সালাহর জোড়ায় লিভারপুলের জয়
ক্রীড়া ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার এভারটনের সঙ্গে ‘মার্সেসাইড ডার্বি’তে ৪-১ গোলের বড় জয়ে একটি কীর্তিরও দেখা পেয়েছে লিভারপুল। শীর্ষ লিগে খেলা ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা ১৮ ম্যাচে অন্তত দুটি করে গোল করল ইয়ুর্গেন ক্লপের দল। বুধবার করা চার গোলের দুটি করেছেন মোহামেদ সালাহ। একই দিন চেলসি ২-১ গোলে ওয়াটফোর্ডকে হারানোয় ১৪ ম্যাচে ৩৩ পয়েন্টে শীর্ষে আছে ব্লুজরা। এদিকে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টনভিলাকে। সমান ১৪ ম্যাচে ৩২ পয়েন্টে দুইয়ে লিভারপুল, এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি।
গুডিসন পার্কে ম্যাচের ১৯ মিনিটের মধ্যে জর্ডান হেন্ডারসন ও মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৮ মিনিটে দেমারাই গ্রে এভারটনের হয়ে এক গোল শোধ করলেও প্রথমার্ধে লিভারপুলের কাছে পাত্তা পায়নি রাফায়েল বেনিতেজের দল। বিরতির পর ৬৪ মিনিটে সালাহ ও ৭৯ মিনিটে ডিয়েগো জোতা গোল করেন। তাতে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। এবারের লিগে সালাহর গোলসংখ্যা দাঁড়াল ১৩-তে (সর্বোচ্চ)। এদিকে টানা ৮ ম্যাচে জয়হীন থাকায় এভারটন কোচ বেনিতেজের চাকরি নিয়েই টানাটানি পড়তে পারে। এভারটনের মাঠে গত ৩৯ বছরের মধ্যে লিগে এটাই সবচেয়ে বড় জয় লিভারপুলের। লিভারপুল এ নিয়ে টানা তিন ম্যাচে চার গোল করল। এর আগে শেষ দুই ম্যাচে আর্সেনাল আর সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার এভারটনের সঙ্গে ‘মার্সেসাইড ডার্বি’তে ৪-১ গোলের বড় জয়ে একটি কীর্তিরও দেখা পেয়েছে লিভারপুল। শীর্ষ লিগে খেলা ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে টানা ১৮ ম্যাচে অন্তত দুটি করে গোল করল ইয়ুর্গেন ক্লপের দল। বুধবার করা চার গোলের দুটি করেছেন মোহামেদ সালাহ। একই দিন চেলসি ২-১ গোলে ওয়াটফোর্ডকে হারানোয় ১৪ ম্যাচে ৩৩ পয়েন্টে শীর্ষে আছে ব্লুজরা। এদিকে ম্যানচেস্টার সিটি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টনভিলাকে। সমান ১৪ ম্যাচে ৩২ পয়েন্টে দুইয়ে লিভারপুল, এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানসিটি।
গুডিসন পার্কে ম্যাচের ১৯ মিনিটের মধ্যে জর্ডান হেন্ডারসন ও মোহামেদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৮ মিনিটে দেমারাই গ্রে এভারটনের হয়ে এক গোল শোধ করলেও প্রথমার্ধে লিভারপুলের কাছে পাত্তা পায়নি রাফায়েল বেনিতেজের দল। বিরতির পর ৬৪ মিনিটে সালাহ ও ৭৯ মিনিটে ডিয়েগো জোতা গোল করেন। তাতে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। এবারের লিগে সালাহর গোলসংখ্যা দাঁড়াল ১৩-তে (সর্বোচ্চ)। এদিকে টানা ৮ ম্যাচে জয়হীন থাকায় এভারটন কোচ বেনিতেজের চাকরি নিয়েই টানাটানি পড়তে পারে। এভারটনের মাঠে গত ৩৯ বছরের মধ্যে লিগে এটাই সবচেয়ে বড় জয় লিভারপুলের। লিভারপুল এ নিয়ে টানা তিন ম্যাচে চার গোল করল। এর আগে শেষ দুই ম্যাচে আর্সেনাল আর সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল।