উইন্ডিজে মিঠুনের প্রতিরোধ
| ৬ আগস্ট, ২০২২ ০০:০০
ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিকের পার্থক্য বুঝলেন ক্রিকেটাররা। ‘এ’ দলের উইন্ডিজ সফর আন্তর্জাতিক সিরিজ না হলেও এর স্বাদ পুরোপুরি আছে। তাতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সেরারা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ৪৩ ওভারে ১৩৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৯১ রানে ৬ উইকেট হারানোর পর দলের হার ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দিন শেষে ৭৯ বলে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। মিঠুনের লড়াইটা চলছে স্পিনার নাঈম হাসানকে নিয়ে। এ জুটির ৪৪ রান না হলেও আরও বিপদে পড়তে হতো বাংলাদেশকে। নাঈম ৪৫ বলে ২৩ রান করে অপরাজিত আছেন। উপরের দিকে কেবল সাইফ হাসান ৪ চারে ২০ রান করেছেন। বাকি ব্যাটাররা সবাই ব্যর্থ।
শুরুটা খুব বাজে ছিল বাংলাদেশ ‘এ’ দলের। জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৩ বল খেলে করেছেন ০ রান। সাদমান ইসলাম ৪৬ বল খেলে করেছেন মাত্র ১৭ রান। অনিক হতাশ করেছেন। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো ফজলে রাব্বি ৭ বলে ১ রান করেছেন। উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান ৭ রান করে ফেরেন। এ ছাড়া এই ম্যাচে কিপিংয়ের দায়িত্ব পাওয়া জাকের আলি ৩২ বল খেলে উইকেটে টিকে গেলেও করেছেন মাত্র ৩ রান। সেখান থেকে দিনের বাকি অংশে আর বিপদ ঘটতে দেননি মিঠুন ও নাইম।
শেয়ার করুন
| ৬ আগস্ট, ২০২২ ০০:০০

ঘরোয়া ক্রিকেট ও আন্তর্জাতিকের পার্থক্য বুঝলেন ক্রিকেটাররা। ‘এ’ দলের উইন্ডিজ সফর আন্তর্জাতিক সিরিজ না হলেও এর স্বাদ পুরোপুরি আছে। তাতে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দ্বিতীয় সেরারা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ। উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ‘এ’ দল। সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন ৪৩ ওভারে ১৩৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৯১ রানে ৬ উইকেট হারানোর পর দলের হার ধরেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দিন শেষে ৭৯ বলে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। মিঠুনের লড়াইটা চলছে স্পিনার নাঈম হাসানকে নিয়ে। এ জুটির ৪৪ রান না হলেও আরও বিপদে পড়তে হতো বাংলাদেশকে। নাঈম ৪৫ বলে ২৩ রান করে অপরাজিত আছেন। উপরের দিকে কেবল সাইফ হাসান ৪ চারে ২০ রান করেছেন। বাকি ব্যাটাররা সবাই ব্যর্থ।
শুরুটা খুব বাজে ছিল বাংলাদেশ ‘এ’ দলের। জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয় মাত্র ১৩ বল খেলে করেছেন ০ রান। সাদমান ইসলাম ৪৬ বল খেলে করেছেন মাত্র ১৭ রান। অনিক হতাশ করেছেন। ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছোটানো ফজলে রাব্বি ৭ বলে ১ রান করেছেন। উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান ৭ রান করে ফেরেন। এ ছাড়া এই ম্যাচে কিপিংয়ের দায়িত্ব পাওয়া জাকের আলি ৩২ বল খেলে উইকেটে টিকে গেলেও করেছেন মাত্র ৩ রান। সেখান থেকে দিনের বাকি অংশে আর বিপদ ঘটতে দেননি মিঠুন ও নাইম।