ক্রিকেট নাম দিয়ে হয় না : ইমরুল
ক্রীড়া প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
সব বিপিএল দলেই ইমরুল কায়েসকে থাকতে হয় দেশি নামি ক্রিকেটারদের ছায়া হয়ে। তবে এবার কুমিল্লা দলে তার চেয়ে অভিজ্ঞ দেশি ক্রিকেটার নেই। উল্টো ফাফ ডু প্লেসি, মঈন আলি, সুনিল নারিনদের মতো পোড় খাওয়া ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন। তবে ইমরুল মনে করেন, নামের ভারে নয়, ক্রিকেটটা হয় পারফরম্যান্সের ভারে। তবে নেতৃত্বের প্রয়োজনে অভিজ্ঞ ডু প্লেসির থেকে পরামর্শ নেবেন ইমরুল।
এবারের বিপিএলে সেরা মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও কুমিল্লা দলেই। তবে ইমরুল জানান নামি ক্রিকেটার থাকলেই দল শক্তিশালী না, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা ভালো দল। এখন জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

সব বিপিএল দলেই ইমরুল কায়েসকে থাকতে হয় দেশি নামি ক্রিকেটারদের ছায়া হয়ে। তবে এবার কুমিল্লা দলে তার চেয়ে অভিজ্ঞ দেশি ক্রিকেটার নেই। উল্টো ফাফ ডু প্লেসি, মঈন আলি, সুনিল নারিনদের মতো পোড় খাওয়া ক্রিকেটারদের নেতৃত্ব দেবেন। তবে ইমরুল মনে করেন, নামের ভারে নয়, ক্রিকেটটা হয় পারফরম্যান্সের ভারে। তবে নেতৃত্বের প্রয়োজনে অভিজ্ঞ ডু প্লেসির থেকে পরামর্শ নেবেন ইমরুল।
এবারের বিপিএলে সেরা মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও কুমিল্লা দলেই। তবে ইমরুল জানান নামি ক্রিকেটার থাকলেই দল শক্তিশালী না, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটা দলই ভালো। কেউ বলতে পারবে না যে আমরা ভালো দল। এখন জিনিসটা হচ্ছে মাঠে ক্রিকেট ভালো খেলতে হবে। আসলে নাম দিয়ে ক্রিকেট হয় না। যদিও আমাদের দলে অনেক বড় বড় নাম আছে। কিন্তু আমাদের সেটা মাঠে খেলে প্রমাণ করতে হবে।’
শেয়ার করুন