শীর্ষে ফেরার পথে সাকিব
ক্রীড়া ডেস্ক | ২৩ জুন, ২০২২ ০০:০০
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দুই ইনিংসেই খেলেছেন ৫০ ছাড়ানো ইনিংস। সে ম্যাচে বোলিংয়ে মাত্র ১ উইকেট নিলেও দুই ধাপ এগিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের অলরাউন্ডারের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। সর্বশেষ র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬, জাদেজার পয়েন্ট ৩৮৫। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে জেসন হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে বেন স্টোকস।
২০১১’র ৩০ ডিসেম্বর জ্যাক ক্যালিসকে সরিয়ে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। এরপর থেকে শীর্ষে ছিল তারই রাজত্ব। তবে চোট-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় ২০১৯-এর ২৭ জানুয়ারি র্যাংকিংয়েও পেছনে পড়ে যান। এছাড়া অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি করে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন ১৪ ধাপ। তার অবস্থান এখন ৩২তম। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই ১২তম অবস্থানে লিটন দাস। মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন এখন ১৭ নম্বরে। তামিম ইকবাল দুই ধাপ নেমে এখন আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের অবনতি হয়েছে ৭ ধাপ। এক সময় র্যাংকিংয়ের ১৮ নম্বরে থাকা ব্যাটম্যানের এখনকার অবস্থান ৭৩।
বোলিংয়ে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৬ ধাপ। বাংলাদেশের অফ স্পিনার এখন আছেন ত্রিশে। বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এই টেস্টে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের (২৬)। সাকিবও আছেন আগের জায়গাতেই (২৮)।
টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অ্যান্টিগায় ৭ উইকেট শিকারি কেমার রোচ ৪ ধাপ এগিয়ে বোলারদের ৮ নম্বরে উঠে এসেছেন।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ জুন, ২০২২ ০০:০০

অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মধ্যে ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দুই ইনিংসেই খেলেছেন ৫০ ছাড়ানো ইনিংস। সে ম্যাচে বোলিংয়ে মাত্র ১ উইকেট নিলেও দুই ধাপ এগিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের অলরাউন্ডারের দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তার ওপরে আছেন শুধু ভারতের রবীন্দ্র জাদেজা। সর্বশেষ র্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৬, জাদেজার পয়েন্ট ৩৮৫। ৩৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনে অশ্বিন, ৩২৯ পয়েন্ট নিয়ে চারে জেসন হোল্ডার, ৩০৭ পয়েন্ট নিয়ে পাঁচে বেন স্টোকস।
২০১১’র ৩০ ডিসেম্বর জ্যাক ক্যালিসকে সরিয়ে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে ওঠেন সাকিব। এরপর থেকে শীর্ষে ছিল তারই রাজত্ব। তবে চোট-নিষেধাজ্ঞা-ছুটি মিলিয়ে গত কয়েক বছরে টেস্ট কম খেলায় ২০১৯-এর ২৭ জানুয়ারি র্যাংকিংয়েও পেছনে পড়ে যান। এছাড়া অ্যান্টিগায় দুই ইনিংসে ফিফটি করে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব এগিয়েছেন ১৪ ধাপ। তার অবস্থান এখন ৩২তম। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান আগের মতোই ১২তম অবস্থানে লিটন দাস। মুশফিকুর রহিম এক ধাপ নেমে আছেন এখন ১৭ নম্বরে। তামিম ইকবাল দুই ধাপ নেমে এখন আছেন ৩৬ নম্বরে। দুই ইনিংসে ব্যর্থ মুমিনুল হকের অবনতি হয়েছে ৭ ধাপ। এক সময় র্যাংকিংয়ের ১৮ নম্বরে থাকা ব্যাটম্যানের এখনকার অবস্থান ৭৩।
বোলিংয়ে অ্যান্টিগায় প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৬ ধাপ। বাংলাদেশের অফ স্পিনার এখন আছেন ত্রিশে। বোলারদের র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান এই টেস্টে সুযোগ না পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের (২৬)। সাকিবও আছেন আগের জায়গাতেই (২৮)।
টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং ও বোলিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অ্যান্টিগায় ৭ উইকেট শিকারি কেমার রোচ ৪ ধাপ এগিয়ে বোলারদের ৮ নম্বরে উঠে এসেছেন।