বিশ্রামের সময় নেই তাসকিনের
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
ক্রিকেটে আগেও ব্যস্ততা ছিল। ক্রিকেটাররা টানা খেলার মধ্যেই থাকতেন। বছরে দুই-তিন মাস সর্বোচ্চ বিশ্রাম পেতেন। তবে করোনা আসার পর বিশ্রাম, ফ্যাটিগ, মানসিক চাপ শব্দগুলো উঠে আসে। তাই এখন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা ছুটি-বিশ্রাম নিয়ে থাকেন। কিন্তু তাসকিন আহমেদের এই ইচ্ছেটা একটু কম। বিশ্রাম নয় বরং ক্যারিয়ারের এই সময়টা যতটা সম্ভব খেলতে চান এই পেসার। নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর চিন্তা করবেন বিশ্রামের। তবে তার আগে যদি মনে হয় কোনো ফরম্যাটে ভালো করতে পারছেন না তবে আগেই জানিয়ে দেবেন।
করোনার পর থেকে এই বিশ্রাম ইস্যু নিয়ে বেশ জলঘোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। কখনো সাকিব, কখনো তামিম, কখনো মোস্তাফিজ থাকছেন না এক এক সিরিজে। উইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিম, অবশ্য বিশ্রাম নেওয়ায় অনীহা থাকা এই ক্রিকেটারের এবারের না থাকার কারণ ভিন্ন। তবে তাসকিন বিশ্রাম জাতীয় কোনো কারণেই শিরোনাম হতে চান না। তার ইচ্ছা সব ফরম্যাটে খেলা, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই। যদি কখনো দেখি পারছি না, তখন নিজে থেকেই বলব। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার উপযুক্ত সময়। আমার স্বপ্ন আসলে বিশ্বমানের হতে চাই। এখনো ওই সময় আসেনি যে আমার বিশ্রাম দরকার। যদি কখনো মনে হয়, না, ম্যানেজ করতে পারছি না, তখন; কিন্তু এখনো ওই সময় হয়নি।’
২০১৪-তে অভিষিক্ত তাসকিন ৪ বছর জাতীয় দলের বাইরে ছিলেন। ২০২১-এর জানুয়ারিতে দলে ফেরার পর থেকে গত দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত টানা খেলার পর কাঁধের ইনজুরিতে পড়েন। মার্চের শেষ থেকে ছিলেন মাঠের বাইরে। গত মাস থেকে ধীরে অনুশীলন শুরু করেন। গতকাল পুরোদমে বল করলেন কোনো সমস্যা ছাড়াই। তাসকিনকে উইন্ডিজের ওয়ানডে সিরিজের দলে রেখেছিলেন নির্বাচকরা। ওয়ানডে সিরিজ হবে শেষদিকে। তার আগে টি-টোয়েন্টি সিরিজ হবে। তাসকিন ফিট হয়ে যাওয়ায় তাকে এই ফরম্যাটের দলেই যুক্ত করার চিন্তাও হচ্ছে। সংক্ষিপ্ত ফরম্যাটের দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার অপেক্ষায় থাকা তাসকিনের জন্য তা খুশির খবর। তবে এর অন্য কারণে খুশি তিনি। সাকিব যে তার প্রশংসা করেছেন, ‘কোনো সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন (প্রশংসা করা), ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে আমি আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’
উইন্ডিজে টেস্টে গত সফরের মতোই বাজে যাচ্ছে বাংলাদেশের। তবে আগের সফরের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জিতেছিল সাকিব আল হাসানের দল। এবারও বাংলাদেশ একই ফরম্যাটে হাঁটছে কি না এ ব্যাপারে তাসকিন বলেন, ‘আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো দল আমরা। আমাদের সামর্থ্য আছে ভালো করার। তবুও ক্রিকেট খেলাকোনো কিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং আল্লাহ যদি চান আমাদের সেই সামর্থ্যও আছে। এখন দেখি কী হয়।’
