।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

২০১৯ সালে স্বাধীনতা কাপের সর্বশেষ আসরের শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। এরপর তারা জিতেছে দুটি লিগ শিরোপা। প্রতিষ্ঠিত হয়েছে দেশসেরা ফুটবল ক্লাব হিসেবে। নতুন মৌসুমে তাদের শুরু সেরাদের মতোই হবে সেটাই ছিল অনুমেয়। একঝাঁক স্থানীয় তারকা নিয়ে গড়া বাংলাদেশ নৌবাহিনী কোনো প্রতিরোধই গড়তে পারেনি চ্যাম্পিয়নদের সামনে। কিংস ম্যাচটা জিতেছে ৬-০ গোলে। ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ১-১ গোলে রুখে দিয়েছে পুলিশ এফসি।
নৌবাহিনী গড়ে উঠেছে সোহেল রানা, মামুনুল ইসলাম, কিপার শহীদুল আলম সোহেল, ডিফেন্ডার রহমত মিয়া, জাহিদ হোসেনদের মতো তারকাদের নিয়ে। চুক্তিবদ্ধ বলেই স্বাধীনতা কাপে এরা নিজ নিজ ক্লাবের হয়ে না খেলে খেলছে সংস্থাটির পক্ষে। প্রথম ৪০ মিনিট চার বিদেশি নিয়ে গড়া কিংসের আক্রমণের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল দলটি। কিন্তু ৪১ মিনিটে অপেক্ষার শেষ হয় কিংসের। ডান দিক থেকে জোনাথন ফার্নান্দেজের ক্রসে স্টোহান ভ্রানজেসের হেডে এগিয়ে যায় কিংস। বসনিয়া শীর্ষ লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার অভিষেক হয় সুযোগ সন্ধানী গোলে। দুই মিনিট পর আবার গোল। রবসন রবিনহোর থ্রু পাস বক্সের ভেতর পেয়ে আড়াআড়ি বাড়ান জোনাথনকে। আনমার্কড ব্রাজিলিয়ান প্লেসিংয়ে বল জালে জড়ান। ৬৯ মিনিটে ডানপ্রান্ত থেকে ইব্রাহিমের মাপা ক্রসে স্টোহানের প্লেসিংয়ে ব্যবধান হয় ৩-০। ৭৯ মিনিটে বিশ্বনাথের বাড়ানো বল ধরে বক্সের ডানপ্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের শটে দূরের পোস্টে বল জালে জড়ান বদলি এলিটা কিংসলে। যোগ করা সময়ে রবিনহো দলের পঞ্চম গোল করেন। দু’মিনিট পর সবুজের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নৌবাহিনী ডিফেন্ডার হাবিবুর নিজেদের জালেই বল ঠেললে আধ ডজন গোলের তৃপ্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
দিনের প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেনিলসন রদ্রিগেজ রোলদাও পুলিশ এফসিকে এগিয়ে নেওয়ার পর স্পট কিক থেকে সমতা ফেরান চট্টগ্রাম আবাহনীর নাইজেরিয়ান এবিমোবোই থ্যাঙ্কগড পিটার।