আর্জেন্টিনা-ব্রাজিল বিশ্বকাপ ম্যাচ কোরিন্থিয়ান্সে
| ২৩ জুন, ২০২২ ০০:০০
আর্জেন্টিনার সঙ্গে স্থগিত থাকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি সেই কোরিয়ান্থিয়ান্সেই খেলবে ব্রাজিল। গত বছরের ৫ সেপ্টেম্বর এই মাঠেই ৫ মিনিট হওয়ার পর প- হয়ে যায় খেলা। ২২ সেপ্টেম্বর সেখানকার নিও কিমিসিয়া অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর ব্রাজিল ফুটবলের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয় যে, ম্যাচটা আবারও খেলতে হবে দুই দলকে। জানানো হয়, বিশ্বকাপ বাছাইপর্বের এই তিন পয়েন্টের ফয়সালাটা হবে মাঠেই। এই তিন পয়েন্টে অবশ্য বাছাইয়ের পয়েন্ট টেবিলে আসবে না কোনো পরিবর্তন। ব্রাজিল শীর্ষে, আর্জেন্টিনা দু’য়েই থাকবে। ইন্টারনেট
শেয়ার করুন
| ২৩ জুন, ২০২২ ০০:০০

আর্জেন্টিনার সঙ্গে স্থগিত থাকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি সেই কোরিয়ান্থিয়ান্সেই খেলবে ব্রাজিল। গত বছরের ৫ সেপ্টেম্বর এই মাঠেই ৫ মিনিট হওয়ার পর প- হয়ে যায় খেলা। ২২ সেপ্টেম্বর সেখানকার নিও কিমিসিয়া অ্যারেনায় আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আর ব্রাজিল ফুটবলের আত্মপক্ষ সমর্থনের পর গত ৯ মে ফিফা আপিল কমিশন ঘোষণা দেয় যে, ম্যাচটা আবারও খেলতে হবে দুই দলকে। জানানো হয়, বিশ্বকাপ বাছাইপর্বের এই তিন পয়েন্টের ফয়সালাটা হবে মাঠেই। এই তিন পয়েন্টে অবশ্য বাছাইয়ের পয়েন্ট টেবিলে আসবে না কোনো পরিবর্তন। ব্রাজিল শীর্ষে, আর্জেন্টিনা দু’য়েই থাকবে। ইন্টারনেট
শেয়ার করুন