সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি
এবার আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। কোনো দল তাদের নিতে চাইলে এই দর থেকেই ডাকা শুরু করতে হবে। এবার ৮ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে উন্নীত হয়েছে আইপিএল। নিলামে নাম নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকাতেই জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। নিলামের তালিকা আরও কাটছাঁট করবে আইপিএল কমিটি। তবে সবচেয়ে দামি ক্রিকেটারের শ্রেণিতে কোনো বদল হবে না। মোট ৪৯ জন তারকা আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এদের মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশি ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, মুজিবুর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের সেই তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজও। সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। সেই তালিকায় আছেন মরগান, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টোরা। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, মিচেল স্যান্টনারদের মতো তারকা। বাংলাদেশ থেকে এবার নিলামে নাম আছে ৯ জনের।
শেয়ার করুন

এবার আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেই নিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি। কোনো দল তাদের নিতে চাইলে এই দর থেকেই ডাকা শুরু করতে হবে। এবার ৮ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে উন্নীত হয়েছে আইপিএল। নিলামে নাম নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হবে নিলাম। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকাতেই জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। নিলামের তালিকা আরও কাটছাঁট করবে আইপিএল কমিটি। তবে সবচেয়ে দামি ক্রিকেটারের শ্রেণিতে কোনো বদল হবে না। মোট ৪৯ জন তারকা আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায়। এদের মধ্যে ১৭ জন ভারতীয় ও ৩২ জন বিদেশি ক্রিকেটার। ডেভিড ওয়ার্নার, মুজিবুর রহমান, কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্টদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের সেই তালিকায় আছেন সাকিব-মোস্তাফিজও। সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য দেড় কোটি রুপি। সেই তালিকায় আছেন মরগান, অ্যারন ফিঞ্চ, জনি বেয়ারস্টোরা। তৃতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায় আছেন মারনাস লাবুশেন, মোহাম্মদ নবী, মিচেল স্যান্টনারদের মতো তারকা। বাংলাদেশ থেকে এবার নিলামে নাম আছে ৯ জনের।