
দুটি পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে প্রথম কোয়ার্টারেই ২-০ লিড নিয়ে নেয় ওয়ালটন ঢাকা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই হয় আরেক গোল। এরপর ম্যাচে ফেরা বড্ড কঠিন ছিল। তারপরও শেষ দুই কোয়ার্টারে মরিয়া চেষ্টা চালিয়েছিল রূপায়ণ সিটি কুমিল্লা। তবে পিসির অনেকগুলো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়ে ৪-৩ গোলের তেতো স্বাদ নিতে হয়েছে তাদের। ম্যাচে ৯টা পিসির সুযোগ পেয়েছিল রূপায়ণ সিটি কুমিল্লা। যার মাত্র একটি কাজে লাগাতে পারে তারা। বিপরীতে ওয়ালটন ঢাকা ছয় পিসির তিনটি কাজে লাগিয়ে ম্যাচে গড়ে দেয় ব্যবধান। যা তাদের দ্বিতীয় ম্যাচে দেয় জয়ের স্বাদ।
আগের ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের বিপক্ষে সাতটি পিসির সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন ওয়ালটন ঢাকার অধিনায়ক আশরাফুল ইসলাম। অথচ কাল প্রথম দুই প্রচেষ্টাই কাজে লাগান এই পিসি স্টেশালিস্ট। সপ্তম মিনিটে পিছিয়ে যায় রূপায়ণ সিটি কুমিল্লা। ঢাকার ভারতীয় তারকা এসভি সুনিলের পুশ, আবেদ উদ্দিন থামিয়ে দিলে নিখুঁত হিটে লক্ষ্যভেদ করেন আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে মালয়েশিয়ান আজরি বিন হাসানের পুশ আবেদ উদ্দিন থামানোর পর আশরাফুলের স্টিক খুঁজে নেয় পোস্ট। ২০ মিনিটে রকিবুল হাসান রকির আড়াআড়ি পাসে স্টিক ছুঁইয়ে ৩-০ করেন ঢাকার ইন্দোনেশিয়ান ফরোয়ার্ড আলফান্দি আলি সুরিয়া। এই গোলে অবশ্য অবদান আছে রূপায়ণ সিটি কুমিল্লার ডিফেন্ডারদেরও। তিন মিনিট বাদে অবশ্য ব্যবধান কমায় পিসি থেকে গোল করে। মিলন হোসেনের পুশ, সারোয়ার হোসেন থামালে অধিনায়ক সোহানুর রহমান সবুজ দলের দ্বিতীয় পিসিতে গোল করেন। পরের মিনিটেই গোলের সুযোগ ছিল। তবে ওয়ালটন ডিফেন্ডার শফিউল আলম শিশির গোললাইন থেকে রুখে দেন পুস্কর ক্ষিসা মিমোর ফ্লিক। ২৫ মিনিটে আবারও পিসির সুযোগ কাজে লাগিয়ে সুরিয়া ঢাকাকে আরও এগিয়ে নেন। সুনিলের পুশ আবেদ থামালে আশরাফুলের ড্রাগ অ্যান্ড ফ্লিকে শেষ মুহূর্তে স্টিক ছুঁইয়ে দিক পরিবর্তন করে জালে পাঠান ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড। ২৮ মিনিটে পিসির দুটি সুযোগ হাতছাড়া করেন সবুজ। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে ঢাকার কিপার আবু সাঈদ নিপ্পন অসাধারণ ক্ষিপ্রতায় মিলনকে গোল করতে দেননি। তৃতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ চালায় রূপায়ণ সিটি কুমিল্লা। ৩২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৪-২-এ নামিয়ে আনেন কোরিয়ান কিম সুং ইয়ব। ৩৯ মিনিটে কিম সুং ইয়ব দলের অষ্টম পিসি থেকে ব্যবধান ৪-৩ করেন। মিলনের পুশ প্রদীপ মোর থামালে নিখুঁত ড্রাগ অ্যান্ড ফ্লিকে গোল করেন কোরিয়ান ফরোয়ার্ড। শেষ কোয়ার্টারেও আক্রমণে এগিয়ে ছিল রূপায়ণ। তবে ডিফেন্ডার ও কিপারের কৃতিত্বে ম্যাচটা থেকে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ওয়ালটন ঢাকা। মোনার্ক পদ্মাকে হারিয়ে হকি চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা রূপায়ণ সিটি কুমিল্লাকে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হলো। আগামীকাল তাদের তৃতীয় ম্যাচ মোনার্ক পদ্মার বিপক্ষে। এই ম্যাচ দিয়ে তারা চাইবে জয়ে ফিরতে।
প্রতিবেশীর উপকার করাটাই তো প্রতিবেশীর কর্তব্য। তাসমান সাগরের ওপারের ‘বড়’ প্রতিবেশী অস্ট্রেলিয়ার দারুণ একটা উপকারই করতে পারে নিউজিল্যান্ড, আজ ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে। ব্রিসবেনে আজ হেরে গেলেই আসর থেকে ছুটির ঘণ্টা বেজে যাবে ইংল্যান্ডের। তাতে করে নিউজিল্যান্ড তো সেমিফাইনালে যাবেই, পথের কাঁটা দূর হবে অস্ট্রেলিয়ারও। জিতলে টিকে থাকবে ইংল্যান্ডের আশা, সমীকরণে থাকবে অস্ট্রেলিয়াও।