মোহামেডানকে সেনাবাহিনীর লজ্জা
ক্রীড়া প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
মুক্তিযোদ্ধাকে হারিয়ে স্বাধীনতা কাপের গ্রুপপর্ব শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এভাবে হোঁচট খাবে তা কে ভেবেছিল? গতকাল কমলাপুর স্টেডিয়ামে স্থানীয় ও বেশিরভাগ অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া সংস্থাটি মোহামেডানকে হারিয়েছে ২-১ গোলে। তাদের হারে জমে উঠেছে সি গ্রুপের হিসাব-নিকাশ। দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। তিন পয়েন্ট করে আছে সেনাবাহিনী ও মোহামেডানের। দুই ম্যাচের দুটিতেই হেরে গেলেও কাগজে-কলমে সম্ভাবনা আছে তাদেরও। সেক্ষেত্রে তাদের শেষ ম্যাচে অবশ্যই সেনাবাহিনীকে হারাতে হবে। মোহামেডানেরও শেষ আটে যেতে পয়েন্ট পেতে হবে শেষ ম্যাচে সাইফের বিপক্ষে।
আমন্ত্রণমূলক এই আসরে তিনটি সার্ভিসেস দল খেলছে স্থানীয় ফুটবলারদের নিয়ে। এর মধ্যে নৌবাহিনী দল গড়েছে একঝাঁক পেশাদার তারকাকে নিয়ে। সেনাবাহিনীতে পেশাদার ফুটবলার মাত্র একজন মেহেদী হাসান মিঠু। বাকিরা সবাই সংস্থাটির স্থায়ী সদস্য। সেই দল বিদেশিদের নিয়ে গড়া মোহামেডানকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছে। রঞ্জু শিকদারের অসাধারণ সাইড ভলি ও শাহরিয়ার ইমনের গোলে জয় নিশ্চিত হয় দলটির।
আগের ম্যাচে সাইফের বিপক্ষে ভালো খেলেও হেরেছিল সেনাবাহিনী। কাল সেটাই যেন সাদা-কালোদের সামনে তাতিয়ে দিয়েছিল দলটিকে। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ১৮ মিনিটে এগিয়ে যায় সেনাবাহিনী। ডান দিক থেকে ইমতিয়াজ রায়হানের ক্রসে অনেকটা লাফিয়ে হাওয়ায় ভেসে দুর্দান্ত সাইড ভলিতে গোল করেন রঞ্জু। পরের মিনিটে মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতের জোরালো শট আটকে দেন সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর হোসেন। ৬০ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় মোহামেডান। দিয়াবাতের পাস থেকে সাইফ শামসুদের কোনাকুনি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক আলমগীর। ৯ মিনিট পর ডান দিক দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে সেনাবাহিনীকে ২-০ লিড এনে দেন শাহরিয়ার ইমন। ম্যাচের অতিরিক্ত সময়ে বক্সের জটলা থেকে নিচু শটে গোল করে কেবল হারের ব্যবধান ঘুচিয়েছেন মোহামেডানের মিনহাজুল আবেদিন।
দিনের প্রথম ম্যাচে আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে অসাধারণ ফুটবল খেলে সাইফ স্পোর্টিং ক্লাব। ১৮ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম এগিয়ে নেন সাইফকে। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান ডিফেন্ডার নাসিরুল ইসলাম। ৮১ মিনিটে সাজ্জাদ হোসেন ৩-০ করেন। শেষে অবশ্য তেতসুয়াকি মিসুয়া দুই গোল করে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। তবে শেষ রক্ষা হয়নি মুক্তিযোদ্ধার।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

মুক্তিযোদ্ধাকে হারিয়ে স্বাধীনতা কাপের গ্রুপপর্ব শুরু করা মোহামেডান দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এভাবে হোঁচট খাবে তা কে ভেবেছিল? গতকাল কমলাপুর স্টেডিয়ামে স্থানীয় ও বেশিরভাগ অপেশাদার ফুটবলারদের নিয়ে গড়া সংস্থাটি মোহামেডানকে হারিয়েছে ২-১ গোলে। তাদের হারে জমে উঠেছে সি গ্রুপের হিসাব-নিকাশ। দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। তিন পয়েন্ট করে আছে সেনাবাহিনী ও মোহামেডানের। দুই ম্যাচের দুটিতেই হেরে গেলেও কাগজে-কলমে সম্ভাবনা আছে তাদেরও। সেক্ষেত্রে তাদের শেষ ম্যাচে অবশ্যই সেনাবাহিনীকে হারাতে হবে। মোহামেডানেরও শেষ আটে যেতে পয়েন্ট পেতে হবে শেষ ম্যাচে সাইফের বিপক্ষে।
আমন্ত্রণমূলক এই আসরে তিনটি সার্ভিসেস দল খেলছে স্থানীয় ফুটবলারদের নিয়ে। এর মধ্যে নৌবাহিনী দল গড়েছে একঝাঁক পেশাদার তারকাকে নিয়ে। সেনাবাহিনীতে পেশাদার ফুটবলার মাত্র একজন মেহেদী হাসান মিঠু। বাকিরা সবাই সংস্থাটির স্থায়ী সদস্য। সেই দল বিদেশিদের নিয়ে গড়া মোহামেডানকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছে। রঞ্জু শিকদারের অসাধারণ সাইড ভলি ও শাহরিয়ার ইমনের গোলে জয় নিশ্চিত হয় দলটির।
আগের ম্যাচে সাইফের বিপক্ষে ভালো খেলেও হেরেছিল সেনাবাহিনী। কাল সেটাই যেন সাদা-কালোদের সামনে তাতিয়ে দিয়েছিল দলটিকে। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ১৮ মিনিটে এগিয়ে যায় সেনাবাহিনী। ডান দিক থেকে ইমতিয়াজ রায়হানের ক্রসে অনেকটা লাফিয়ে হাওয়ায় ভেসে দুর্দান্ত সাইড ভলিতে গোল করেন রঞ্জু। পরের মিনিটে মোহামেডানের মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতের জোরালো শট আটকে দেন সেনাবাহিনীর গোলরক্ষক আলমগীর হোসেন। ৬০ মিনিটে সমতায় ফেরার ভালো সুযোগ পায় মোহামেডান। দিয়াবাতের পাস থেকে সাইফ শামসুদের কোনাকুনি শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক আলমগীর। ৯ মিনিট পর ডান দিক দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে সেনাবাহিনীকে ২-০ লিড এনে দেন শাহরিয়ার ইমন। ম্যাচের অতিরিক্ত সময়ে বক্সের জটলা থেকে নিচু শটে গোল করে কেবল হারের ব্যবধান ঘুচিয়েছেন মোহামেডানের মিনহাজুল আবেদিন।
দিনের প্রথম ম্যাচে আন্দ্রেস ক্রুসিয়ানির অধীনে অসাধারণ ফুটবল খেলে সাইফ স্পোর্টিং ক্লাব। ১৮ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম এগিয়ে নেন সাইফকে। ৪১ মিনিটে ব্যবধান বাড়ান ডিফেন্ডার নাসিরুল ইসলাম। ৮১ মিনিটে সাজ্জাদ হোসেন ৩-০ করেন। শেষে অবশ্য তেতসুয়াকি মিসুয়া দুই গোল করে জমিয়ে তুলেছিলেন ম্যাচ। তবে শেষ রক্ষা হয়নি মুক্তিযোদ্ধার।