মিরপুর সাহস দিচ্ছে
ক্রীড়া প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
নিকট অতীতে মিরপুরে বাংলাদেশ দলের সাফল্য দারুণ। যদিও তা ছোট ফরম্যাটে। তবে সেই সাফল্যটাই শনিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাহস জোগাচ্ছে দলকে। মিরপুরে ভালো করার প্রবণতাটা দ্বিতীয় টেস্টে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সাকিব-তাসকিনের দলে ফেরা বাংলাদেশের শক্তি বাড়িয়েছে বলে মনে করেন এই কোচ।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল দেয় বিসিবি। তাতে আগের দলের সঙ্গে সাকিব, তাসকিন ও নাঈম শেখকে যুক্ত করা হয়। এতে দলে সদস্য বেড়েছে ২০ জনে। এক টেস্টের জন্য এই বিশাল বহরের স্কোয়াডের কারণটা অবশ্য অন্য। সামনে নিউজিল্যান্ড সফরে এই দল থেকেই ১৭ বা ১৮ সদস্য নির্বাচিত হবেন। তাই সবাইকে বায়ো বাবলে রাখতে দল হিসেবে একসঙ্গে রাখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ৮ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শেষের পরদিন ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে রওনা হবে দল। ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষ করে ১ জানুয়ারি থেকে খেলতে হবে দুই টেস্টের সিরিজ।
ওই সিরিজের আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি মিরপুরে ভালো করার রেকর্ড সামনে রেখে অভিজ্ঞদের ফেরা বাংলাদেশকে দারুণ উপকার দেবে বলে মনে করেন বাবুল, ‘সাকিব ও তাসকিনের অন্তর্ভুক্তি অবশ্যই ইতিবাচক দিক। দুজনই আমাদের দলের জন্য বিশ্বমানের খেলোয়াড়। নতুন বলে যদি বলি, এবাদত ভালো করছে, পাশাপাশি তাসকিন যদি খেলে, তাহলে নতুন বলের জুটিটা খুব ভালো হবে। তাসকিন ভালো শেপে আছে। নতুন বলের অ্যাডভান্টেজটা আমরা হয়তো তাসকিনকে দিয়ে নিতে পারি। পাশাপাশি সাকিব এসেছে, তাইজুল ও মিরাজের ওপর যে দায়িত্বটা থাকে, সেটা সাকিবও ভাগাভাগি করে নিতে পারবে। তো বোলিং ইউনিট আমাদের খুবই ভালো হবে। দুজন অভিজ্ঞ ব্যাটারও আমরা পাব। মুশফিকের পাশাপাশি সাকিবও টিমকে গাইড করতে পারবে। টিমের জন্য খুবই ভালো সংযুক্তি। মিরপুরে ভালো করার একটা প্রবণতা থাকবে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’
এছাড়া ব্যাটিংয়ে ওপেনিংয়ে পরিবর্তন আসছে বলেও জানান বাবুল। কারণ সাইফ হাসান টাইফয়েড জ্বরের কারণে চট্টগ্রাম টেস্টের পর বাদ পড়েছেন। তার বদলে নিশ্চিতভাবেই ওপেনার হিসেবে আসছেন অন্য কেউ। সেখানে জয় ও নাজমুল হোসেন শান্ত’র নামটাই বললেন বাবুল। জাতীয় লিগের অভিজ্ঞতায় জয়ের অভিষেকটা হতে পারে। আবার ইয়াসির আলি রাব্বি ফিট হয়ে উঠলে এই টেস্টে তাকে সুযোগ দেওয়ার জন্য ওপেন করতে পারেন শান্ত। সঙ্গে কোচ বাবুল আশা প্রকাশ করেন চট্টগ্রাম টেস্টের অভিজ্ঞতায় টপঅর্ডাররা এই টেস্টে ভালো করবেন, ‘টপঅর্ডাররা চট্টগ্রামে দুই ইনিংসে ব্যর্থ হয়েছে। তবে ওখান থেকে আমাদের প্লেয়াররা অনেক কিছু শিখেছে। যে কীভাবে খেলা যায়। অনেকদিন পর তারা টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। মিরপুরে জানি না কারা ওপেন করবে। সাদমান এক নম্বর চয়েজ। অন্যদের মধ্যে জয় এসেছে নতুন। জাতীয় লিগে খুব ভালো ব্যাটিং করেছে। তার হয়তো একটা সুযোগ আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে। শ্রীলঙ্কাতে খুব ভালো খেলেছে। হয়তো নতুন বলটা তারাই খেলবে। আশা করি এখানে (ঢাকা) তারা নতুন বলটা ভালোই খেলবে। তাদের মধ্যে সেই আগ্রহ-চেষ্টাটা আমি দেখতে পেয়েছি। আশা করি মিরপুরে ভালো হবে।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

