পুলিশকে হারিয়ে শেষ আটে কিংস
ক্রীড়া প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
স্বাধীনতা কাপের মুকুট ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিংস। ম্যাচের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন রবসন রবিনহো।
ম্যাচে শুরু থেকে বসুন্ধরার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল পুলিশ। বিপত্তি ঘটে ১৫তম মিনিটে। নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজকে ফাউল করেন পুলিশের ডিফেন্ডার ইশা ফয়সাল। সফল স্পট কিকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন গত মৌসুমে বিপিএলে ২১ গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। ৩৫ মিনিটে পুলিশের মরোক্কান বংশোদ্ভূত জার্মান ফরোয়ার্ড আদিল কুশখুশের বাঁকানো শট লাফিয়ে রুখে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বিরতির পর ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে পুলিশের ফরোয়ার্ড আলামিনের দূরপাল্লার নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন জিকো। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। ফাঁকায় থাকা এলিটা কিংসলের দিকে বল বাড়ালেই হতে পারত গোল, কিন্তু ফার্নান্দেজ নিজেই শট নিলে পুলিশের এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায় বল। ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা হালকা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও হলুদ কার্ড দেখেন কিংসের ইব্রাহিম ও রিমন হোসেন। প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিংস। গতকাল নৌবাহিনী ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ডি গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। পুলিশ, নৌবাহনীর পয়েন্ট ১ ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

স্বাধীনতা কাপের মুকুট ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে গতকাল বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কিংস। ম্যাচের একমাত্র গোলটি পেনাল্টি থেকে করেন রবসন রবিনহো।
ম্যাচে শুরু থেকে বসুন্ধরার সঙ্গে পাল্লা দিয়ে লড়ছিল পুলিশ। বিপত্তি ঘটে ১৫তম মিনিটে। নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জনাথন ফার্নান্দেজকে ফাউল করেন পুলিশের ডিফেন্ডার ইশা ফয়সাল। সফল স্পট কিকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন গত মৌসুমে বিপিএলে ২১ গোল করা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো। ৩৫ মিনিটে পুলিশের মরোক্কান বংশোদ্ভূত জার্মান ফরোয়ার্ড আদিল কুশখুশের বাঁকানো শট লাফিয়ে রুখে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বিরতির পর ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে পুলিশের ফরোয়ার্ড আলামিনের দূরপাল্লার নিচু শট বাঁ দিকে ঝাঁপিয়ে রক্ষা করেন জিকো। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। ফাঁকায় থাকা এলিটা কিংসলের দিকে বল বাড়ালেই হতে পারত গোল, কিন্তু ফার্নান্দেজ নিজেই শট নিলে পুলিশের এক ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায় বল। ম্যাচের শেষ দিকে দুই দলের ফুটবলাররা হালকা ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও হলুদ কার্ড দেখেন কিংসের ইব্রাহিম ও রিমন হোসেন। প্রথম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল কিংস। গতকাল নৌবাহিনী ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ডি গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। পুলিশ, নৌবাহনীর পয়েন্ট ১ ও চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২।