এশিয়ান গেমস অ্যাথলেটিক্সে নেই বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
কোনো মাল্টি ডিসিপ্লিন গেমসের মাদার স্পোর্টস বলা হয় অ্যাথলেটিক্সকে। সেই অ্যাথলেটিক্সে অনেক দিন ধরেই বাংলাদেশের উল্টোরথে যাত্রা। সাফল্য মিলছে না দক্ষিণ এশিয়ান অঞ্চলেও। যার ফলস্বরূপ আগামী বছর এশিয়ান গেমসে হিসেবেই রাখা হয়নি অ্যাথলেটিক্সকে। বাংলাদেশ অলিম্পি অ্যাসোসিয়েশন ১৫টি ফেডারেশনকে এন্ট্রি দিতে বলেছে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে হতে যাওয়া এশিয়াডে অংশ নেওয়ার জন্য। এই ১৫ ফেডারেশনের মধ্যে নেই অ্যাথলেটিক্স। ২০১৯ এসএ গেমস এবং সর্বশেষ অলিম্পিক গেমসে অ্যাথলেটদের নিম্নমুখী পারফরম্যান্সের কারণেই তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। এই সিদ্ধান্ত অবশ্য মেনে নিতে পারছে না বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তারা জোর চেষ্টা চালাচ্ছে অ্যাথলেটিক্সকে চীনগামী দলে অন্তর্ভুক্ত করতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু একই সঙ্গে বিওএ’র নির্বাহী কমিটির সদস্য। সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি জোর প্রচেষ্টা চালান অ্যাথলেটিক্সকে রাখার। কিন্তু ব্যর্থ হন, ‘সভায় আমি অনেক চেষ্টা করেছি অ্যাথলেটিক্সকে রাখার। কিন্তু কমিটি সেটা বিবেচনা করেনি। তারপরও আমি হাইজাম্পার মাহফুজুর রহমান ও ১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী এমরানুর রহমানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাব।’ বিওএ আরচারি, ক্রিকেট (পুরুষ ও মহিলা), ফুটবল, ফেন্সিং, হকি, গলফ, জিমন্যাস্টিকস, কাবাডি, কারাতে, ব্রিজ, শুটিং, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, দাবা ও সাঁতার ফেডারেশনকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি করার আহ্বান জানিয়েছে।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

কোনো মাল্টি ডিসিপ্লিন গেমসের মাদার স্পোর্টস বলা হয় অ্যাথলেটিক্সকে। সেই অ্যাথলেটিক্সে অনেক দিন ধরেই বাংলাদেশের উল্টোরথে যাত্রা। সাফল্য মিলছে না দক্ষিণ এশিয়ান অঞ্চলেও। যার ফলস্বরূপ আগামী বছর এশিয়ান গেমসে হিসেবেই রাখা হয়নি অ্যাথলেটিক্সকে। বাংলাদেশ অলিম্পি অ্যাসোসিয়েশন ১৫টি ফেডারেশনকে এন্ট্রি দিতে বলেছে আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চীনের হ্যাংঝুতে হতে যাওয়া এশিয়াডে অংশ নেওয়ার জন্য। এই ১৫ ফেডারেশনের মধ্যে নেই অ্যাথলেটিক্স। ২০১৯ এসএ গেমস এবং সর্বশেষ অলিম্পিক গেমসে অ্যাথলেটদের নিম্নমুখী পারফরম্যান্সের কারণেই তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিওএ। এই সিদ্ধান্ত অবশ্য মেনে নিতে পারছে না বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তারা জোর চেষ্টা চালাচ্ছে অ্যাথলেটিক্সকে চীনগামী দলে অন্তর্ভুক্ত করতে। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টু একই সঙ্গে বিওএ’র নির্বাহী কমিটির সদস্য। সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি জোর প্রচেষ্টা চালান অ্যাথলেটিক্সকে রাখার। কিন্তু ব্যর্থ হন, ‘সভায় আমি অনেক চেষ্টা করেছি অ্যাথলেটিক্সকে রাখার। কিন্তু কমিটি সেটা বিবেচনা করেনি। তারপরও আমি হাইজাম্পার মাহফুজুর রহমান ও ১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী এমরানুর রহমানকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালিয়ে যাব।’ বিওএ আরচারি, ক্রিকেট (পুরুষ ও মহিলা), ফুটবল, ফেন্সিং, হকি, গলফ, জিমন্যাস্টিকস, কাবাডি, কারাতে, ব্রিজ, শুটিং, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, দাবা ও সাঁতার ফেডারেশনকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি করার আহ্বান জানিয়েছে।