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড গত বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। ড্যারিল মিচেলের দারুণ ব্যাটিংয়ে কিউইরা ম্যাচটা জিতে উঠেছিল ফাইনালে। এবারেও দুটো দলে কমবেশি সেই ক্রিকেটাররাই আছেন। ইংল্যান্ডের নেতৃত্বে বদল এলেও নিউজিল্যান্ডে কেন উইলিয়ামসনই অধিনায়ক। এবং এই মুহূর্তে দলের ব্যাটিং অর্ডারে সবচেয়ে ‘দুর্বল’ জায়গাটা কিউই অধিনায়কের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ২৩ আর শ্রীলঙ্কার বিপক্ষে ১৩ বলে ৮ রান করেছেন শুধু। একই রকম অবস্থা ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারেরও। আইপিএলে মনে হচ্ছিল প্রায় বলে বলে ছয় মারতে পারেন বাটলার। সেই তিনি বিশ্বকাপে এসে আফগানদের বিপক্ষে ১৮ আর আইরিশদের বিপক্ষে শূন্য।
দুটো ম্যাচ হয়ে গেছে, এখনো ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিও নেই। অন্যদিকে নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস করেছেন শতরান, প্রথম ম্যাচে ডেভন কনওয়েও গিয়েছিলেন খুব কাছাকাছি (৯২*)।
সব মিলিয়ে এই মুহূর্তে এগিয়ে আছে নিউজিল্যান্ডই। ইংল্যান্ডের টি-২০ দলটা যদিও রোমাঞ্চকর সব ক্রিকেটারে ঠাসা, বিশ্বকাপে এসে ঠিক নিজেদের খুঁজে পাচ্ছেন না তারা। ইংল্যান্ডের সহকারী কোচ পল কলিংউড সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘ইতিহাস বলে যে নিউজিল্যান্ডের সঙ্গে আমাদের হাড্ডাহাড্ডি লড়াই হয়। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা না হওয়াতে যেটা হয়েছে, বোলাররা সতেজ আছে। ব্যাটসম্যানরা নেটে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এই মাঠেই আমরা পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম।’
বেন স্টোকসের দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠায় কলিংউডের উত্তর, ‘চাপের মুহূর্তে যে একটা মানুষকে আমি দলে চাইব সে হলো বেন স্টোকস। সে শুধু ম্যাচ জেতানো ইনিংসই খেলে না, চাপের মুখে ম্যাচ জেতানো ইনিংস খেলে। সংকটের মুহূর্তে বেন স্টোকসকে দেখলে আশা দেখা যায়, সে শুধু ব্যাট হাতেই না বল হাতেও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এমন মুহূর্তের জন্য বেনকে লাগবেই।’
ব্রিসবেনের মাঠেই বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচটি হয়েছিল। সেটি দেখেছেন কি না বা শন উইলিয়ামসের কথায় স্পিন বোলারদের সুবিধার বিষয়টি জানেন কি না এমন প্রশ্নে কলিংউডের উত্তর, ‘না দেখিনি। দেখতে হবে কন্ডিশন কেমন, আমরা আসলে আগে থেকেই কোনো কিছু ভেবে রাখতে চাই না আর এখন পর্যন্ত বল যে খুব ঘুরছে এমনটাও দেখিনি। বরং বলের মুভমেন্টে, সিম আর সুইংয়েই যা হচ্ছে দেখছি।’
নিউজিল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন লকি ফার্গুসন। এই পেসার বলে দিলেন এই মুহূর্তে বিশ্বের সেরা পেস বোলিং কিউইদেরই, ‘টিম (সাউদি) আর ট্রেন্ট বোল্ট দুর্দান্ত বল করছে। যেখানে বল সুইং করে, সেসব জায়গায় ওদের চেয়ে ভালো কেউ আছে বলে তো মনে হয় না। অন্তত আমার কাছে। ওদের সঙ্গে খেলাটাই খুব দারুণ অভিজ্ঞতা।’
ইংল্যান্ডের ব্যাটিংটা বিশ্বকাপে এখনো জ্বলে না উঠলেও বারুদ কম নয় তাদের। লকি অবশ্য মনে করেন, ওসবে ভয় পেয়ে কাজ নেই কারণ টি-টোয়েন্টিতে সব দলেরই এরকম কিছু না কিছু আছে, ‘টি-২০ খেলার ধরনটাই এমন যে প্রতিটা দলেই শুরুতে ওরকম কিছু বিস্ফোরক ব্যাটসম্যান থাকে। ইংল্যান্ডও ব্যতিক্রম নয়, নিঃসন্দেহে তারা ব্যাটিং শক্তিতে ওপরের দিকেই আছে আর ওদের ব্যাটিং লাইন-আপটাও লম্বা। ঠান্ডা মাথায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাটাই আমাদের লক্ষ্য।’ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত, এমন অবস্থায় লকির ভাবনা, ‘বড় ম্যাচ আমাদের জন্য। একটা করে ম্যাচ নিয়েই ভাবছি। কাল (আজ) জিতলেই পরের ধাপে যেতে পারব যখন যাওয়ার সময় হবে।’
ব্রিসবেনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিও আছে। উত্তেজনার বারুদঠাসা এই ম্যাচটায় না আবার প্রকৃতি জল ঢেলে দেয়!
নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়লেন লরকান টাকার। আয়ারল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়ান ডাউনে নেমে অপরাজিত ছিলেন ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলে। কিন্তু অন্যপাশে পাননি কোনো সতীর্থকে। তাই তো অস্ট্রেলিয়ার কাছে ৪২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আইরিশদের। চার ম্যাচে দুই জয়ে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে গেল সেমিফাইনালের পথে, যদিও এখনো বাকি আছে অনেক হিসাব। এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে অস্ট্রেলিয়া, সমান পয়েন্ট নিউজিল্যান্ডেরও, তবে এক ম্যাচ কম খেলে।
ব্রিসবেনে টস জিতে বোলিং নিয়েছিল আয়ারল্যান্ড। শুরুতেই ডেভিড ওয়ার্নারকে মাত্র ৩ রানে ফিরিয়ে দিয়ে দলে স্বস্তি এনে দেন ব্যারি ম্যাকার্থি। ওয়ান ডাউনে নামা মিচেল মার্শ বেশ দ্রুত রান তুললেও আউট হয়ে যান অল্পতেই, ২২ বলে ২৮ রান করে। গ্লেন ম্যাক্সওয়েলও আভাস দিলেও পারেননি ঝড় তুলতে, ৯ বলে ১৩ রানেই শেষ তার ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ইনিংস খেলা মার্কাস স্টয়নিসই ভরসা দিলেন, ২৫ বলে ৩৫ রান করে। ওদিকে একপ্রান্ত আগলে অধিনায়ক অ্যারন ফিঞ্চ খেলেছেন ৪৪ বলে ৬৩ রানের ইনিংস। আগের ম্যাচে নিজের ব্যাটিং নিয়ে নিজেই বিরক্তি প্রকাশ করেছিলেন অজি অধিনায়ক, কাল হাফসেঞ্চুরিতে রানখরা কাটলেও ব্যাটিং নিয়ে আত্মতৃপ্তি পাবেন কমন। হাফসেঞ্চুরি করতে লেগেছে তার ৩৮ বল। তখন পর্যন্ত ৪ বাউন্ডারির সঙ্গে ২ ছক্কা মারা ফিঞ্চ পৌঁছেছেন ৩৮ বলে, ৪ বাউন্ডারি আর ২ ছক্কায়। পরে ৬ বলে আরও একটি বাউন্ডারি ও ছক্কা মেরেছেন। সবার সম্মিলিত প্রয়াসেই ৫ উইকেটে ১৭৯ রান করে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের ম্যাকার্থি নিয়েছেন ৩ উইকেট।
১৮০ রান তাড়ায় ৩.২ ওভারের মধ্যে বালবার্নি, স্টার্লিং, টেক্টর, ক্যাম্ফার ও ডকরেলকে হারিয়ে বসে আইরিশরা। রান তখন মাত্র ২৫। এর মধ্যে দুই উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল। এরপর টাকার একপ্রান্তে একাই লড়ে গেলেও অন্যপ্রান্তে সঙ্গী বদল হয়েছে নিয়মিত। শেষ পর্যন্ত ১৮.১ ওভারে ১৩৭ রানেই অলআউট আয়ারল্যান্ড। ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৮ বলে ৭১ রান করলেও হাসতে পারেননি টাকার। হেসেছেন অ্যারন ফিঞ্চ এই বিশ্বকাপে প্রথমবার ম্যাচসেরা হয়ে।
শ্রীলঙ্কার অর্থনৈতিক দৈন্যদশার ছাপ পড়েছিল এশিয়া কাপে। সেটা উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে। ব্যাটিং ধসের পর ৮ উইকেটের হার। যদিও পরের ম্যাচে বাংলাদেশকে হারিয়েই ঘুরে দাঁড়িয়েছিল দলটি। তারপর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে তারা। কিন্তু ২৭ আগস্টের সেই হারের ক্ষত কি সহজে শুকিয়েছে দাসুন শানাকাদের! সেই দৈন্যদশার ছাপ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে নামিবিয়ার সঙ্গেও দেখা গেছে। এরপর সেখান থেকেও ঘুরে দাঁড়িয়ে সেই রশিদ খানদের বিপক্ষে ফের নামতে যাচ্ছেন এশিয়া জয়ীরা।
ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলাটি। এই মাঠের অতীত পরিসংখ্যান বলছে, ব্যাটাররা এখানে বেশি কাবু হয়েছেন অফস্পিনারদের কাছে। আর সবচেয়ে বেশি খরুচে পেসাররা। বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরুর আগ পর্যন্ত গ্যাবায় পেসারদের ইকোনমি ৮.৬৫। লেগ স্পিনাররা যেখানে বল করেছেন ৭.১১ ইকোনমিতে। তবে অফস্পিনারদের ইকোনমি সবচেয়ে ভালো, ৬.৬৮।
তবে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে পেসার-স্পিনাররা সেই পরিসংখ্যানে গরমিল করে দিয়েছেন। গ্যাবাতে তাসকিন ওভারপ্রতি রান খরচ করেছেন ৪.৭৫। আর মোস্তাফিজ দিয়েছেন ৩.৭৫ রান করে। কেবল হাসান মাহমুদ ওভারপ্রতি ৯ রান দিয়ে মাঠে পেসারদের স্বাভাবিকতা বজায় রাখেন। আর টাইগার ফিঙ্গার স্পিনার সাকিব ও মোসাদ্দেক দুজনেই ওভারপ্রতি ৮.৫০ রান করে দিয়ে তালগোল পাকিয়েছেন।
টাইগাররা পরিসংখ্যানের হিসাব পাল্টে দিলেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আয়ারল্যান্ড ঠিকই ধারাবাহিকতা বজায় রেখেছেন কাল এখানে। গতকাল মার্ক অ্যাডায়ার ৪ ওভারে ৫৯ রান দিয়েছেন। আইরিশ লেগ স্পিনার গেরাথ ডেলেনি ওভারপ্রতি প্রায় ১০ রান করে খরচ করেছেন। বিপরীতে অফস্পিনার জর্জ ডকরেল কোনো উইকেট না পেলেও ওভারে মাত্র ৬ রান করে খরচ করেছেন।
স্পিননির্ভর আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা ম্যাচেও এমনটি থাকাটাই স্বাভাবিক। রশিদ খান কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গা রান খরচ করলেও উইকেট নিয়ে দলকে ব্রেক থ্রো এনে দিতে পারেন। অন্যদিকে মুজিব-উর রহমান ও মোহাম্মদ নবীদের আঁটসাঁট বোলিংয়ে চাপে থাকতে পারেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কারা। অন্যদিকে হজরতউল্লাহ জাজাই ও ইব্রাহিম জাদরানরাও কাবু হতে পারেন মহেশ থিকশানাদের কাছে। চারিথ আসালঙ্কাও হয়ে উঠতে পারেন তার যোগ্য সঙ্গী। তবে অস্বাভাবিক কিছু না হলে উভয় দলের ব্যাটাররাই স্ব-মহিমায় জ্বলে উঠতে পারেন পেসারদের পেলে।
এটা তো গেল মাঠের পরিসংখ্যানের কথা। তবে সুপার টুয়েলভের পয়েন্ট টেবিলের পরিসংখ্যানের তলানিতে রয়েছে দুই দল। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে ম্যাচটি তাই অনেক গুরুত্বপূর্ণ। কাসুন রাজিথা যেমন বললেন কাল, ‘আমরা জানি এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খেলা। মাঠে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। এই ম্যাচটি জিততে হবে। আমরা জানি যে, আমরা আমাদের দেশ ও দলের জন্য সেরাটা উজাড় করে দিতে নামব।’
অনেক সম্ভাবনা নিয়ে টুর্নামেন্টে আসা আফগানিস্তান দুই ম্যাচ হার, আর একটি পরিত্যক্ত ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে একেবারে নিচে। তাদের জন্য শেষ আশায় পানি ঢেলে দিতে পারে বৃষ্টি। ইংলিশ কোচ জোনাথন ট্রটের আশা ম্যাচটা হবে, ‘আশা করি আমরা ম্যাচটা খেলতে পারব। জয়ের লক্ষ্য নিয়ে নেমে আমরা আরও দুই পয়েন্ট যোগ করতে পারব বলে আত্মবিশ্বাস রয়েছে আমাদের।’
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেভানডফস্কি। যে ধারায় আগের মৌসুমগুলো খেলেছিলেন, সে ধারায় খেলতে পারলে হয়তো এবার সেঞ্চুরিও পূরণ হয়ে যেত তার। কিন্তু বার্সেলোনায় যোগ দেওয়ার পর সব গেল বদলে। খেলতে হবে কি-না ইউরোপা লিগে। তাতে আর কীভাবে সুখে থাকেন এ পোলিশ তারকা?
বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারায় অসুখী হলেও প্রথম মৌসুম সহজ হবে না এমন ধারণা আগেই ছিল লেভার। লা ভ্যানগার্দিয়ার সঙ্গে আলাপকালে বলেছেন, ‘অবশ্যই আমি খুশি নই। বার্সেলোনার শেষ ষোলোতে থাকা উচিত ছিল। কিন্তু বার্সেলোনা আসার আগে আমি আগে থেকেই জানতাম যে প্রথম মৌসুমে অবশ্যই যেমনটা হওয়ার কথা তারচেয়ে বেশি কঠিন হতে পারে।’
‘আমরা পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি যা সময় নেয়, আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে। আমি নিশ্চিত যে এই বিপত্তিগুলো আমাদের দল হিসেবে গড়ে তুলবে এবং পরের মৌসুমে সবকিছু ভিন্ন হবে। আমরা বিকশিত হচ্ছি। এখানে এসে প্রথম মৌসুমে সবকিছু ঠিকঠাক হবে এমনটা আমি আশা করিনি। আমি এমন একটি প্রক্রিয়াতে জোর দিয়েছি যার জন্য সময় এবং ধৈর্যের প্রয়োজন’ যোগ করেন লেভানডফস্কি।
এর আগে সবশেষ ২০১০-১১ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ইউরোপা লিগে খেলেছিলেন লেভানডফস্কি। সে মৌসুমে আট ম্যাচ খেলে গোল দিয়েছিলেন মাত্র একটি। এরপর গত এক যুগে খেলতে হয়নি এ লিগে। চ্যাম্পিয়নস লিগে নিয়মিত জাদুকরী ছন্দের ধারা রেখে এখন পর্যন্ত গোল করেছেন ৯১টি।
আজ ও কাল চ্যাম্পিয়নস লিগে গ্রুপ সেরা-রানার্সআপ নির্ধারণের খেলা। বার্সেলোনা খেললেও সেই লড়াইয়ে নেই। গত রাউন্ডে ইন্তার মিলানের জয়ে বিদায় নিয়েছে তারা। নিজেরাও হেরেছে বায়ার্ন মিউনিখের কাছে। আজ তাদের খেলা ভিক্টোরিয়া প্লাজেনের সঙ্গে।
মার্শেইয়ের মাঠে খেলবে টটেনহাম। পাঁচ ম্যাচে ৮ পয়েন্টে শীর্ষে আছে স্পার্সরা। মার্শেই ছয় পয়েন্টে চারে। গ্রুপের অপর ম্যাচ স্পোর্টিং সিপি ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের। স্পোর্টিং আতিথেয়তা দেবে ফ্রাঙ্কফুর্টকে। দুই দলেরই পয়েন্ট সমান ৭। দুইয়ে স্পোর্টিং, তিনে ফ্রাঙ্কফুর্ট।
টটেনহাম-মার্শেই ম্যাচে যে দল জিতবে তার শীর্ষ দুইয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত। একই ভাবে সিপি-স্পোর্টিং ম্যাচের জয়ী দলেরও শেষ ষোলো নিশ্চিত হবে। টটেনহাম ম্যাচ ড্র হলেও পরের রাউন্ডে যাবে হ্যারি কেইনের দল। কিন্তু যদি টটেনহাম হারে এবং স্পোর্টিং-ফ্রাঙ্কফুর্ট ম্যাচ ড্র হয়, তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৮। সে ক্ষেত্রেও পরের রাউন্ডে যাবে টটেনহামই। মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে আন্তনিও কন্তের দল। আগের দেখায় মার্শেইকে ২-০ গোলে হারিয়েছে টটেনহাম।
সি গ্রুপের চার দলের অবস্থান নিশ্চিত হয়েছে আগেই। আজকের ম্যাচের ফলাফল তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। শীর্ষ থাকা বায়ার্ন আতিথেয়তা দেবে দ্বিতীয় স্থানে থাকা ইন্তার মিলানকে। আর বার্সেলোনা খেলতে যাবে প্লাজেনের মাঠে।
এ গ্রুপের শীর্ষ দুই দল নাপোলি ও লিভারপুলের ম্যাচ আজ অ্যানফিল্ডে। দুটি দলই নিশ্চিত করেছে পরের রাউন্ড। অসাধারণ কিছু না হলে নাপোলির শীর্ষস্থান এবং লিভারপুলের দ্বিতীয় স্থানও নিশ্চিত। আজ লিভারপুল জিতলে সমান ১৫ করে পয়েন্ট হবে নাপোলি আর অলরেডদের। তবে আগের দেখায় নাপোলি লিভারপুলকে হারিয়েছে ৪-১ গোলে।
বি গ্রুপ থেকে ক্লাব ব্রুজ ও পোর্তোর পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত। আজ ব্রুজ খেলবে লেভারকুসেনের বিপক্ষে, পোর্তোর ম্যাচ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। লেভারকুসেন যদি জেতে এবং আতলেতিকো হারে তবে ইউরোপা লিগ পজিশন থেকে ছিটকে যাবে ডিয়েগো সিমিওনের আতলেতিকো। এই গ্রুপের পয়েন্ট টেবিল এমন– ব্রুজ (১০), পোর্তো (৯), আতলেতিকো (৫) এবং লেভারকুসেন (৪)।
রবিবার পার্থে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে ধসে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ব্যর্থ হন কোহলিও, আউট হয়ে যান মাত্র ১২ রানে। পরবর্তীতে সীমানার কাছে হাতে জমাতে পারেননি সহজ ক্যাচ। তার হতাশার ম্যাচে ৫ উইকেটে হারের তেতো স্বাদ পেতে হয় দলকে। এর কয়েক ঘণ্টা পর কোহলি জানতে পারেন, ভারত দল যে হোটেলে উঠেছে, সেখানেই ঘটেছে অবৈধ অনুপ্রবেশের ঘটনা। সেটা আবার তার রুমেই!
