নাগিন থেকে পুষ্পা
ক্রীড়া প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
এই সময়ে নেট দুনিয়া কাঁপাচ্ছে ভারতের জনপ্রিয় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির চর্চা সর্বত্র। বাংলাদেশ ক্রিকেটাররাই বা বাদ যাবেন কেন। নাজমুল ইসলাম অপুর তো ছবির নায়কের স্টাইলে এমনভাবে মজেছেন যে মাঠেই টেনে আনলেন সিনেমার অঙ্গভঙ্গি। বিপিএলে উইকেট পাওয়ার পর সেভাবে উদযাপনও করছেন। আর তাতে ‘নাগিন অপু’ হয়ে গেলেন ‘পুষ্পাা অপু’। বিপিএলের প্রথম ম্যাচেই পুষ্পা স্টাইলে উইকেট উদযাপন করে আলোচনার শুরু করেন অপু। কাল বাঁহাতি স্পিনার ক্যারিয়ারে প্রথমবার নিলেন ৪ উইকেট। প্রতিটি উইকেট পেয়েই ঘাড়ের এক পাশ উঁচু করে নাচতে দেখা যায় অপুকে। পুষ্পার নাচের সঙ্গে অপু অবশ্য একটু মিশ্রণ ঘটিয়েছেন। ঘাড় উঁচু করার পাশাপাশি এক হাত দিয়ে তার ট্রেডমার্ক নাগিন ভঙ্গিও বহাল রেখেছেন। ম্যাচ শেষে জানালেন এই উদযাপন পুষ্পার চ্যালেঞ্জ নেওয়া মানসিকতা থেকে অনুপ্রাণিত, ‘পুষ্পা মুভিটা দেখেছিলাম। ও সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ক্রিকেট খেলাটাই এমন প্রত্যেক মুহুর্তে চ্যালেঞ্জ নিতে হয়। এজন্য নাগিনের সঙ্গে এটা যুক্ত করে নিয়েছি।’
মন্থর উইকেটের ফায়দা কাজে লাগিয়ে দারুণ বল করে ম্যাচ সেরা হন অপু। জানালেন কন্ডিশন অনুকূলে থাকায় কেবল চেপে রাখার দিকে মন দিয়েছিলেন তিনি, ‘প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তাছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এটা ওটা করা উচিত।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

এই সময়ে নেট দুনিয়া কাঁপাচ্ছে ভারতের জনপ্রিয় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা দ্য রাইজ’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির চর্চা সর্বত্র। বাংলাদেশ ক্রিকেটাররাই বা বাদ যাবেন কেন। নাজমুল ইসলাম অপুর তো ছবির নায়কের স্টাইলে এমনভাবে মজেছেন যে মাঠেই টেনে আনলেন সিনেমার অঙ্গভঙ্গি। বিপিএলে উইকেট পাওয়ার পর সেভাবে উদযাপনও করছেন। আর তাতে ‘নাগিন অপু’ হয়ে গেলেন ‘পুষ্পাা অপু’। বিপিএলের প্রথম ম্যাচেই পুষ্পা স্টাইলে উইকেট উদযাপন করে আলোচনার শুরু করেন অপু। কাল বাঁহাতি স্পিনার ক্যারিয়ারে প্রথমবার নিলেন ৪ উইকেট। প্রতিটি উইকেট পেয়েই ঘাড়ের এক পাশ উঁচু করে নাচতে দেখা যায় অপুকে। পুষ্পার নাচের সঙ্গে অপু অবশ্য একটু মিশ্রণ ঘটিয়েছেন। ঘাড় উঁচু করার পাশাপাশি এক হাত দিয়ে তার ট্রেডমার্ক নাগিন ভঙ্গিও বহাল রেখেছেন। ম্যাচ শেষে জানালেন এই উদযাপন পুষ্পার চ্যালেঞ্জ নেওয়া মানসিকতা থেকে অনুপ্রাণিত, ‘পুষ্পা মুভিটা দেখেছিলাম। ও সব সময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে, আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ক্রিকেট খেলাটাই এমন প্রত্যেক মুহুর্তে চ্যালেঞ্জ নিতে হয়। এজন্য নাগিনের সঙ্গে এটা যুক্ত করে নিয়েছি।’
মন্থর উইকেটের ফায়দা কাজে লাগিয়ে দারুণ বল করে ম্যাচ সেরা হন অপু। জানালেন কন্ডিশন অনুকূলে থাকায় কেবল চেপে রাখার দিকে মন দিয়েছিলেন তিনি, ‘প্রথম ম্যাচ থেকে চেষ্টা করেছি উইকেট টু উইকেট বল করার। উইকেট যথেষ্ট সহায়ক ছিল। তাছাড়া আমার অধিনায়ক সব সময় বলছিল এটা ওটা করা উচিত।’