নতুন চেহারায় শেখ রাসেল
ক্রীড়া প্রতিবেদক | ১ মে, ২০২২ ০০:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মাত্র দুটি জয় পেয়েছিল বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়াচক্র। মাঠের সেই বাজে পারফরম্যান্সের জন্য রেলিগেশনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেখ রাসেল ক্রীড়া চক্র লিগের প্রথম পর্বে অবনমন অঞ্চলের কাছে পৌঁছে গেলেও দ্বিতীয় পর্বের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। গতকাল তারা চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে।
প্রথম পর্বে ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করে শেখ রাসেল। দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে। তিনি ভালোভাবেই দায়িত্ব সামলাচ্ছেন। তরুণ এই কোচের অধীনে শেখ রাসেল রেলিগেশনের শঙ্কা কাটিয়ে এখন স্বস্তির পথে। মোহামেডানের বিপক্ষে ড্রয়ের পর শেখ রাসেল গতকাল হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। খেলায় আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জয় পেয়েছে শেখ রাসেল। ২-১ গোলের ব্যবধানটা বেশিও হতে পারত। শেষ দিকে একটি গোল শোধ করে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় শেখ রাসেল। ৩২ মিনিটে নাইজেরিয়ান ইসমাইল আকিনাদ গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজস্তান ফুটবলার আইজার আকমাতভ। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমিয়েছেন চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে শেখ রাসেলের এটি তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের অষ্টম স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২। তারা আছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে।
খারাপ সময় পেছনে ফেলে শেখ রাসেলের জয়ে ফেরার প্রসঙ্গে কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘শেখ রাসেল দলে শৃঙ্খলা ছিল না। বিদেশি খেলোয়াড়দের থাকার ব্যবস্থা ছিল কিছুটা দূরে। চেয়ারম্যান বিষয়গুলোর ওপর নজর দেন। তার নির্দেশনায় দলকে এখন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পেরেছি। পজিশন অনুযায়ী খেলোয়াড় আনতে পেরেছি। তার নির্দেশনায় এখন দল ভালো অবস্থায় আছে।’ শেখ রাসেলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে নিয়ে তিনি বলেন, ‘আজ খেলার পর উনি ফোন করেছিলেন। জয়ের পর ৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই মুক্তিযোদ্ধার বিপক্ষে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরেছিল আবাহনী লিমিটেড। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েছিল আবাহনী। কিন্তু জুয়েল রানার জোড়া গোলে পুলিশকে ২-১-এ হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১ মে, ২০২২ ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে মাত্র দুটি জয় পেয়েছিল বিগ বাজেটের দল শেখ রাসেল ক্রীড়াচক্র। মাঠের সেই বাজে পারফরম্যান্সের জন্য রেলিগেশনের সম্ভাবনাও তৈরি হয়েছিল। শেখ রাসেল ক্রীড়া চক্র লিগের প্রথম পর্বে অবনমন অঞ্চলের কাছে পৌঁছে গেলেও দ্বিতীয় পর্বের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। গতকাল তারা চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে।
প্রথম পর্বে ধারাবাহিক ব্যর্থতায় প্রধান কোচ সাইফুল বারী টিটুকে বরখাস্ত করে শেখ রাসেল। দায়িত্ব দেওয়া হয় সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টুকে। তিনি ভালোভাবেই দায়িত্ব সামলাচ্ছেন। তরুণ এই কোচের অধীনে শেখ রাসেল রেলিগেশনের শঙ্কা কাটিয়ে এখন স্বস্তির পথে। মোহামেডানের বিপক্ষে ড্রয়ের পর শেখ রাসেল গতকাল হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। খেলায় আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জয় পেয়েছে শেখ রাসেল। ২-১ গোলের ব্যবধানটা বেশিও হতে পারত। শেষ দিকে একটি গোল শোধ করে মারুফুল হকের দল চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় শেখ রাসেল। ৩২ মিনিটে নাইজেরিয়ান ইসমাইল আকিনাদ গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কিরগিজস্তান ফুটবলার আইজার আকমাতভ। ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান কমিয়েছেন চট্টগ্রাম আবাহনীর শাখাওয়াত হোসেন। এখন পর্যন্ত ১৩ ম্যাচে শেখ রাসেলের এটি তৃতীয় জয়। ১৪ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের অষ্টম স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ২২। তারা আছে পয়েন্ট তালিকার ৪ নম্বরে।
খারাপ সময় পেছনে ফেলে শেখ রাসেলের জয়ে ফেরার প্রসঙ্গে কোচ জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, ‘শেখ রাসেল দলে শৃঙ্খলা ছিল না। বিদেশি খেলোয়াড়দের থাকার ব্যবস্থা ছিল কিছুটা দূরে। চেয়ারম্যান বিষয়গুলোর ওপর নজর দেন। তার নির্দেশনায় দলকে এখন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পেরেছি। পজিশন অনুযায়ী খেলোয়াড় আনতে পেরেছি। তার নির্দেশনায় এখন দল ভালো অবস্থায় আছে।’ শেখ রাসেলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুলকে নিয়ে তিনি বলেন, ‘আজ খেলার পর উনি ফোন করেছিলেন। জয়ের পর ৫ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আগের ম্যাচেই মুক্তিযোদ্ধার বিপক্ষে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরেছিল আবাহনী লিমিটেড। গতকাল সিলেট জেলা স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েছিল আবাহনী। কিন্তু জুয়েল রানার জোড়া গোলে পুলিশকে ২-১-এ হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।