বাভুমা-ডুসেনের সেঞ্চুরিতে জয়
ক্রীড়া ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
পার্লের বোল্যান্ড পার্কে গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা এবং রাসি ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৬ রান করে স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ২৬৫ রান করে ভারত। ফলে ৩১ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। শিখর ধাওয়ান ৭৯ রান করেন। বিরাট কোহলি ৫১ রান করে আউট হন। ওয়ানডে অভিষিক্ত হার্ডহিটিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার করেছেন মাত্র ২ রান। দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ১৭.৪ ওভারে ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর তৃতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন বাভুমা ও ডুসেন। বাভুমা ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরির পর ১৪৩ বলে ১১০ রান করে আউট হন। দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করা ডুসেন ৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থেকে যান। এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলে আগেই জানিয়েছে আইসিসি। কোন দল কখন সুপার লিগের অংশ হিসেবে অন্য কোন দলের সঙ্গে সিরিজ খেলবে, সেটি আগে থেকেই নির্ধারণ করে দেওয়া আছে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

পার্লের বোল্যান্ড পার্কে গতকাল টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা এবং রাসি ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৯৬ রান করে স্বাগতিকরা। জবাবে ৮ উইকেটে ২৬৫ রান করে ভারত। ফলে ৩১ রানে জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা। শিখর ধাওয়ান ৭৯ রান করেন। বিরাট কোহলি ৫১ রান করে আউট হন। ওয়ানডে অভিষিক্ত হার্ডহিটিং ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ার করেছেন মাত্র ২ রান। দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ১৭.৪ ওভারে ৬৮ রান তুলতেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর তৃতীয় উইকেটে ২০৪ রানের জুটি গড়েন বাভুমা ও ডুসেন। বাভুমা ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরির পর ১৪৩ বলে ১১০ রান করে আউট হন। দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করা ডুসেন ৯৬ বলে ১২৯ রানে অপরাজিত থেকে যান। এই সিরিজ বিশ্বকাপ সুপার লিগের অংশ নয় বলে আগেই জানিয়েছে আইসিসি। কোন দল কখন সুপার লিগের অংশ হিসেবে অন্য কোন দলের সঙ্গে সিরিজ খেলবে, সেটি আগে থেকেই নির্ধারণ করে দেওয়া আছে।