১০ মিনিটের ঝড়ে হার বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে ভারত। গতকাল ফাইনালে ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ভারত ৫-২ গোলে হারায় বাংলাদেশকে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের সময়ে এলোমেলো হয়ে যায় লাল-সবুজরা। প্রথম ১০ মিনিটের মধ্যেই হজম করে তিন গোল।
অপরাজিত থেকে ফাইনালে ওঠা বাংলাদেশ ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে। ২৫ সেকেন্ডের মাথায় পেনাল্টি পায় ভারত। বক্সের বেশ বাইরে থেকে হিমাংশু জাংরার শট ঝাঁপিয়ে ঠেকালেও গ্লাভসে জমাতে পারেননি বাংলাদেশ গোলকিপার মোহাম্মদ আসিফ। বলের নিয়ন্ত্রণ নিতে ছুটে যান গুরকিরাত ও আসিফ দুজনই। আসিফের চার্জে গুরকিরাত পড়ে গেলে পেনাল্টি পায় ভারত। এ ফরোয়ার্ডই এগিয়ে নেন স্বাগতিকদের। ৩১ মিনিটে গুরকিরাত সিংয়ের শট বারের সামান্য ওপর দিয়ে যায়। ৩৯ মিনিটে হিমাংশুর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলকিপার আসিফ। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রফিকুল। তার পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় রাজনের সামনে। দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ৪৮ মিনিটে শাহিন মিয়া দলকে এগিয়ে দেন। বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি। ৫০ মিনিটে অধিনায়ক তানভির হোসেন কর্নারের বিনিময়ে ভারতের একটি আক্রমণ প্রতিহত করেন। ৬০ মিনিটে বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে গোল শোধ দেন গুরকিরাত। ৬৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন হিমাংশু কিন্তু বাংলাদেশ গোলকিপার এগিয়ে এসে তা ক্লিয়ার করেন। ৬৭ মিনিটে হিমাংশুর শট গোলমুখ থেকে ফেরান ডিফেন্ডার। ৬৯ মিনিটে নাহিয়ান বক্সে ঢুকে ক্রস করলেও বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। ৭৬ মিনিটে বিকাশের শট পাঞ্চ করে ফেরান গোলকিপার আসিফ। ৯০ মিনিটে মোহানানের গোলের চেষ্টা কোনোমতে ঠেকান তিনি। নির্ধারিত সময়ে ২-২-এ শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মাঠের ডানপ্রান্তে থ্রু বল পেয়ে গোল করেন হিমাংশু জাগরা। পরের মিনিটেই তারই বাড়ানো বল থেকে গোল করেন গুরকিরাত। হ্যাটট্রিক উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ডও দেখেন এ উইঙ্গার। তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশ। ৯৮ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে বল ক্লিয়ার করে আক্রমণে ওঠে ভারত। বক্সের অনেকটা বাইরে থেকে ফের গোল করেন গুরকিরাত। ম্যাচে এটি তার চতুর্থ গোল। তাতে বড় জয় নিশ্চিত হয় ভারতের। রাউন্ড রবিন লিগের পর্বে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল ভারতকে। ফাইনালেও পিছিয়ে পড়ে গোল শোধ দেয়। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে আর পেরে ওঠেনি লাল-সবুজরা।
শেয়ার করুন
ক্রীড়া প্রতিবেদক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা জিতেছে ভারত। গতকাল ফাইনালে ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ভারত ৫-২ গোলে হারায় বাংলাদেশকে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলে শেষ হয়। অতিরিক্ত ৩০ মিনিটের সময়ে এলোমেলো হয়ে যায় লাল-সবুজরা। প্রথম ১০ মিনিটের মধ্যেই হজম করে তিন গোল।
অপরাজিত থেকে ফাইনালে ওঠা বাংলাদেশ ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে। ২৫ সেকেন্ডের মাথায় পেনাল্টি পায় ভারত। বক্সের বেশ বাইরে থেকে হিমাংশু জাংরার শট ঝাঁপিয়ে ঠেকালেও গ্লাভসে জমাতে পারেননি বাংলাদেশ গোলকিপার মোহাম্মদ আসিফ। বলের নিয়ন্ত্রণ নিতে ছুটে যান গুরকিরাত ও আসিফ দুজনই। আসিফের চার্জে গুরকিরাত পড়ে গেলে পেনাল্টি পায় ভারত। এ ফরোয়ার্ডই এগিয়ে নেন স্বাগতিকদের। ৩১ মিনিটে গুরকিরাত সিংয়ের শট বারের সামান্য ওপর দিয়ে যায়। ৩৯ মিনিটে হিমাংশুর শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলকিপার আসিফ। প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে বাংলাদেশ। ডানপ্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রফিকুল। তার পাস প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় রাজনের সামনে। দারুণ শটে জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ৪৮ মিনিটে শাহিন মিয়া দলকে এগিয়ে দেন। বক্সে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন তিনি। ৫০ মিনিটে অধিনায়ক তানভির হোসেন কর্নারের বিনিময়ে ভারতের একটি আক্রমণ প্রতিহত করেন। ৬০ মিনিটে বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে গোল শোধ দেন গুরকিরাত। ৬৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন হিমাংশু কিন্তু বাংলাদেশ গোলকিপার এগিয়ে এসে তা ক্লিয়ার করেন। ৬৭ মিনিটে হিমাংশুর শট গোলমুখ থেকে ফেরান ডিফেন্ডার। ৬৯ মিনিটে নাহিয়ান বক্সে ঢুকে ক্রস করলেও বাংলাদেশের কোনো খেলোয়াড় ছিলেন না। ৭৬ মিনিটে বিকাশের শট পাঞ্চ করে ফেরান গোলকিপার আসিফ। ৯০ মিনিটে মোহানানের গোলের চেষ্টা কোনোমতে ঠেকান তিনি। নির্ধারিত সময়ে ২-২-এ শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মাঠের ডানপ্রান্তে থ্রু বল পেয়ে গোল করেন হিমাংশু জাগরা। পরের মিনিটেই তারই বাড়ানো বল থেকে গোল করেন গুরকিরাত। হ্যাটট্রিক উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ডও দেখেন এ উইঙ্গার। তিন মিনিটের মধ্যে দুই গোল হজম করে বাংলাদেশ। ৯৮ মিনিটে ফ্রি-কিক পায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে বল ক্লিয়ার করে আক্রমণে ওঠে ভারত। বক্সের অনেকটা বাইরে থেকে ফের গোল করেন গুরকিরাত। ম্যাচে এটি তার চতুর্থ গোল। তাতে বড় জয় নিশ্চিত হয় ভারতের। রাউন্ড রবিন লিগের পর্বে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল ভারতকে। ফাইনালেও পিছিয়ে পড়ে গোল শোধ দেয়। কিন্তু অতিরিক্ত ৩০ মিনিটে আর পেরে ওঠেনি লাল-সবুজরা।