স্পিন বোলিং কোচ
হেরাথের দুই বছরের চুক্তি
ক্রীড়া প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে এবার দুই বছরের চুক্তি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই হেরাথ অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশ দল আজ দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে। হেরাথ লঙ্কা থেকে সোজা নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবি তার সঙ্গে চুক্তি করেছে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হন হেরাথ। এরপর দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরামর্শকের দায়িত্বে ছিলেন হেরাথ। এবার দুই বছরের জন্য তাকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ করা হলো। ৪৩ বছর বয়সী হেরাথ লঙ্কার হয়ে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন। তিনি ৭১ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৭৪টি। ১৭ টি-২০তে উইকেট ১৮।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে এবার দুই বছরের চুক্তি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই হেরাথ অনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
বাংলাদেশ দল আজ দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে। হেরাথ লঙ্কা থেকে সোজা নিউজিল্যান্ডে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। বিসিবি তার সঙ্গে চুক্তি করেছে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক হন হেরাথ। এরপর দেশের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরামর্শকের দায়িত্বে ছিলেন হেরাথ। এবার দুই বছরের জন্য তাকে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ করা হলো। ৪৩ বছর বয়সী হেরাথ লঙ্কার হয়ে ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়েছেন। তিনি ৭১ ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৭৪টি। ১৭ টি-২০তে উইকেট ১৮।
শেয়ার করুন