বন্ধুত্বের বিজয় ক্রিকেট টুর্নামেন্ট
বিজয়-১৬’র শিরোপা
ক্রীড়া প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
গতকাল তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জিএম ওসমানী হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে বন্ধুত্বের বিজয় ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩-এর ফাইনাল। এসএসসি ২০০৪-এইচএসসি ২০০৬-এর শিক্ষার্থীদের দেশব্যাপী ফেইসবুক প্ল্যাটফর্ম আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় সাতটি দল। ফাইনালে আরেফিনের অধিনায়কত্বে খেলা বিজয়-১৬ দল ৮ উইকেটে হারিয়েছে জাগ্রত-২৫ দলকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে জাগ্রত-২৫। দলটির হয়ে তনু সাহা সর্বোচ্চ ৪২ রান করেন ২৮ বলে। এছাড়া আসিফ রচির ব্যাট থেকে ৩১ বলে আসে ৪১ রান। পারভেজ হাসান ও সাইফুল ইসলাম সাকিব বিজয়-১৬ দলের পক্ষে ২টি করে উইকেট নেন। জবাবে ২ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে বিজয়-১৬। দলটির হয়ে ৬৪ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন সাইফুল ইসলাম সাকিব। ১৪ ছয় ও ৮ চারে সাজানো এই ইনিংস তাকে দেয় ম্যান অব দ্য ফাইনালের স্বীকৃতি। এছাড়া আসর সেরাও হয়েছেন তিনি। ফাইনালের উদ্বোধন করেন মাগুরা-৩ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

গতকাল তেজগাঁও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জিএম ওসমানী হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে বন্ধুত্বের বিজয় ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩-এর ফাইনাল। এসএসসি ২০০৪-এইচএসসি ২০০৬-এর শিক্ষার্থীদের দেশব্যাপী ফেইসবুক প্ল্যাটফর্ম আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেয় সাতটি দল। ফাইনালে আরেফিনের অধিনায়কত্বে খেলা বিজয়-১৬ দল ৮ উইকেটে হারিয়েছে জাগ্রত-২৫ দলকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে জাগ্রত-২৫। দলটির হয়ে তনু সাহা সর্বোচ্চ ৪২ রান করেন ২৮ বলে। এছাড়া আসিফ রচির ব্যাট থেকে ৩১ বলে আসে ৪১ রান। পারভেজ হাসান ও সাইফুল ইসলাম সাকিব বিজয়-১৬ দলের পক্ষে ২টি করে উইকেট নেন। জবাবে ২ উইকেট হারিয়ে ১৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে বিজয়-১৬। দলটির হয়ে ৬৪ বলে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন সাইফুল ইসলাম সাকিব। ১৪ ছয় ও ৮ চারে সাজানো এই ইনিংস তাকে দেয় ম্যান অব দ্য ফাইনালের স্বীকৃতি। এছাড়া আসর সেরাও হয়েছেন তিনি। ফাইনালের উদ্বোধন করেন মাগুরা-৩ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।