৯ ক্রীড়া ব্যক্তিত্ব ২ প্রতিষ্ঠান পুরস্কৃত
ক্রীড়া ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর থেকে তার নামে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান। ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
প্রবীণ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ এবার আজীবন সম্মাননা পেয়েছেন। ক্রীড়া ব্যক্তিত্ব বিভাগে পুরস্কৃত হয়েছেন লিটন কুমার দাস (ক্রিকেট), আবদুল্লাহ হেল বাকী (শ্যুটিং) এবং মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন)। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে দিয়া সিদ্দিকী (তীরন্দাজি) ও মোহাম্মদ শরিফুল ইসলামকে (ক্রিকেট) পুরস্কৃত করা হয়। এ ছাড়া ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম। আর ক্রীড়া সংস্থা বা ফেডারেশন ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক সমিতি এবং ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আন্তর্জাতিক বড় গেমসগুলোতে বাংলাদেশ প্রতিনিধিত্ব করে। প্রায় প্রতি গেমসেই আমরা আন্তর্জাতিক পদক পাচ্ছি। বিশেষ করে ২০১৯ সালে এসএ গেমসে বাংলাদেশ রেকর্ডসংখ্যক ১৯টি স্বর্ণ অর্জন করেছিল।’
ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কৃত হয়েছেন কাশীনাথ বসাক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে শেখ কামাল জাতীয় পুরস্কার বিজয়ীদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন। বীর মুক্তিযোদ্ধা এবং আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিকনির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুবসমাজ অনুপ্রেরণা পাবে। তাদের চলার পথে তার আদর্শকে সামনে রেখে, তা অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ এবং স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী হাবলু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের পর শেখ কামালের জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘এক আলোর পথযাত্রী শেখ কামাল’ প্রদর্শিত হয়। এরপর ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী হাবলু ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে গত বছর থেকে তার নামে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেয়েছেন ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান। ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।
প্রবীণ ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ এবার আজীবন সম্মাননা পেয়েছেন। ক্রীড়া ব্যক্তিত্ব বিভাগে পুরস্কৃত হয়েছেন লিটন কুমার দাস (ক্রিকেট), আবদুল্লাহ হেল বাকী (শ্যুটিং) এবং মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন)। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে দিয়া সিদ্দিকী (তীরন্দাজি) ও মোহাম্মদ শরিফুল ইসলামকে (ক্রিকেট) পুরস্কৃত করা হয়। এ ছাড়া ক্রীড়া সংগঠক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম। আর ক্রীড়া সংস্থা বা ফেডারেশন ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক সমিতি এবং ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে পুরস্কার দেওয়া হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রশংসা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে আন্তর্জাতিক বড় গেমসগুলোতে বাংলাদেশ প্রতিনিধিত্ব করে। প্রায় প্রতি গেমসেই আমরা আন্তর্জাতিক পদক পাচ্ছি। বিশেষ করে ২০১৯ সালে এসএ গেমসে বাংলাদেশ রেকর্ডসংখ্যক ১৯টি স্বর্ণ অর্জন করেছিল।’
ক্রীড়া সাংবাদিক হিসেবে পুরস্কৃত হয়েছেন কাশীনাথ বসাক। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে শেখ কামাল জাতীয় পুরস্কার বিজয়ীদের হাতে এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ তুলে দেন। বীর মুক্তিযোদ্ধা এবং আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘শেখ কামাল আমাদের জন্য যে নীতি আদর্শ, কর্মপন্থা ও দিকনির্দেশনা রেখে গেছেন তা থেকে আমাদের যুবসমাজ অনুপ্রেরণা পাবে। তাদের চলার পথে তার আদর্শকে সামনে রেখে, তা অনুসরণ করে নিজেদের গড়ে তুলবে।’
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঞ্চালনায় শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ এবং স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাকালীন সদস্য কাজী হাবলু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যের পর শেখ কামালের জীবনী নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র ‘এক আলোর পথযাত্রী শেখ কামাল’ প্রদর্শিত হয়। এরপর ক্যাপ্টেন শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী হাবলু ও বর্ষীয়ান ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ।