টেস্ট দলে নাঈম শেখ
ক্রীড়া প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। একই কারণে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টও খেলা হয়নি তার। তবে শনিবার থেকে মিরপুরে শুরু দ্বিতীয় টেস্টে ফিরছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান তাসকিন। এছাড়া প্রথম টেস্টে ব্যর্থ দুই ওপেনারকে রেখেই প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে টি-২০ স্পেশালিস্ট নাঈম শেখ। সঙ্গে ফার্স্ট ক্লাসে তিন নম্বর পজিশনে খেলা মাহমুদুল হাসান জয়কে ব্যাকআপ ওপেনার হিসেবে রেখে দেওয়া হয়েছে। নাঈমের প্রথম শ্রেণিতে অবশ্য অভিজ্ঞতা বেশি নেই। মাত্র ৬ ম্যাচে ১১ ইনিংসে ১৬.৬৩ গড়ে করেছেন ১৮৩ রান। সেঞ্চুরি নেই, হাফসেঞ্চুরি একটি।
কাল ফিটনেস টেস্ট দিয়েছেন সাকিব ও তাসকিন। দুজনই উতরে যাওয়ায় সন্ধ্যায় বিবৃতি দিয়ে তাদের দলে নেওয়ার কথা জানায় বিসিবি। চট্টগ্রাম টেস্টে অনভিজ্ঞ দল নিয়েও লড়াই করেছে বাংলাদেশ। মিরপুরে সাকিব ও ফর্মে থাকা তাসকিনকে ফেরাতে দলই এই মুহূর্তে উদগ্রীব। টেস্ট সিরিজের দলে সাকিবকে রাখা হয়েছিল মিরপুর টেস্টের কথা ভেবেই। ইনজুরি পুরোপুরি কাটিয়ে ওঠেননি বলে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি। টেস্টের মাঝপথেই অনুশীলন শুরুর ছাড়পত্র পেয়ে নেটে নেমে যান নিজের অ্যাকাডেমিতে। সেখানে প্রিয় কোচ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। গতকাল মিরপুরে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন দীর্ঘ সময়।
সাকিব, তাসকিন ও নাঈমকে নিয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল এখন ২০ সদস্যের। উইন্ডিজের বিপক্ষেও এ বছর শুরুতে একই কা- করেছিল বাংলাদেশ। একাদশের বাইরে থাকা সৌম্য সরকারকে ফিরিয়ে খেলিয়ে দেওয়া হয় মিরপুর টেস্ট। তাতে সফল কিছু হয়নি। কাল চট্টগ্রাম টেস্টের পর অধিনায়ক মুমিনুল হক অবশ্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

হ্যামস্ট্রিং চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যান সাকিব আল হাসান। একই কারণে পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি ও প্রথম টেস্টও খেলা হয়নি তার। তবে শনিবার থেকে মিরপুরে শুরু দ্বিতীয় টেস্টে ফিরছেন এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে যান তাসকিন। এছাড়া প্রথম টেস্টে ব্যর্থ দুই ওপেনারকে রেখেই প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে টি-২০ স্পেশালিস্ট নাঈম শেখ। সঙ্গে ফার্স্ট ক্লাসে তিন নম্বর পজিশনে খেলা মাহমুদুল হাসান জয়কে ব্যাকআপ ওপেনার হিসেবে রেখে দেওয়া হয়েছে। নাঈমের প্রথম শ্রেণিতে অবশ্য অভিজ্ঞতা বেশি নেই। মাত্র ৬ ম্যাচে ১১ ইনিংসে ১৬.৬৩ গড়ে করেছেন ১৮৩ রান। সেঞ্চুরি নেই, হাফসেঞ্চুরি একটি।
কাল ফিটনেস টেস্ট দিয়েছেন সাকিব ও তাসকিন। দুজনই উতরে যাওয়ায় সন্ধ্যায় বিবৃতি দিয়ে তাদের দলে নেওয়ার কথা জানায় বিসিবি। চট্টগ্রাম টেস্টে অনভিজ্ঞ দল নিয়েও লড়াই করেছে বাংলাদেশ। মিরপুরে সাকিব ও ফর্মে থাকা তাসকিনকে ফেরাতে দলই এই মুহূর্তে উদগ্রীব। টেস্ট সিরিজের দলে সাকিবকে রাখা হয়েছিল মিরপুর টেস্টের কথা ভেবেই। ইনজুরি পুরোপুরি কাটিয়ে ওঠেননি বলে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও যাননি। টেস্টের মাঝপথেই অনুশীলন শুরুর ছাড়পত্র পেয়ে নেটে নেমে যান নিজের অ্যাকাডেমিতে। সেখানে প্রিয় কোচ সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করেছেন। গতকাল মিরপুরে ব্যাটিং ও বোলিং অনুশীলন করেছেন দীর্ঘ সময়।
সাকিব, তাসকিন ও নাঈমকে নিয়ে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল এখন ২০ সদস্যের। উইন্ডিজের বিপক্ষেও এ বছর শুরুতে একই কা- করেছিল বাংলাদেশ। একাদশের বাইরে থাকা সৌম্য সরকারকে ফিরিয়ে খেলিয়ে দেওয়া হয় মিরপুর টেস্ট। তাতে সফল কিছু হয়নি। কাল চট্টগ্রাম টেস্টের পর অধিনায়ক মুমিনুল হক অবশ্য একাদশে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন।