নাদিম নৈপুণ্যে তিনে তিন বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০
সেভেন-এ-সাইড রাগবির দুই ম্যাচে একপেশে জয়ের পর গতকাল প্রথম আন্তর্জাতিক ১৫-এ-সাইড ম্যাচেও নেপালকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো নিজেদের মাঠে আন্তর্জাতিক রাগবি সিরিজ আয়োজনটা শতভাগ জয়ে রাঙাল বাংলাদেশ। অধিনায়ক নাদিম মাহমুদের অসাধারণ নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজে নেপালকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
আর্মি স্টেডিয়ামে সিরিজের একমাত্র ১৫-এ-সাইড ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৩১-৭ পয়েন্টে। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৫-০ পয়েন্টে। সেভেন-এ-সাইড দুই ম্যাচের সেরা পারফরমার নাদিম এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তিনি একাই এনে দেন ১৬ পয়েন্ট। সবুজ ১০ ও আনোয়ার ৫ পয়েন্ট এনে দিয়ে জয়ে ভূমিকা রাখেন। জয়ে সেভেন-এ-সাইডে অভিষিক্ত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত নাদিম। বাংলাদেশ আর্মির এই খেলোয়াড় বলেন, ‘প্রথম কোনো আন্তর্জাতিক আসরের শিরোপা জয়ের অনুভূতি বলে বোঝানো যাবে না। প্রথমার্ধে ওরা অনেক ভালো খেলেছে। তবে ফরমেশন পাল্টে দ্বিতীয়ার্ধে আমরা পয়েন্ট আদায় করে নেই। সব মিলিয়ে এই পারফরম্যান্স আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’
সিরিজের সব ম্যাচ হারলেও দ্বিপাক্ষিক এই সিরিজের মাধ্যমে দু’দেশেই আগামী এসএ গেমসে রাগবি অন্তর্ভুক্ত করার দাবি জোরদার হয়েছে। গতকাল এশীয় রাগবির সভাপতি কাইস আল-ধালাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে দেখা করে এসএ গেমসে রাগবি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এ সময় নেপাল রাগবি ফেডারেশন ও নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিলেন্দ্র রাজ শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন। যদিও বিওএ মহাসচিব জানিয়েছেন নতুন খেলা গেমসে অন্তর্ভুক্ত করার এখতিয়ার আছে কেবল আয়োজক পাকিস্তানের।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ০০:০০

সেভেন-এ-সাইড রাগবির দুই ম্যাচে একপেশে জয়ের পর গতকাল প্রথম আন্তর্জাতিক ১৫-এ-সাইড ম্যাচেও নেপালকে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতো নিজেদের মাঠে আন্তর্জাতিক রাগবি সিরিজ আয়োজনটা শতভাগ জয়ে রাঙাল বাংলাদেশ। অধিনায়ক নাদিম মাহমুদের অসাধারণ নৈপুণ্যে তিন ম্যাচ সিরিজে নেপালকে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।
আর্মি স্টেডিয়ামে সিরিজের একমাত্র ১৫-এ-সাইড ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৩১-৭ পয়েন্টে। প্রথমার্ধে তারা এগিয়ে ছিল ৫-০ পয়েন্টে। সেভেন-এ-সাইড দুই ম্যাচের সেরা পারফরমার নাদিম এই ম্যাচেও ছিলেন দুর্দান্ত। তিনি একাই এনে দেন ১৬ পয়েন্ট। সবুজ ১০ ও আনোয়ার ৫ পয়েন্ট এনে দিয়ে জয়ে ভূমিকা রাখেন। জয়ে সেভেন-এ-সাইডে অভিষিক্ত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত নাদিম। বাংলাদেশ আর্মির এই খেলোয়াড় বলেন, ‘প্রথম কোনো আন্তর্জাতিক আসরের শিরোপা জয়ের অনুভূতি বলে বোঝানো যাবে না। প্রথমার্ধে ওরা অনেক ভালো খেলেছে। তবে ফরমেশন পাল্টে দ্বিতীয়ার্ধে আমরা পয়েন্ট আদায় করে নেই। সব মিলিয়ে এই পারফরম্যান্স আমাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’
সিরিজের সব ম্যাচ হারলেও দ্বিপাক্ষিক এই সিরিজের মাধ্যমে দু’দেশেই আগামী এসএ গেমসে রাগবি অন্তর্ভুক্ত করার দাবি জোরদার হয়েছে। গতকাল এশীয় রাগবির সভাপতি কাইস আল-ধালাই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গে দেখা করে এসএ গেমসে রাগবি অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। এ সময় নেপাল রাগবি ফেডারেশন ও নেপাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিলেন্দ্র রাজ শ্রেষ্ঠা উপস্থিত ছিলেন। যদিও বিওএ মহাসচিব জানিয়েছেন নতুন খেলা গেমসে অন্তর্ভুক্ত করার এখতিয়ার আছে কেবল আয়োজক পাকিস্তানের।