শুধু রুমে প্রবেশ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, পুরো রুমের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দিয়েছে। সেটা নজর এড়ায়নি কোহলিরও। সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে নিজের স্বীকৃত অ্যাকাউন্টে তা প্রকাশ করে ক্ষোভ ঝেড়েছেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে শঙ্কায় থাকার কথাও জানিয়েছেন তিনি। ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখলে খুবই আনন্দিত ও উত্তেজিত হয়ে পড়ে এবং তাদের সঙ্গে দেখা করার জন্যও রোমাঞ্চিত থাকে। আমি সব সময়ই এটা সমর্থন করেছি। তবে এই ভিডিওটা ভয়ানক এবং এটা আমাকে আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে শঙ্কায় ফেলে দিয়েছে।’
নিজের রুমেও যদি গোপনীয়তা রক্ষা না হয়, তবে কোথায় তা পাবেন সেই প্রশ্নও রেখেছেন ভারতীয় তারকা ‘যদি আমি আমার হোটেল রুমেই ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারটি না পাই, তবে আর কোথায় আমি তা আশা করতে পারি? এমন (ভালোবাসার) বাড়াবাড়ি ও গোপনীয়তার পুরোপুরি লঙ্ঘন আমার জন্য মেনে নেওয়ার মতো নয়। দয়া করে মানুষের গোপনীয়তাকে সম্মান করুন ও তাদের বিনোদনের মাধ্যম বানাবেন না।’
কোহলির পোস্টের পরপরই সেখানে নিজেদের প্রতিক্রিয়া জানাতে থাকেন ক্রিকেট তারকারা। তার স্ত্রী আনুশকা শর্মাও প্রকাশ করেছেন অসন্তোষ। তিনি মন্তব্য করেছেন ‘আপনার বেডরুমেও যদি এটা ঘটে, তবে সীমা থাকল কোথায়?’ অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার লিখেছেন ‘এটা অসহ্য, একেবারেই মেনে নেওয়ার মতো নয়।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ ও হোটেলে ঘটা এই অনাকাক্সিক্ষত ঘটনা বাদ দিলে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ সময় কাটছে কোহলির। তিন ম্যাচে করেছেন ১৫৬ রান। তার ৫৩ বলে ৮২ রানের অপরাজিত ইনিংসেই নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভারত।
নিজের বিদায়ী ম্যাচ বলেই কিনা জ্বলে উঠলেন সার্জিও রামোস। শুরুতেই পেয়ে যান গোলের দেখা। কিলিয়ান এমবাপ্পে আছেন তার আগের মতোই। তিনিও ডাবল লিড এনে দেন। তবে বিদায়ী ম্যাচে নিষ্প্রভ রইলেন লিওনেল মেসি। তাতেই কিনা শুরুতেই এগিয়ে যাওয়া ম্যাচটি হার দিয়ে শেষ করেছে পিএসজি।
লিগ ওয়ানের শেষ ম্যাচে ক্লেরমো ফুতের সঙ্গে ৩-২ গোলে হেরে গেছে প্যারিসিয়ানরা। তাতে রাঙানোর বদলে বিষাদভরা বিদায় হলো মেসি-রামোসদের।
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি মৌসুমে নিজেদের এই শেষ ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল। হুগো একিতেকে ও আশরাফ হাকিমিকে ফেরান কোচ ক্রিস্তফ গালতিয়ের।
শুরুতে গুছিয়ে উঠতে সময় লেগেছে পিএসজির। প্রথম ১০ মিনিটের পর ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে ২১ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েছিল ২-০ গোলে। রামোস ১৬ মিনিটে হেড থেকে এবং তার ৫ মিনিট পর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করেন।
২-০ গোলে পিছিয়ে পড়ে ক্লেরম ফুতের পাল্টা লড়াই শুরু করতে সময় নিয়েছে মাত্র ৩ মিনিট। ২৪ মিনিটে গোল করেন ক্লেরমঁর গাস্তিয়েন। এর প্রায় ১২ মিনিট পরই পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন ক্লেরমঁ স্ট্রাইকার কেয়ি। পরে অবশ্য ৬৩ মিনিটে তাঁর গোলেই জিতেছে ক্লেরমঁ। প্রথমার্ধের যোগ করা সময়ে ক্লেরমঁর হয়ে সমতাসূচক গোলটি জেফানের।
বিরতির পর গোলের দারুণ একটি সুযোগ নষ্ট করেন মেসি। ৫৪ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে এমবাপ্পে ঢুকে পড়েন ক্লেরমঁর বিপদসীমায়। তাঁর ক্রস পেয়ে যান ডান প্রান্ত দিয়ে দৌড় বক্সে ঢোকা মেসি। সামনে গোলকিপার একা, কিন্তু মেসি অবিশ্বাস্যভাবে বলটা পোস্টের ওপর দিয়ে মারেন।
সতীর্থ গোলকিপার সের্হিও রিকোর সুস্থতা কামনা করে বিশেষ জার্সি পরে মাঠে দাঁড়িয়েছিলেন মেসি-এমবাপ্পেরা। ঘোড়ায় চড়তে গিয়ে দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে রয়েছেন রিকো। ম্যাচে বিশেষ জার্সি পরে খেলেছে পিএসজি। মেসি-রামোসদের জার্সির পেছনে রিকোর নাম লেখা ছিল।
