হোয়াইটওয়াশ উইন্ডিজ
ক্রীড়া ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০
রমেশ মেন্ডিস ইনিংসের শুরুতেই ক্রেগ ব্রাথওয়েটকে আউট করেন। এরপর মাঝে এক ওভারে নেন তিন উইকেট। পরে টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখিয়েছেন। গল টেস্টের শেষ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলদেনিয়াও। দুই ফিঙ্গার স্পিনারের ঘূর্ণিতে ৫৬ ওভারে মাত্র ১৩২ রানে অল আউট হয়েছে উইন্ডিজ। ফলে ১৬৪ রানের বিশাল ব্যবধানে গল টেস্ট জিতে ক্যারিবিয়ানদের ২-০তে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ থেকে পূর্ণ ১২ + ১২ = ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা।
গল টেস্ট জয়ের জন্য উইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ২৯৭ রানের। গতকাল মাত্র ২.৪ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৩৪৫ রান তুলে। ফলে ৯৩ ওভারে প্রায় তিনশো রান তুলতে হতো উইন্ডিজকে। সারা দিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে পারত তারা। কোনোটাই পারেনি উইন্ডিজ। পঞ্চম দিনে চা বিরতির আগেই শেষ হয় ব্রাথওয়েটদের ইনিংস। শেষ ১৩ ওভারে ৪০ রান তুলতেই ৮ উইকেট হারায় উইন্ডিজ। এই গলে সিরিজের প্রথম টেস্টে ১৮৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়া ৩৫ রানে ৫ উইকেট নেন। রমেশ ৫ উইকেট নেন ৬৬ রানে। প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। চার টেস্টের ক্যারিয়ারে রমেশ মেন্ডিসের এটাই প্রথম ১০ উইকেট নেওয়ার ম্যাচ। গল টেস্ট জয়ের নায়ক শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা। ম্যাচসেরা হয়েছেন তিনি।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০

রমেশ মেন্ডিস ইনিংসের শুরুতেই ক্রেগ ব্রাথওয়েটকে আউট করেন। এরপর মাঝে এক ওভারে নেন তিন উইকেট। পরে টেস্টে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়ার কৃতিত্বও দেখিয়েছেন। গল টেস্টের শেষ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন লাসিথ এম্বুলদেনিয়াও। দুই ফিঙ্গার স্পিনারের ঘূর্ণিতে ৫৬ ওভারে মাত্র ১৩২ রানে অল আউট হয়েছে উইন্ডিজ। ফলে ১৬৪ রানের বিশাল ব্যবধানে গল টেস্ট জিতে ক্যারিবিয়ানদের ২-০তে হোয়াইটওয়াশ করেছে শ্রীলঙ্কা। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ থেকে পূর্ণ ১২ + ১২ = ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে তারা।
গল টেস্ট জয়ের জন্য উইন্ডিজের সামনে লক্ষ্য ছিল ২৯৭ রানের। গতকাল মাত্র ২.৪ ওভার ব্যাট করে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৩৪৫ রান তুলে। ফলে ৯৩ ওভারে প্রায় তিনশো রান তুলতে হতো উইন্ডিজকে। সারা দিন ব্যাট করে ম্যাচ বাঁচাতে পারত তারা। কোনোটাই পারেনি উইন্ডিজ। পঞ্চম দিনে চা বিরতির আগেই শেষ হয় ব্রাথওয়েটদের ইনিংস। শেষ ১৩ ওভারে ৪০ রান তুলতেই ৮ উইকেট হারায় উইন্ডিজ। এই গলে সিরিজের প্রথম টেস্টে ১৮৭ রানে জিতেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টে বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়া ৩৫ রানে ৫ উইকেট নেন। রমেশ ৫ উইকেট নেন ৬৬ রানে। প্রথম ইনিংসে ৭০ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। চার টেস্টের ক্যারিয়ারে রমেশ মেন্ডিসের এটাই প্রথম ১০ উইকেট নেওয়ার ম্যাচ। গল টেস্ট জয়ের নায়ক শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানের অপরাজিত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা। ম্যাচসেরা হয়েছেন তিনি।