সেই বালোতেল্লিকে ডাকলেন মানচিনি
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
মারিও বালোতেল্লির প্রসঙ্গ উঠলেই মনে পড়বে ২০১২ সালের ইউরো সেমিফাইনাল। জার্মানির বিপক্ষে জোড়া গোল করে একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু সেই বালোতেল্লি হারিয়ে গিয়েছিলেন যেন। ৩৬ ম্যাচের শেষটি খেলেন ২০১৮’র নেশন্স লিগে। ইন্তার, এসি মিলান, লিভারপুল, ম্যানসিটিতে খেলা এই ফরোয়ার্ড গত জুলাইয়ে যোগ দেন তুর্কি ক্লাব আদানায়। ক্লাবটির হয়ে ২১ ম্যাচে ৯ গোল করা বালোতেল্লিকে তিন বছর পর ইতালির ৩৫ সদস্যের দলে ডেকেছেন কোচ রবার্তো মানচিনি। টানা দ্বিতীয় বিশ্বকাপ মূলপর্বে খেলতে না পারার লজ্জা ঢাকতে ৩১ বছরের বালোতেল্লিকে ডাকা। ইউরোপিয়ান বাছাইপর্বের গ্রুপে রানার্সআপ ইতালিকে প্লে-অফ খেলতে হবে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে প্রথমে। জিতলে পর্তুগাল-তুরস্ক ম্যাচজয়ীর সঙ্গে প্লে-অফ ফাইনাল। ম্যাচ দুটি হবে ২৪ ও ২৯ মার্চ। ইন্টারনেট
শেয়ার করুন
| ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

মারিও বালোতেল্লির প্রসঙ্গ উঠলেই মনে পড়বে ২০১২ সালের ইউরো সেমিফাইনাল। জার্মানির বিপক্ষে জোড়া গোল করে একাই ইতালিকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু সেই বালোতেল্লি হারিয়ে গিয়েছিলেন যেন। ৩৬ ম্যাচের শেষটি খেলেন ২০১৮’র নেশন্স লিগে। ইন্তার, এসি মিলান, লিভারপুল, ম্যানসিটিতে খেলা এই ফরোয়ার্ড গত জুলাইয়ে যোগ দেন তুর্কি ক্লাব আদানায়। ক্লাবটির হয়ে ২১ ম্যাচে ৯ গোল করা বালোতেল্লিকে তিন বছর পর ইতালির ৩৫ সদস্যের দলে ডেকেছেন কোচ রবার্তো মানচিনি। টানা দ্বিতীয় বিশ্বকাপ মূলপর্বে খেলতে না পারার লজ্জা ঢাকতে ৩১ বছরের বালোতেল্লিকে ডাকা। ইউরোপিয়ান বাছাইপর্বের গ্রুপে রানার্সআপ ইতালিকে প্লে-অফ খেলতে হবে উত্তর মেসিডোনিয়ার সঙ্গে প্রথমে। জিতলে পর্তুগাল-তুরস্ক ম্যাচজয়ীর সঙ্গে প্লে-অফ ফাইনাল। ম্যাচ দুটি হবে ২৪ ও ২৯ মার্চ। ইন্টারনেট
শেয়ার করুন