এবার চট্টগ্রামে বধ ঢাকা
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
আন্দ্রে রাসেল তখন ১২ রানে উইকেটে। মিনিস্টার ঢাকার চাই ২৬ বলে ৬৬ রান। অসম হলেও ঢাকার ভরসা ছিল ওই রাসেলের ব্যাটে। তার বিধ্বংসী রূপ মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দেবে। কিন্তু ১৬তম ওভারে নাসুম আহমেদের বলে রাসেলের মিসটাইমিং থেকে ওঠা ক্যাচ ধরেন শামিম হোসেন। রাসেলকে ফিরিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের উল্লাস ছিল দেখার মতো। ম্যাচ জয়ের ব্যাপারে চট্টগ্রাম নিশ্চয়তাও পেয়ে যায় তখনই। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান তোলা চট্টগ্রাম ঢাকাকে ১৩১ রানে অলআউট করে ৩০ রানের দারুণ জয় নিশ্চিত করে।
ব্যাটিংয়ে আগের ম্যাচের চেয়ে অনেক ভালো পারফরম করেছে চট্টগ্রাম। সাব্বির রহমান রানে ফিরেছেন। মাত্র ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় করেছেন ২৯ রান। দীর্ঘদিন পর সাব্বিরের ব্যাটিংয়ে মনে হচ্ছিল পুরনো দিন ফিরিয়ে আনতে যাচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। ১৭০ স্ট্রাইক রেটে ছুটলেও একটু অসাবধানী হয়ে পড়েন। তাই রুবেলের হঠাৎ নিচু হওয়া বলটি বুঝতে পারেননি। বল যতটুকু বাউন্স করবে ভেবে ব্যাট চালান তার চেয়ে বেশ খানিকটা নিচে ছিল। দারুণ ইনিংসটি তাই বড় করতে পারেননি সাব্বির। ২৫ রান করা অধিনায়ক মিরাজের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে চট্টগ্রামকে দারুণ সংগ্রহের দিকে নিয়ে যান। শেষদিকে গত ম্যাচের মতো এবারও বেনি হাওয়েল তার ঝড়ো ব্যাটিং দেখালে ম্যাচ জয়ের স্কোর পেয়ে যায় চট্টগ্রাম। হাওয়েল ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে করেন ৩৭ রান। আর শুরুতে উইল জ্যাকসের ২৪ বলে ৪১ রানের ইনিংসটি উইকেট হারালেও চট্টগ্রামকে রানের পথ দেখায়।
জবাবে শুরুটা ভালো ছিল না ঢাকার। তামিম ইকবাল ও শাহজাদ জুটি গত ম্যাচের মতো শুরু থেকে হাত খুলতে পারেননি। নাসুম আটকে রাখেন দুই ব্যাটারকেই। শুরুর দারুণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন নাসুম। অবশ্য এই খোলস ছেড়ে ঢাকাকে বের করেন তামিম। ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় টানা দ্বিতীয় ম্যাচে করেন ফিফটি। অবশ্য তামিমের এই ৫২ রান ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতা ঢাকার কাল হয়।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম : ১৬১/৮ (২০ ওভার) (লিউইস ২, জ্যাকস ৪১, আফিফ ১২, সাব্বির ২৯, মিরাজ ২৫, বেনি ৩৭, নাসুম ৮*; রুবেল ৩/২৬, সানি ১/২৩, উদানা ১/৩৯, শুভাগত ১/১৫, মাহমুদউল্লাহ ১/১২)। ঢাকা : ১৩১ (১৯.৫ ওভার) (তামিম ৫২, শাহজাদ ৯, অমি ১০, নাঈম ৪, মাহমুদউল্লাহ ৫, রাসেল ১২, শুভাগত ১৩, উদানা ১৬; নাসুম ৩/৯, মিরাজ ০/৩১, শরিফুল ৪/৩৪ )। ফল : চট্টগ্রাম ৩০ রানে জয়ী । ম্যাচসেরা : নাসুম আহমেদ ।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