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

ক্রিকেটে আগেও ব্যস্ততা ছিল। ক্রিকেটাররা টানা খেলার মধ্যেই থাকতেন। বছরে দুই-তিন মাস সর্বোচ্চ বিশ্রাম পেতেন। তবে করোনা আসার পর বিশ্রাম, ফ্যাটিগ, মানসিক চাপ শব্দগুলো উঠে আসে। তাই এখন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররা ছুটি-বিশ্রাম নিয়ে থাকেন। কিন্তু তাসকিন আহমেদের এই ইচ্ছেটা একটু কম। বিশ্রাম নয় বরং ক্যারিয়ারের এই সময়টা যতটা সম্ভব খেলতে চান এই পেসার। নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পর চিন্তা করবেন বিশ্রামের। তবে তার আগে যদি মনে হয় কোনো ফরম্যাটে ভালো করতে পারছেন না তবে আগেই জানিয়ে দেবেন।
করোনার পর থেকে এই বিশ্রাম ইস্যু নিয়ে বেশ জলঘোলা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে। কখনো সাকিব, কখনো তামিম, কখনো মোস্তাফিজ থাকছেন না এক এক সিরিজে। উইন্ডিজ সিরিজে নেই মুশফিকুর রহিম, অবশ্য বিশ্রাম নেওয়ায় অনীহা থাকা এই ক্রিকেটারের এবারের না থাকার কারণ ভিন্ন। তবে তাসকিন বিশ্রাম জাতীয় কোনো কারণেই শিরোনাম হতে চান না। তার ইচ্ছা সব ফরম্যাটে খেলা, ‘আমি সব ফরম্যাট খেলতে চাই। যদি কখনো দেখি পারছি না, তখন নিজে থেকেই বলব। এখন আসলে ফিট হয়ে ভালোমতো খেলার উপযুক্ত সময়। আমার স্বপ্ন আসলে বিশ্বমানের হতে চাই। এখনো ওই সময় আসেনি যে আমার বিশ্রাম দরকার। যদি কখনো মনে হয়, না, ম্যানেজ করতে পারছি না, তখন; কিন্তু এখনো ওই সময় হয়নি।’
২০১৪-তে অভিষিক্ত তাসকিন ৪ বছর জাতীয় দলের বাইরে ছিলেন। ২০২১-এর জানুয়ারিতে দলে ফেরার পর থেকে গত দক্ষিণ আফ্রিকা সফর পর্যন্ত টানা খেলার পর কাঁধের ইনজুরিতে পড়েন। মার্চের শেষ থেকে ছিলেন মাঠের বাইরে। গত মাস থেকে ধীরে অনুশীলন শুরু করেন। গতকাল পুরোদমে বল করলেন কোনো সমস্যা ছাড়াই। তাসকিনকে উইন্ডিজের ওয়ানডে সিরিজের দলে রেখেছিলেন নির্বাচকরা। ওয়ানডে সিরিজ হবে শেষদিকে। তার আগে টি-টোয়েন্টি সিরিজ হবে। তাসকিন ফিট হয়ে যাওয়ায় তাকে এই ফরম্যাটের দলেই যুক্ত করার চিন্তাও হচ্ছে। সংক্ষিপ্ত ফরম্যাটের দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার অপেক্ষায় থাকা তাসকিনের জন্য তা খুশির খবর। তবে এর অন্য কারণে খুশি তিনি। সাকিব যে তার প্রশংসা করেছেন, ‘কোনো সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন (প্রশংসা করা), ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আরও অনুপ্রাণিত করেছে আমাকে যে আমি আরও ভালো করতে পারব। খুব ভালো লেগেছে আসলে।’
উইন্ডিজে টেস্টে গত সফরের মতোই বাজে যাচ্ছে বাংলাদেশের। তবে আগের সফরের সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জিতেছিল সাকিব আল হাসানের দল। এবারও বাংলাদেশ একই ফরম্যাটে হাঁটছে কি না এ ব্যাপারে তাসকিন বলেন, ‘আসলে সব ফরম্যাটই আমাদের পছন্দের। কিছু ফরম্যাটে ভালো হয়, কিছু ফরম্যাটে খারাপ হয়। সাদা বলে ভালো দল আমরা। আমাদের সামর্থ্য আছে ভালো করার। তবুও ক্রিকেট খেলাকোনো কিছুই সহজ হবে না ওদের কন্ডিশনে। ভালো করতে হলে আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে এবং আল্লাহ যদি চান আমাদের সেই সামর্থ্যও আছে। এখন দেখি কী হয়।’