ফিফার সহায়তা পাচ্ছেন সোহেল
ক্রীড়া প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
জাতীয় দলে খেলা অবস্থায় চোট পেলে ফিফা আর্থিক সহায়তা দিয়ে থাকে। ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় এই সহায়তা দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ফুটবলারের চিকিৎসার্থে। এবার সেই সহায়তা পেতে যাচ্ছেন আবাহনী লিমিটেডের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ফিফার কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা পাবেন জাতীয় দলে থাকা অবস্থায় চোট পাওয়ায়। গত ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় ব্যথা পান সোহেল। এরপরই ফিফার ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় ক্ষতিপূরণ দাবি করা হয়। ফিফা সেটি মঞ্জুর করেছে। কয়েক ধাপে ক্লাবের ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা দেবে ফিফা। অতীতে এই স্কিমের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা ও মাশুক মিয়া জনি।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

জাতীয় দলে খেলা অবস্থায় চোট পেলে ফিফা আর্থিক সহায়তা দিয়ে থাকে। ফিফা ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় এই সহায়তা দেওয়া হয় ক্ষতিগ্রস্ত ফুটবলারের চিকিৎসার্থে। এবার সেই সহায়তা পেতে যাচ্ছেন আবাহনী লিমিটেডের গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ফিফার কাছ থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা পাবেন জাতীয় দলে থাকা অবস্থায় চোট পাওয়ায়। গত ২০ নভেম্বর বাংলাদেশ জাতীয় দলের হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় ব্যথা পান সোহেল। এরপরই ফিফার ক্লাব প্রটেকশন স্কিমের আওতায় ক্ষতিপূরণ দাবি করা হয়। ফিফা সেটি মঞ্জুর করেছে। কয়েক ধাপে ক্লাবের ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা দেবে ফিফা। অতীতে এই স্কিমের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা ও মাশুক মিয়া জনি।
শেয়ার করুন