টিকা-পাস নিয়ে ফ্রেঞ্চ ওপেনে জকো
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
করোনা প্রতিষেধক টিকা না নিলেও ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন নোভাক জকোভিচ। ফ্রান্সের সংসদে পাস হওয়া টিকা সংক্রান্ত একটি আইন সোমবার কার্যকর হয়েছে। আইনে বলা হয়েছে, রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা ও লম্বা দূরত্বের ট্রেনে ওঠার জন্য যে কোনো মানুষের টিকার সনদ দরকার হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। দর্শক বা ক্রীড়াবিদ, কারও ক্ষেত্রেই আলাদা আচরণ করা হবে না। কিন্তু যারা করোনা পজেটিভ হয়েছেন তারা আগামী ৬ মাস পর্যন্ত ‘ভ্যাকসিন-পাস’ পাবেন। জকোভিচ ১৬ ডিসেম্বর করোনা পজেটিভ হন। ২২ মে-৬ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেনে তাই ভ্যাকসিন-পাস নিয়ে খেলতে পারবেন গতবারের চ্যাম্পিয়ন। ইন্টারনেট
শেয়ার করুন
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

করোনা প্রতিষেধক টিকা না নিলেও ফ্রেঞ্চ ওপেনে খেলতে পারবেন নোভাক জকোভিচ। ফ্রান্সের সংসদে পাস হওয়া টিকা সংক্রান্ত একটি আইন সোমবার কার্যকর হয়েছে। আইনে বলা হয়েছে, রেস্তোরাঁ, ক্যাফে, সিনেমা ও লম্বা দূরত্বের ট্রেনে ওঠার জন্য যে কোনো মানুষের টিকার সনদ দরকার হবে। এটা সবার জন্যই প্রযোজ্য। দর্শক বা ক্রীড়াবিদ, কারও ক্ষেত্রেই আলাদা আচরণ করা হবে না। কিন্তু যারা করোনা পজেটিভ হয়েছেন তারা আগামী ৬ মাস পর্যন্ত ‘ভ্যাকসিন-পাস’ পাবেন। জকোভিচ ১৬ ডিসেম্বর করোনা পজেটিভ হন। ২২ মে-৬ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ফ্রেঞ্চ ওপেনে তাই ভ্যাকসিন-পাস নিয়ে খেলতে পারবেন গতবারের চ্যাম্পিয়ন। ইন্টারনেট
শেয়ার করুন