৩৮ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করল পিএসজি। ৮৪ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস। তৃতীয় মার্শেইয়ের সংগ্রহ ৭৩ পয়েন্ট। ৬৮ পয়েন্ট নিয়ে চারে ইউরোপা লিগ নিশ্চিত করা রেঁনে।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতিতে জোর করে হারানো হয়েছে।
গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এই নিয়ে ঘনিষ্ঠ অনেকের কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ভিন্ন কোনো জটিলতার সৃষ্টি হলে দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুরের যেকোনো আসন থেকে মনোনয়ন পাবেন তিনি। সে ক্ষেত্রে গাজীপুর সিটির ভোটে যে সংসদ সদস্য দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার তথ্য মিলবে তাকেই বাদ দেওয়া হবে। এ সিটি ভোটে হারের কারণ জানতে প্রধানমন্ত্রী নিজস্ব একটি সংস্থাকে নির্ভুল তথ্য দিতে নির্দেশ দিয়েছেন।
নির্বাচনকালীন সরকারে মন্ত্রীর দায়িত্বও পেতে পারেন আজমত, ওই সূত্র দাবি করে। সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে বিদ্যমান ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে সরকার। অন্যদিকে উৎপাদন পর্যায়ে তরল করা পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পেট্রোল, অকটেন ও ডিজেল আমদানিতে প্রতি লিটারে ১৩ দশমিক ৭৫ টাকা করে শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া অন্যান্য জ্বালানি জেট ফুয়েল, ফার্নেস অয়েল, লুব বেইজ অয়েল, কেরোসিনের ক্ষেত্রে প্রতি টনে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এত দিন এসব জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ ছিল।
আমদানি করা পণ্যের যথাযথ মূল্য নির্ধারণে ২০২২-২৩ অর্থবছরে পণ্যের ট্যারিফ মূল্য ও ন্যূনতম মূল্য নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপনে পেট্রোলিয়াম ও এর উপজাত দুটি হেডিংয়ের আওতায় ১২টি এইচএস কোডের বিপরীতে ট্যারিফ মূল্য এবং একটি হেডিংয়ের আওতায় একটি এইচএস কোডের বিপরীতে ন্যূনতম মূল্য বহাল আছে।
পেট্রোলিয়াম ও এর উপজাতগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত ওঠানামা করার কারণে অতি প্রয়োজনীয় এই পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ সুপারিশ করা হয়েছে।
এলপিজি সিলিন্ডারের বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডার তৈরির কাঁচামাল ইস্পাতের পাত (স্টিল শিট) ও ওয়েল্ডিংয়ের তার আমদানির করছাড় সুবিধা তুলে নেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীরা কাঁচামালে শুল্ককর ছাড় ১২ বছর ধরে ভোগ করে আসছে। তাই রাজস্ব আহরণের স্বার্থে শুধু দুটি উপকরণে ছাড় তুলে নেওয়া হয়েছে। তবে অন্যান্য করছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে।
পেট্রোলিয়াম তেল এবং বিটুমিনাস খনিজ থেকে প্রাপ্ত তেলের ওপর বিদ্যমান শুল্ক ৫ শতাংশ। নতুন বাজেট অনুযায়ী এসবের প্রতি ব্যারেলের দাম ১ হাজার ১১৭ টাকা (লিটার প্রতি ৭.০২ টাকা) হতে পারে। প্রতি টন ফার্নেস অয়েলের সুনির্দিষ্ট শুল্ক ৯ হাজার ১০৮ টাকা (লিটার প্রতি ৯.১০ টাকা) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
নানা অব্যবস্থাপনায় এগোচ্ছে না প্রাথমিক শিক্ষা। প্রায় শতভাগ শিশু ভর্তির আওতায় এসেছে অনেক আগে। এরপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের কাজ অনেকটাই আটকে আছে। খোদ সরকারি সংস্থার গবেষণায় উঠে এসেছে প্রাথমিকে চরম দুরবস্থার কথা। গবেষয়ণা প্রতিবেদন অনুযায়ী, কাক্সিক্ষত মানের চেয়ে শিশুরা অনেক পিছিয়ে আছে। কিছু শিক্ষক এবং মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু কাজ করার চেষ্টা করলেও কথায় কথায় তাদের ওপর নেমে আসছে শাস্তির খড়গ। মানের উন্নয়ন না হলেও ঠিকই অধিদপ্তরে বসে ছড়ি ঘোরাচ্ছেন কর্মকর্তারা।
