মেসিদের নতুন কোচ জিদান নন
ক্রীড়া ডেস্ক | ২৩ জুন, ২০২২ ০০:০০
কয়েক দিন আগে ফুটবল বিশ্বে রটে গিয়েছিল পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। পরে জিদানের পিএসজির কোচ হওয়া-না হওয়া নিয়ে হয়েছে নানা খবর। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি দাবি করলেন, জিদানের সঙ্গে কোনো কথাই হয়নি তাদের।
এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘অনেক ক্লাবই তাকে (জিদান) দলে পেতে আগ্রহী, বেশ কিছু জাতীয় দলও আছে। তবে তার সঙ্গে আমাদের কখনই কোনো আলোচনা হয়নি।’ কদিন আগে এক সাক্ষাৎকারে জিদান কোচিং ক্যারিয়ারে ফেরার ইঙ্গিত দেন। বলেন, ফুটবলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। ধারণা করা হচ্ছে, কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিদান।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের খবর, মউরিসিও পচেত্তিনোর পর পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন নিসের কোচ ক্রিস্তফ গালতিয়ে। লেকিপের খবর যে সত্য তা নিশ্চিত করেন খেলাইফি নিজেই। ‘আমাদের একটি সংক্ষিপ্ত তালিকা আছে কোচের, সেখানে নিসের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’ ৫৫ বছর বয়সী ফরাসি কোচ গালতিয়ে খেলোয়াড়ি জীবনে বড় কোনো তারকা ছিলেন না। তবে কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞ তিনি। ২০২১-২২ মৌসুমের আগে তিনি নিসের দায়িত্ব নেন। ফরাসি কাপে এই নিসের কাছে হেরেই এবার বাদ পড়ে পিএসজি। নিসের আগে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত গালতিয়ে ছিলেন লিলের দায়িত্বে। তার কোচিংয়েই পিএসজিকে হতাশ করে ২০২০-২১ মৌসুমের লিগ শিরোপা জয় করেছিল লিলে।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ২৩ জুন, ২০২২ ০০:০০

কয়েক দিন আগে ফুটবল বিশ্বে রটে গিয়েছিল পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। পরে জিদানের পিএসজির কোচ হওয়া-না হওয়া নিয়ে হয়েছে নানা খবর। সব গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি দাবি করলেন, জিদানের সঙ্গে কোনো কথাই হয়নি তাদের।
এক সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘অনেক ক্লাবই তাকে (জিদান) দলে পেতে আগ্রহী, বেশ কিছু জাতীয় দলও আছে। তবে তার সঙ্গে আমাদের কখনই কোনো আলোচনা হয়নি।’ কদিন আগে এক সাক্ষাৎকারে জিদান কোচিং ক্যারিয়ারে ফেরার ইঙ্গিত দেন। বলেন, ফুটবলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। ধারণা করা হচ্ছে, কাতার বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হতে পারেন জিদান।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের খবর, মউরিসিও পচেত্তিনোর পর পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন নিসের কোচ ক্রিস্তফ গালতিয়ে। লেকিপের খবর যে সত্য তা নিশ্চিত করেন খেলাইফি নিজেই। ‘আমাদের একটি সংক্ষিপ্ত তালিকা আছে কোচের, সেখানে নিসের সঙ্গে আমাদের আলোচনা চলছে।’ ৫৫ বছর বয়সী ফরাসি কোচ গালতিয়ে খেলোয়াড়ি জীবনে বড় কোনো তারকা ছিলেন না। তবে কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞ তিনি। ২০২১-২২ মৌসুমের আগে তিনি নিসের দায়িত্ব নেন। ফরাসি কাপে এই নিসের কাছে হেরেই এবার বাদ পড়ে পিএসজি। নিসের আগে ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত গালতিয়ে ছিলেন লিলের দায়িত্বে। তার কোচিংয়েই পিএসজিকে হতাশ করে ২০২০-২১ মৌসুমের লিগ শিরোপা জয় করেছিল লিলে।