মেসিকে হারানোর বর্ষপূর্তিতে লেভাকে বরণ
ক্রীড়া ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
২০২১ সালের ৫ আগস্ট, হঠাৎ একটি খবরে বিস্মিত ফুটবল দুনিয়া। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। বছরের এই দিনেই মেসিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। কাতালান দলটির সেরা রতœকে বিদায় বলার বর্ষপূর্তি ছিল গতকাল। মেসির অভাব ঘোচাতে এই মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমানো পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভাসডফস্কিকে গতকাল আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে কাতালান ক্লাবটি।
আর্থিক সংকট এবং লা লিগার নিয়মের কারণে গত বছর লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। মেসি এখন পিএসজিতে। মেসির বিদায়ের পর তার অভাব ভালোভাবেই টের পায় বার্সেলোনা। ২০২১-২২ মৌসুম শিরোপা ছাড়াই কাটে ক্লাবটির। এই মৌসুমে লেভাকে দলে ভেড়ায় ক্লাবটি। যদিও এরই মধ্যে দলের হয়ে প্রাক-প্রস্তুতি ম্যাচে অংশও নিয়েছেন তিনি।
শেয়ার করুন
ক্রীড়া ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

২০২১ সালের ৫ আগস্ট, হঠাৎ একটি খবরে বিস্মিত ফুটবল দুনিয়া। লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ছেন। বছরের এই দিনেই মেসিকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। কাতালান দলটির সেরা রতœকে বিদায় বলার বর্ষপূর্তি ছিল গতকাল। মেসির অভাব ঘোচাতে এই মৌসুমে বার্সেলোনায় পাড়ি জমানো পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভাসডফস্কিকে গতকাল আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে কাতালান ক্লাবটি।
আর্থিক সংকট এবং লা লিগার নিয়মের কারণে গত বছর লিওনেল মেসিকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। মেসি এখন পিএসজিতে। মেসির বিদায়ের পর তার অভাব ভালোভাবেই টের পায় বার্সেলোনা। ২০২১-২২ মৌসুম শিরোপা ছাড়াই কাটে ক্লাবটির। এই মৌসুমে লেভাকে দলে ভেড়ায় ক্লাবটি। যদিও এরই মধ্যে দলের হয়ে প্রাক-প্রস্তুতি ম্যাচে অংশও নিয়েছেন তিনি।
শেয়ার করুন