ভারতের যুবাদের জয়
ক্রীড়া ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ভারত অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। টস হেরে আগে ব্যাট করে ভারত অলআউট হয় ২৩২ রানে। দক্ষিণ আফ্রিকার যুবাদের ইনিংস শেষ হয় ১৮৭ রানে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি। তবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল নিজেদের কাজটা ঠিক মতোই করেছে। দলীয় ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শেখ রাশিদ এবং অধিনায়ক ইয়াস ধুল সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ৭১ রান যোগ করেন। রাশিদ (৩১) ফিরলে জুটি ভাঙে। অধিনায়ক ধুল যখন আউট হন দলের সংগ্রহ তখন ১৯৫ রান। ধুল ১১ চারে ১০০ বলে ৮২ রান করে ফেরেন। এছাড়া তাম্বের ৩৫ এবং সিন্ধুর ২৭ রানে ২০০ পেরোয় ভারতের যুবারা। দক্ষিণ আফ্রিকার ম্যাথু বোস্ট নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্রেভিস (৬৫ রান), অধিনায়ক জর্জ ভান হেরডেন (৩৬) এবং কিতিমের (২৫) ইনিংসে দেড়শো পার করে। ভারতের হয়ে রাজ বাওয়াল ৪টি এবং ভিকি ওটওয়াল ৫ উইকেট নেন।
একই দিনে জিম্বাবুয়ে ২২৮ রানে পাপুয়া নিউগিনিকে, আয়ারল্যান্ড ৩৯ রানে উগান্ডাকে হারায়।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার ভারত অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। টস হেরে আগে ব্যাট করে ভারত অলআউট হয় ২৩২ রানে। দক্ষিণ আফ্রিকার যুবাদের ইনিংস শেষ হয় ১৮৭ রানে।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত টেস্ট সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি। তবে ভারতের অনূর্ধ্ব-১৯ দল নিজেদের কাজটা ঠিক মতোই করেছে। দলীয় ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। শেখ রাশিদ এবং অধিনায়ক ইয়াস ধুল সেই চাপ সামলে চতুর্থ উইকেটে ৭১ রান যোগ করেন। রাশিদ (৩১) ফিরলে জুটি ভাঙে। অধিনায়ক ধুল যখন আউট হন দলের সংগ্রহ তখন ১৯৫ রান। ধুল ১১ চারে ১০০ বলে ৮২ রান করে ফেরেন। এছাড়া তাম্বের ৩৫ এবং সিন্ধুর ২৭ রানে ২০০ পেরোয় ভারতের যুবারা। দক্ষিণ আফ্রিকার ম্যাথু বোস্ট নেন ৩ উইকেট। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ব্রেভিস (৬৫ রান), অধিনায়ক জর্জ ভান হেরডেন (৩৬) এবং কিতিমের (২৫) ইনিংসে দেড়শো পার করে। ভারতের হয়ে রাজ বাওয়াল ৪টি এবং ভিকি ওটওয়াল ৫ উইকেট নেন।
একই দিনে জিম্বাবুয়ে ২২৮ রানে পাপুয়া নিউগিনিকে, আয়ারল্যান্ড ৩৯ রানে উগান্ডাকে হারায়।