ভারত এগিয়ে ৩৩২ রানে
ক্রীড়া ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০
আইজাজ প্যাটেলের ১০ উইকেটের কীর্তির পরও মুম্বাই টেস্টে হারের শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তারা মাত্র ৬৯ রানে গুটিয়ে গেছে। ফলোঅন না করিয়ে ভারত দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তুলেছিল। দ্বিতীয় দিন শেষে ৩৩২ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। ওপেন করতে নেমে চিতেশ্বর পুজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ৩৮ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগরওয়াল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে এটাই টেস্টে তাদের সর্বনিম্ন রানের ইনিংস। টেস্টের ইতিহাসে এটা তাদের ষষ্ঠ সর্বনিম্ন রান। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে ৪ উইকেট নিয়ে একশোর নিচে আটকে দেন কিউইদের। দুটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। দুই ওভার বোলিং করে ১ উইকেট নিয়েছেন জয়ন্ত যাদব। ফলো-অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলিরা।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০

আইজাজ প্যাটেলের ১০ উইকেটের কীর্তির পরও মুম্বাই টেস্টে হারের শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে তারা মাত্র ৬৯ রানে গুটিয়ে গেছে। ফলোঅন না করিয়ে ভারত দ্বিতীয় ইনিংস খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান তুলেছিল। দ্বিতীয় দিন শেষে ৩৩২ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। ওপেন করতে নেমে চিতেশ্বর পুজারা ২৯ রানে অপরাজিত ছিলেন। ৩৮ রানে অপরাজিত ছিলেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগরওয়াল। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে এটাই টেস্টে তাদের সর্বনিম্ন রানের ইনিংস। টেস্টের ইতিহাসে এটা তাদের ষষ্ঠ সর্বনিম্ন রান। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে শেষ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিন ৮ রানে ৪ উইকেট নিয়ে একশোর নিচে আটকে দেন কিউইদের। দুটি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। দুই ওভার বোলিং করে ১ উইকেট নিয়েছেন জয়ন্ত যাদব। ফলো-অন না করে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলিরা।