বিশাল জয় যুব দলের
ক্রীড়া প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ইডেন গার্ডেনে ত্রিদলীয় সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল পান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৫ রান তুলে ভারতীয় দলকে ১১৩ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। প্রথম ম্যাচে ২৫৪ রান তোলা ভারতের যুব ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল তারা।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে বাংলাদেশ। ৩০ রানে মাহফিজুলকে (১৫) হারালেও ইফতিখার ও নাবিল ২০.২ ওভারে ৯৫ রানের জুটি গড়েন। ইফতিখার ৫৭ রান করেন। নাবিল ১০৮ বলে ১০৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হন। এছাড়া মেহেরাব হাসান নিচের দিকে ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ১২৯ রানে ৫ উইকেট হারিয়ে কখনো ম্যাচে ছিল না ভারতের যুব দল। অফস্পিনার আরিফুলের ২২ রানে ৪ ও নাইমুর রহমানের ৩৪ রানে ২ উইকেটে ৪৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে কুশল তাম্বের ব্যাট থেকে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ইডেন গার্ডেনে ত্রিদলীয় সিরিজে ভারতের অনূর্ধ্ব-১৯ দলকেও হারিয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল পান্তিক নওরোজ নাবিলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৫ রান তুলে ভারতীয় দলকে ১১৩ রানে হারিয়েছে রাকিবুল হাসানের দল। প্রথম ম্যাচে ২৫৪ রান তোলা ভারতের যুব ‘এ’ দলকে ২ উইকেটে হারিয়েছিল তারা।
গতকাল টস জিতে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করে বাংলাদেশ। ৩০ রানে মাহফিজুলকে (১৫) হারালেও ইফতিখার ও নাবিল ২০.২ ওভারে ৯৫ রানের জুটি গড়েন। ইফতিখার ৫৭ রান করেন। নাবিল ১০৮ বলে ১০৫ রানের ইনিংসে ম্যাচ সেরা হন। এছাড়া মেহেরাব হাসান নিচের দিকে ৪৮ বলে ৭০ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেলেন। জবাবে ১২৯ রানে ৫ উইকেট হারিয়ে কখনো ম্যাচে ছিল না ভারতের যুব দল। অফস্পিনার আরিফুলের ২২ রানে ৪ ও নাইমুর রহমানের ৩৪ রানে ২ উইকেটে ৪৫.৩ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় তারা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪২ রান আসে কুশল তাম্বের ব্যাট থেকে।