সোনার হরফে নাম লিখতে চান রোনালদো
ক্রীড়া ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কদিন আগে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রধান প্যাসকেল ফেরে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর এখন একমাত্র লক্ষ্য অবসরে যাওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর পাওয়া। সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে রোনালদো বলেছেন, ফেরে তার নাম জড়িয়ে মিথ্যাচার করে নিজের ব্যবসা বাড়াচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘গত সপ্তাহে ফেরে বলেছেন আমি মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করতে চাই। ফেরে মিথ্যা বলেছেন। আমার নাম ব্যবহার করে তিনি ফায়দা লুটছেন। নিজের ও তার সাময়িকীর ব্যবসা বাড়াতে চাচ্ছেন। এটা খুবই অনাকাক্সিক্ষত যে ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের সঙ্গে জড়িত একজন এ মিথ্যাচার করছেন।’
২০২১ ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি রোনালদো। ফেরে রোনালদোর অনুষ্ঠানে না যাওয়া নিয়ে যা বলেছেন, সেটা নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদো, ‘আমি সব সময়ই ব্যালন ডি’অর জয়ীকে অভিনন্দিত করতে চাই। এটা ক্রীড়াসুলভ মানসিকতারই অংশ। এটি আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই মেনে আসছি। আমি কখনই কারোর বিপক্ষে নই। আমি যা জিততে চাই, সেটি সব সময়ই নিজের জন্য এবং যে ক্লাবের হয়ে খেলি, তাদের জন্যই জিততে চাই। যারা আমাকে ভালোবাসে, আমি যেকোনো পুরস্কার তাদের জন্যই জিততে চাই। আমি কাউকে দেখিয়ে দিতে বা কারোর বিরুদ্ধে জিতি না।’ রোনালদো আরও বলেছেন, ‘আমি কখনই ব্যক্তিগত অর্জনের জন্য খেলি না। আমার চিরদিনের লক্ষ্য ক্লাব ও জাতীয় দলের জন্য শিরোপা জেতা। আমার সব সময়ের লক্ষ্য নিজেকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠার, যারা পেশাদার ফুটবলার হতে চায়, তাদের সামনে আমি উদাহরণ হতে চাই। আমার লক্ষ্য, ফুটবল ইতিহাসে সোনার হরফে নিজের নাম খোদাই করে রাখা।’
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কদিন আগে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রধান প্যাসকেল ফেরে বলেছিলেন, ক্রিশ্চিয়ানো রোনালদোর এখন একমাত্র লক্ষ্য অবসরে যাওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর পাওয়া। সোমবার ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর আগে রোনালদো বলেছেন, ফেরে তার নাম জড়িয়ে মিথ্যাচার করে নিজের ব্যবসা বাড়াচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘গত সপ্তাহে ফেরে বলেছেন আমি মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে ক্যারিয়ার শেষ করতে চাই। ফেরে মিথ্যা বলেছেন। আমার নাম ব্যবহার করে তিনি ফায়দা লুটছেন। নিজের ও তার সাময়িকীর ব্যবসা বাড়াতে চাচ্ছেন। এটা খুবই অনাকাক্সিক্ষত যে ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের সঙ্গে জড়িত একজন এ মিথ্যাচার করছেন।’
২০২১ ব্যালন ডি’অর অনুষ্ঠানে যাননি রোনালদো। ফেরে রোনালদোর অনুষ্ঠানে না যাওয়া নিয়ে যা বলেছেন, সেটা নিয়েও নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদো, ‘আমি সব সময়ই ব্যালন ডি’অর জয়ীকে অভিনন্দিত করতে চাই। এটা ক্রীড়াসুলভ মানসিকতারই অংশ। এটি আমি আমার ক্যারিয়ারের শুরু থেকেই মেনে আসছি। আমি কখনই কারোর বিপক্ষে নই। আমি যা জিততে চাই, সেটি সব সময়ই নিজের জন্য এবং যে ক্লাবের হয়ে খেলি, তাদের জন্যই জিততে চাই। যারা আমাকে ভালোবাসে, আমি যেকোনো পুরস্কার তাদের জন্যই জিততে চাই। আমি কাউকে দেখিয়ে দিতে বা কারোর বিরুদ্ধে জিতি না।’ রোনালদো আরও বলেছেন, ‘আমি কখনই ব্যক্তিগত অর্জনের জন্য খেলি না। আমার চিরদিনের লক্ষ্য ক্লাব ও জাতীয় দলের জন্য শিরোপা জেতা। আমার সব সময়ের লক্ষ্য নিজেকে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠার, যারা পেশাদার ফুটবলার হতে চায়, তাদের সামনে আমি উদাহরণ হতে চাই। আমার লক্ষ্য, ফুটবল ইতিহাসে সোনার হরফে নিজের নাম খোদাই করে রাখা।’