শিরোপা রিয়াল মাদ্রিদের
ক্রীড়া ডেস্ক | ১ মে, ২০২২ ০০:০০
উৎসবের মঞ্চটা আগে থেকেই তৈরি ছিল। দরকার ছিল শুধু এক পয়েন্ট। সমীকরণ এমন ছিল যে, এস্পানিওলের সঙ্গে ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। এমন ম্যাচে বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। তাতে চার ম্যাচ হাতে রেখে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ৩৫তম লিগ শিরোপা।
বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। তাই বেশ কিছু খেলোয়াড়কে ম্যাচের একাদশে রাখেননি। করিম বেনজেমা, ভিনিসিয়ুস, টনি ক্রুসদের দ্বিতীয়ার্ধে নামান। তবে ম্যাচ জিততে কষ্ট করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। জোড়া গোল করেন রদ্রিগো। ম্যাচের ৩৩ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন তিনি। ৫৫ মিনিটে গোল করেন মার্কো আসেনসিও। ৮০ মিনিটে গোল করেন বেনজেমা।
গত মৌসুমে দুই পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লিগের ২৯তম রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার কাছে হারের পর একটা শঙ্কা তৈরি হয়েছিলÑ রিয়াল কি এবারও তীরে এসে তরী ডুবাবে। কিন্তু এরপর আর পথ হারায়নি লস ব্লাঙ্কোসরা। অপরদিকে পয়েন্ট হারাতে থাকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেই সুযোগে অনেকটা এগিয়ে যায় রিয়াল। সেভিয়াও শনিবার কাদিজের সঙ্গে ড্র করে ছিটকে যায় শিরোপা দৌড় থেকে।
লিগ জেতার পর মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ে নজর থাকবে কার্লো আনচেলত্তির দলের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। দ্বিতীয় লেগের আগে লিগ শিরোপা জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে রিয়ালকে।
ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এই দুই দলের কোনোটি ম্যাচ হারলে বা ড্র করলে অপর দলের লাভ। তবে জয়ে সিটির ওপর চাপটা ভালোভাবেই ধরে রাখল অলরেডরা। গতকাল লিভারপুল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।
সম্ভাব্য চার শিরোপা জেতার দৌড়ে আছে লিভারপুল। লিগ কাপ আগেই জিতে গেছে অলরেডরা। এফএ কাপের ফাইনালেও উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। লিগে এমন অবস্থায় লিভারপুল যে ১ পয়েন্ট হারালেই বিপদ।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ১ মে, ২০২২ ০০:০০

উৎসবের মঞ্চটা আগে থেকেই তৈরি ছিল। দরকার ছিল শুধু এক পয়েন্ট। সমীকরণ এমন ছিল যে, এস্পানিওলের সঙ্গে ড্র করলেই লিগ শিরোপা নিশ্চিত হবে রিয়াল মাদ্রিদের। এমন ম্যাচে বার্নাব্যুতে রিয়াল ৪-০ গোলে হারিয়েছে এস্পানিওলকে। তাতে চার ম্যাচ হাতে রেখে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। এটি রিয়ালের ৩৫তম লিগ শিরোপা।
বুধবার চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ। তাই বেশ কিছু খেলোয়াড়কে ম্যাচের একাদশে রাখেননি। করিম বেনজেমা, ভিনিসিয়ুস, টনি ক্রুসদের দ্বিতীয়ার্ধে নামান। তবে ম্যাচ জিততে কষ্ট করতে হয়নি লস ব্লাঙ্কোসদের। জোড়া গোল করেন রদ্রিগো। ম্যাচের ৩৩ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন তিনি। ৫৫ মিনিটে গোল করেন মার্কো আসেনসিও। ৮০ মিনিটে গোল করেন বেনজেমা।
গত মৌসুমে দুই পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করেছিল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লিগের ২৯তম রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার কাছে হারের পর একটা শঙ্কা তৈরি হয়েছিলÑ রিয়াল কি এবারও তীরে এসে তরী ডুবাবে। কিন্তু এরপর আর পথ হারায়নি লস ব্লাঙ্কোসরা। অপরদিকে পয়েন্ট হারাতে থাকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। সেই সুযোগে অনেকটা এগিয়ে যায় রিয়াল। সেভিয়াও শনিবার কাদিজের সঙ্গে ড্র করে ছিটকে যায় শিরোপা দৌড় থেকে।
লিগ জেতার পর মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ে নজর থাকবে কার্লো আনচেলত্তির দলের। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। দ্বিতীয় লেগের আগে লিগ শিরোপা জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে রিয়ালকে।
ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। এই দুই দলের কোনোটি ম্যাচ হারলে বা ড্র করলে অপর দলের লাভ। তবে জয়ে সিটির ওপর চাপটা ভালোভাবেই ধরে রাখল অলরেডরা। গতকাল লিভারপুল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।
সম্ভাব্য চার শিরোপা জেতার দৌড়ে আছে লিভারপুল। লিগ কাপ আগেই জিতে গেছে অলরেডরা। এফএ কাপের ফাইনালেও উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। লিগে এমন অবস্থায় লিভারপুল যে ১ পয়েন্ট হারালেই বিপদ।