সাকিবের শীর্ষে ওঠা
ক্রীড়া প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
নিজেকে বারবরই আলাদা করে রাখেন সাকিব আল হাসান। চতুর্থ দিন মেহেদী মিরাজ যখন বোল্ড হলেন উইকেটের অপরপ্রান্ত থেকে রাগ প্রকাশ করেন সাকিব। কাল ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান নিয়ে লড়াই করে যান। কাল যেখানে উইকেটে সময় ব্যয়ের দাবি ছিল সবচেয়ে বেশি সেখানে সাকিব খেলেছেন ১৩০ বল। বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় হয়েও তাই সাকিব উজ্জ্বল নক্ষত্র। কাল বাংলাদেশের ব্যর্থতার দিনেও আরও একবার জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কাল নিজের মুকুটে আরও একটি পালক যোগ করলেন। হয়েছেন টেস্টে দ্রুততম ৪০০০ রান ও ২০০ উইকেটের মালিক। এই রেকর্ড সাকিব পূর্ণ করেছেন ৫৯ ম্যাচে। আর এই ‘ডাবল’ করার পথে সাকিব ছাড়িয়ে গেছেন ইয়ান বোথামকে।
টেস্টে আগেই ২০০ উইকেটের কোটা ছাড়িয়েছিলেন সাকিব। তার উইকেট সংখ্যা ২১৫। ৫৯ টেস্টে ৪ হাজারের কোটা ছুঁলেন। ৬৯ টেস্টে এই রেকর্ড গড়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার বোথাম। এরআগে ২০১৮ সালে বোথামকে টপকেই টেস্টে ৩ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল পূর্ণ করেছিলেন সাকিব। এ দুজন ছাড়া বিশ্বক্রিকেটে এই ডাবলের নজির আছে মাত্র চারজনের। সবাই অবসরে। জ্যাক ক্যালিস ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেটে শীর্ষে, দ্বিতীয় কপিল দেবের ১৩১ ম্যাচে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট, তিনে ড্যানিয়েল ভেট্টরি ১১৩ ম্যাচে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট, চারে বোথাম ১০২ ম্যাচে ৫২০০ রান ও ৩৮৩ উইকেট এবং গ্যারি সোবার্স ৯৩ টেস্টে ৮০৩২ রান ও ২৩৫ উইকেট। কাল টেস্ট শেষে সাকিবের রান ৪০২৯ ও ২১৭ উইকেট।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

নিজেকে বারবরই আলাদা করে রাখেন সাকিব আল হাসান। চতুর্থ দিন মেহেদী মিরাজ যখন বোল্ড হলেন উইকেটের অপরপ্রান্ত থেকে রাগ প্রকাশ করেন সাকিব। কাল ম্যাচ বাঁচানোর কঠিন লড়াইয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান নিয়ে লড়াই করে যান। কাল যেখানে উইকেটে সময় ব্যয়ের দাবি ছিল সবচেয়ে বেশি সেখানে সাকিব খেলেছেন ১৩০ বল। বাংলাদেশ ক্রিকেটের ব্যাড বয় হয়েও তাই সাকিব উজ্জ্বল নক্ষত্র। কাল বাংলাদেশের ব্যর্থতার দিনেও আরও একবার জ্বলে উঠলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কাল নিজের মুকুটে আরও একটি পালক যোগ করলেন। হয়েছেন টেস্টে দ্রুততম ৪০০০ রান ও ২০০ উইকেটের মালিক। এই রেকর্ড সাকিব পূর্ণ করেছেন ৫৯ ম্যাচে। আর এই ‘ডাবল’ করার পথে সাকিব ছাড়িয়ে গেছেন ইয়ান বোথামকে।
টেস্টে আগেই ২০০ উইকেটের কোটা ছাড়িয়েছিলেন সাকিব। তার উইকেট সংখ্যা ২১৫। ৫৯ টেস্টে ৪ হাজারের কোটা ছুঁলেন। ৬৯ টেস্টে এই রেকর্ড গড়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার বোথাম। এরআগে ২০১৮ সালে বোথামকে টপকেই টেস্টে ৩ হাজার রান ও ২০০ উইকেটের ডাবল পূর্ণ করেছিলেন সাকিব। এ দুজন ছাড়া বিশ্বক্রিকেটে এই ডাবলের নজির আছে মাত্র চারজনের। সবাই অবসরে। জ্যাক ক্যালিস ১৬৬ ম্যাচে ১৩২৮৯ রান ও ২৯২ উইকেটে শীর্ষে, দ্বিতীয় কপিল দেবের ১৩১ ম্যাচে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট, তিনে ড্যানিয়েল ভেট্টরি ১১৩ ম্যাচে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট, চারে বোথাম ১০২ ম্যাচে ৫২০০ রান ও ৩৮৩ উইকেট এবং গ্যারি সোবার্স ৯৩ টেস্টে ৮০৩২ রান ও ২৩৫ উইকেট। কাল টেস্ট শেষে সাকিবের রান ৪০২৯ ও ২১৭ উইকেট।