বেনজেমাতে রিয়ালের জয়
ক্রীড়া ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০
ব্যালন ডি’অর ২০২১-এর দৌড়ে করিম বেনজেমা ছিলেন চতুর্থ স্থানে। কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য যে তিনিই ব্যালন ডি’অর জয়ী। সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমাকে সমর্থকরা অভিবাদন জানান ‘করিম ব্যালন ডি’অর’ ধ্বনিতে। বেনজেমাও সমর্থকদের মন ভরিয়েছেন গোল করে। বুধবার বেনজেমার গোলেই রিয়াল (১-০) হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। লিগে এটি রিয়ালের টানা পঞ্চম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্টে শীর্ষেই রইল রিয়াল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ২৯ পয়েন্টে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।
লা লিগায় গত মৌসুমে ২৩ গোল করে মেসির পেছনে ছিলেন বেনজেমা। তবে এবার আরও দুর্দান্ত ফর্মে আছেন বেনজেমা। এরই মধ্যে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। বুধবার ম্যাচের ৪০ মিনিটে বক্সের একটু ওপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট বিলবাও গোলকিপার সিমোন ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় বক্সের ভেতরে ফাঁকায় থাকা লুকা মদ্রিচের পায়ে। মদ্রিচের পাস থেকে গোল করেন বেনজেমা। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৮টি শট নেওয়া বিলবাও শেষদিকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা নেয় রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার। অবশ্য ১৮ শটের মাত্র দুটি লক্ষ্যে ছিল বিলবাওয়ের। রিয়ালের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। পরিসংখ্যান থেকেই বোঝা যায় ম্যাচে সহজে জয় পায়নি রিয়াল।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০

ব্যালন ডি’অর ২০২১-এর দৌড়ে করিম বেনজেমা ছিলেন চতুর্থ স্থানে। কিন্তু রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য যে তিনিই ব্যালন ডি’অর জয়ী। সান্তিয়াগো বার্নাব্যুতে বেনজেমাকে সমর্থকরা অভিবাদন জানান ‘করিম ব্যালন ডি’অর’ ধ্বনিতে। বেনজেমাও সমর্থকদের মন ভরিয়েছেন গোল করে। বুধবার বেনজেমার গোলেই রিয়াল (১-০) হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। লিগে এটি রিয়ালের টানা পঞ্চম জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সপ্তম। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্টে শীর্ষেই রইল রিয়াল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ২৯ পয়েন্টে তিনে আছে রিয়াল সোসিয়েদাদ।
লা লিগায় গত মৌসুমে ২৩ গোল করে মেসির পেছনে ছিলেন বেনজেমা। তবে এবার আরও দুর্দান্ত ফর্মে আছেন বেনজেমা। এরই মধ্যে ১৪ ম্যাচে করেছেন ১২ গোল। বুধবার ম্যাচের ৪০ মিনিটে বক্সের একটু ওপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট বিলবাও গোলকিপার সিমোন ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় বক্সের ভেতরে ফাঁকায় থাকা লুকা মদ্রিচের পায়ে। মদ্রিচের পাস থেকে গোল করেন বেনজেমা। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ১৮টি শট নেওয়া বিলবাও শেষদিকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষা নেয় রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়ার। অবশ্য ১৮ শটের মাত্র দুটি লক্ষ্যে ছিল বিলবাওয়ের। রিয়ালের নেওয়া ১৭ শটের সাতটি ছিল লক্ষ্যে। পরিসংখ্যান থেকেই বোঝা যায় ম্যাচে সহজে জয় পায়নি রিয়াল।