আন্দ্রে রাসেল তখন ১২ রানে উইকেটে। মিনিস্টার ঢাকার চাই ২৬ বলে ৬৬ রান। অসম হলেও ঢাকার ভরসা ছিল ওই রাসেলের ব্যাটে। তার বিধ্বংসী রূপ মুহূর্তেই ম্যাচ ঘুরিয়ে দেবে। কিন্তু ১৬তম ওভারে নাসুম আহমেদের বলে রাসেলের মিসটাইমিং থেকে ওঠা ক্যাচ ধরেন শামিম হোসেন। রাসেলকে ফিরিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের উল্লাস ছিল দেখার মতো। ম্যাচ জয়ের ব্যাপারে চট্টগ্রাম নিশ্চয়তাও পেয়ে যায় তখনই। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৬১ রান তোলা চট্টগ্রাম ঢাকাকে ১৩১ রানে অলআউট করে ৩০ রানের দারুণ জয় নিশ্চিত করে।
ব্যাটিংয়ে আগের ম্যাচের চেয়ে অনেক ভালো পারফরম করেছে চট্টগ্রাম। সাব্বির রহমান রানে ফিরেছেন। মাত্র ১৭ বলে ২টি করে চার ও ছক্কায় করেছেন ২৯ রান। দীর্ঘদিন পর সাব্বিরের ব্যাটিংয়ে মনে হচ্ছিল পুরনো দিন ফিরিয়ে আনতে যাচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। ১৭০ স্ট্রাইক রেটে ছুটলেও একটু অসাবধানী হয়ে পড়েন। তাই রুবেলের হঠাৎ নিচু হওয়া বলটি বুঝতে পারেননি। বল যতটুকু বাউন্স করবে ভেবে ব্যাট চালান তার চেয়ে বেশ খানিকটা নিচে ছিল। দারুণ ইনিংসটি তাই বড় করতে পারেননি সাব্বির। ২৫ রান করা অধিনায়ক মিরাজের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে চট্টগ্রামকে দারুণ সংগ্রহের দিকে নিয়ে যান। শেষদিকে গত ম্যাচের মতো এবারও বেনি হাওয়েল তার ঝড়ো ব্যাটিং দেখালে ম্যাচ জয়ের স্কোর পেয়ে যায় চট্টগ্রাম। হাওয়েল ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে করেন ৩৭ রান। আর শুরুতে উইল জ্যাকসের ২৪ বলে ৪১ রানের ইনিংসটি উইকেট হারালেও চট্টগ্রামকে রানের পথ দেখায়।
জবাবে শুরুটা ভালো ছিল না ঢাকার। তামিম ইকবাল ও শাহজাদ জুটি গত ম্যাচের মতো শুরু থেকে হাত খুলতে পারেননি। নাসুম আটকে রাখেন দুই ব্যাটারকেই। শুরুর দারুণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন নাসুম। অবশ্য এই খোলস ছেড়ে ঢাকাকে বের করেন তামিম। ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় টানা দ্বিতীয় ম্যাচে করেন ফিফটি। অবশ্য তামিমের এই ৫২ রান ছাড়া বাকি ব্যাটারদের ব্যর্থতা ঢাকার কাল হয়।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম : ১৬১/৮ (২০ ওভার) (লিউইস ২, জ্যাকস ৪১, আফিফ ১২, সাব্বির ২৯, মিরাজ ২৫, বেনি ৩৭, নাসুম ৮*; রুবেল ৩/২৬, সানি ১/২৩, উদানা ১/৩৯, শুভাগত ১/১৫, মাহমুদউল্লাহ ১/১২)। ঢাকা : ১৩১ (১৯.৫ ওভার) (তামিম ৫২, শাহজাদ ৯, অমি ১০, নাঈম ৪, মাহমুদউল্লাহ ৫, রাসেল ১২, শুভাগত ১৩, উদানা ১৬; নাসুম ৩/৯, মিরাজ ০/৩১, শরিফুল ৪/৩৪ )। ফল : চট্টগ্রাম ৩০ রানে জয়ী । ম্যাচসেরা : নাসুম আহমেদ ।