নিকট অতীতে মিরপুরে বাংলাদেশ দলের সাফল্য দারুণ। যদিও তা ছোট ফরম্যাটে। তবে সেই সাফল্যটাই শনিবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাহস জোগাচ্ছে দলকে। মিরপুরে ভালো করার প্রবণতাটা দ্বিতীয় টেস্টে ক্রিকেটারদের মানসিকতা পরিবর্তনে কাজে দেবে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। সাকিব-তাসকিনের দলে ফেরা বাংলাদেশের শক্তি বাড়িয়েছে বলে মনে করেন এই কোচ।
মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল দেয় বিসিবি। তাতে আগের দলের সঙ্গে সাকিব, তাসকিন ও নাঈম শেখকে যুক্ত করা হয়। এতে দলে সদস্য বেড়েছে ২০ জনে। এক টেস্টের জন্য এই বিশাল বহরের স্কোয়াডের কারণটা অবশ্য অন্য। সামনে নিউজিল্যান্ড সফরে এই দল থেকেই ১৭ বা ১৮ সদস্য নির্বাচিত হবেন। তাই সবাইকে বায়ো বাবলে রাখতে দল হিসেবে একসঙ্গে রাখা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে ৮ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শেষের পরদিন ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডে রওনা হবে দল। ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষ করে ১ জানুয়ারি থেকে খেলতে হবে দুই টেস্টের সিরিজ।
ওই সিরিজের আগে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি মিরপুরে ভালো করার রেকর্ড সামনে রেখে অভিজ্ঞদের ফেরা বাংলাদেশকে দারুণ উপকার দেবে বলে মনে করেন বাবুল, ‘সাকিব ও তাসকিনের অন্তর্ভুক্তি অবশ্যই ইতিবাচক দিক। দুজনই আমাদের দলের জন্য বিশ্বমানের খেলোয়াড়। নতুন বলে যদি বলি, এবাদত ভালো করছে, পাশাপাশি তাসকিন যদি খেলে, তাহলে নতুন বলের জুটিটা খুব ভালো হবে। তাসকিন ভালো শেপে আছে। নতুন বলের অ্যাডভান্টেজটা আমরা হয়তো তাসকিনকে দিয়ে নিতে পারি। পাশাপাশি সাকিব এসেছে, তাইজুল ও মিরাজের ওপর যে দায়িত্বটা থাকে, সেটা সাকিবও ভাগাভাগি করে নিতে পারবে। তো বোলিং ইউনিট আমাদের খুবই ভালো হবে। দুজন অভিজ্ঞ ব্যাটারও আমরা পাব। মুশফিকের পাশাপাশি সাকিবও টিমকে গাইড করতে পারবে। টিমের জন্য খুবই ভালো সংযুক্তি। মিরপুরে ভালো করার একটা প্রবণতা থাকবে। ইনশাআল্লাহ আমরা ভালো করব।’
এছাড়া ব্যাটিংয়ে ওপেনিংয়ে পরিবর্তন আসছে বলেও জানান বাবুল। কারণ সাইফ হাসান টাইফয়েড জ্বরের কারণে চট্টগ্রাম টেস্টের পর বাদ পড়েছেন। তার বদলে নিশ্চিতভাবেই ওপেনার হিসেবে আসছেন অন্য কেউ। সেখানে জয় ও নাজমুল হোসেন শান্ত’র নামটাই বললেন বাবুল। জাতীয় লিগের অভিজ্ঞতায় জয়ের অভিষেকটা হতে পারে। আবার ইয়াসির আলি রাব্বি ফিট হয়ে উঠলে এই টেস্টে তাকে সুযোগ দেওয়ার জন্য ওপেন করতে পারেন শান্ত। সঙ্গে কোচ বাবুল আশা প্রকাশ করেন চট্টগ্রাম টেস্টের অভিজ্ঞতায় টপঅর্ডাররা এই টেস্টে ভালো করবেন, ‘টপঅর্ডাররা চট্টগ্রামে দুই ইনিংসে ব্যর্থ হয়েছে। তবে ওখান থেকে আমাদের প্লেয়াররা অনেক কিছু শিখেছে। যে কীভাবে খেলা যায়। অনেকদিন পর তারা টেস্ট ম্যাচ খেলতে নেমেছে। মিরপুরে জানি না কারা ওপেন করবে। সাদমান এক নম্বর চয়েজ। অন্যদের মধ্যে জয় এসেছে নতুন। জাতীয় লিগে খুব ভালো ব্যাটিং করেছে। তার হয়তো একটা সুযোগ আসবে। শান্ত শ্রীলঙ্কার পর এখানে খেলছে। শ্রীলঙ্কাতে খুব ভালো খেলেছে। হয়তো নতুন বলটা তারাই খেলবে। আশা করি এখানে (ঢাকা) তারা নতুন বলটা ভালোই খেলবে। তাদের মধ্যে সেই আগ্রহ-চেষ্টাটা আমি দেখতে পেয়েছি। আশা করি মিরপুরে ভালো হবে।’