থ্যাঙ্কগডের জোড়ায় জয় চট্ট. আবাহনীর
ক্রীড়া প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল স্বাধীনতা ক্রীড়া সংঘকে পিটার থ্যাঙ্কগডের জোড়া গোলে ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারা ১-১ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
৭৩ মিনিটে ক্যান্ডি অগাস্টিন গোল করে দলকে এগিয়ে নেন। তিন মিনিট পর স্বাধীনতা সমতায় ফেরে সাব্বির হোসেনের গোলে। নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার থ্যাঙ্কগড ৮৫ ও ৮৮ মিনিটে জোড়া গোল করেন। স্বাধীনতার বিশাল দাস ৯০ মিনিটে আরও এক গোল শোধ দেন।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ১৪ মে, ২০২২ ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল স্বাধীনতা ক্রীড়া সংঘকে পিটার থ্যাঙ্কগডের জোড়া গোলে ৩-২ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনী। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারা ১-১ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।
৭৩ মিনিটে ক্যান্ডি অগাস্টিন গোল করে দলকে এগিয়ে নেন। তিন মিনিট পর স্বাধীনতা সমতায় ফেরে সাব্বির হোসেনের গোলে। নাইজেরিয়ান স্ট্রাইকার পিটার থ্যাঙ্কগড ৮৫ ও ৮৮ মিনিটে জোড়া গোল করেন। স্বাধীনতার বিশাল দাস ৯০ মিনিটে আরও এক গোল শোধ দেন।
শেয়ার করুন