টি-২০ খেলবেন না তামিম!
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। অথচ অভিজ্ঞ এই বাঁ-হাতি ওপেনার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলছেন না। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তামিমের আর না খেলা নিয়ে কিছুটা গুঞ্জনও ছিল। শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, তামিম বিপিএলে খেলবেন না বলে জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের সঙ্গে শেষ যখন কথা হয়েছে তখন আমি বলেছিলাম তুমি টি-২০ তে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।’ তিনি বলেন, ‘টেলিফোনে কথা হয়েছিল, তামিম আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে তাকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’ তামিম অবশ্য কখনই মিডিয়া বা জনসম্মুখে বলেননি যে, তিনি টি-২০ ক্রিকেট খেলবেন না।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) টানা দুই ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। অথচ অভিজ্ঞ এই বাঁ-হাতি ওপেনার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট খেলছেন না। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তামিমের আর না খেলা নিয়ে কিছুটা গুঞ্জনও ছিল। শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচ শেষ হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, তামিম বিপিএলে খেলবেন না বলে জানিয়েছেন। বিসিবি সভাপতি বলেন, ‘তামিমের সঙ্গে শেষ যখন কথা হয়েছে তখন আমি বলেছিলাম তুমি টি-২০ তে আবার ফেরত আসো। এটা ছাড়বা কেন। তুমি আমাদের সেরা ওপেনার। অবশ্যই তোমার থাকা উচিত।’ তিনি বলেন, ‘টেলিফোনে কথা হয়েছিল, তামিম আমাকে একটা কথা বলেছে, আপনি আমাকে জোর করবেন না। আপনি বললে তো আসতেই হবে। আমি আসলেই এই ফরম্যাটে খেলতে চাই না। এটা বলার পর আমার মনে হয়েছে তাকে আর কিছু বলা উচিত না। কেউ যদি খেলতেই না চায় তাহলে কাউকে জোর করে একটা ফরম্যাটে খেলানো ঠিক না।’ তামিম অবশ্য কখনই মিডিয়া বা জনসম্মুখে বলেননি যে, তিনি টি-২০ ক্রিকেট খেলবেন না।