প্রাথমিকের শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সম্প্রতি এই গবেষণা করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। সেখানে দেখা যায়, করোনা সংক্রমণের আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা গড়ে ইংরেজি বিষয়ে যতটা শিখত, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ফলে তা সাড়ে ১২ শতাংশ কমে গেছে। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শিখন অর্জনের হার কমেছে প্রায় সাড়ে ১৬ শতাংশ। আর তৃতীয় শ্রেণির বাংলায় কমেছে ১৫ শতাংশের মতো।
গবেষণার তথ্য বলছে, করোনার আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিতে শিখন অর্জনের গড় হার ছিল প্রায় ৪৯ শতাংশ। করোনাকালে বন্ধের প্রভাবে এই হার কমে দাঁড়িয়েছে ৩৬ শতাংশ। একই শ্রেণির বাংলাদেশ ও বিশ^পরিচয় বিষয়ে শিখন অর্জনের গড় হার ৫১ শতাংশের বেশি, যা আগে ছিল ৬৮ শতাংশের মতো। পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও বিজ্ঞানেও ক্ষতি বেড়েছে।
এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিক শিক্ষার ঘাটতি পূরণে এ ধরনের গবেষণার দরকার ছিল। আন্তর্জাতিক মানদ- বজায় রেখেই তা করা হয়েছে। আমরা এই গবেষণা প্রতিবেদন দু-এক দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। আমরা অন্তত এক বছরের জন্য রেমিডিয়াল ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি। মন্ত্রণালয় সেই অনুযায়ী পদক্ষেপ নিচ্ছে।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাথমিক শিক্ষা দিন দিন পিছিয়ে পড়লেও সেদিকে তেমন একটা নজর নেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। তারা ব্যস্ত আছে লাখ লাখ শিক্ষক এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়ন নিয়ে। কেউ কথা বললেই তার ওপর নেমে আসছে শাস্তি। ফলে শিক্ষকরাও দিন দিন তাদের আগ্রহ হারিয়ে ফেলছেন; কোনো রকমে দিন পার করছেন।
জানা যায়, প্রাথমিক শিক্ষায় উদ্ভাবনী ও অনন্য অবদানের জন্য ২০১৯ সালে সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন রাজবাড়ী জেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। একই বছর রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি শ্রেষ্ঠ সহকারী শিক্ষিক নির্বাচিত হন। সাধারণত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব শিক্ষকের হাতে পদক তুলে দেন। শিক্ষকদের পাশাপাশি সেরা শিক্ষার্থীদের পদক দেওয়া হয় একই অনুষ্ঠানে। কিন্তু করোনাকালে তাদের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষক পদক তুলে দেওয়া যায়নি। গত ১২ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে এ পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তাই অনুষ্ঠানের কয়েক দিন আগে স্বাভাবিকভাবে তারা দাবি তুলেছিলেন, দেরি হলেও প্রধানমন্ত্রীর হাত থেকে তারা পদক নেবেন; যা তাদের সারা জীবনের স্বপ্ন পূরণ করবে। কিন্তু সেটা না হওয়ায় তারা প্রতিমন্ত্রীর হাত থেকে ঠিকই পদক নেন। তবে এর ৬৮ দিনের মাথায় এই শ্রেষ্ঠ শিক্ষকদের প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবি তোলায় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই ঘটনায় জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমানকেও সাময়িক বরখাস্ত করা হয়। কারণ তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী এ পদক নিতে ১১ মার্চ ঢাকা এসেছিল। ওই শিক্ষকও প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নেওয়ার দাবিকে সমর্থন করেছিলেন। সাময়িক বরখাস্ত করা হলেও তাদের কাউকে শোকজ করা হয়নি; যা বিধিবহির্ভূত বলছেন শিক্ষকরা।
জানতে চাইলে ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ দেশ রূপান্তরকে বলেন, ‘সাময়িক বরখাস্তের পরবর্তী যে প্রক্রিয়া আছে, সেদিকেই আমরা যাব।’ এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে এসব ব্যাপারে কথা বলার জন্য গতকাল একাধিকবার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেওয়া একজন শিক্ষকের জীবনে সেরা প্রাপ্তি। এ জন্য শিক্ষকদের দাবি থাকতেই পারে, প্রত্যাশা থাকতেই পারে। তবে সবচেয়ে বড় কথা হলো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে শাস্তি দেওয়া যায় না। শিক্ষকদের যেভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি বলে আমার মনে হয়। এর প্রভাব অন্যান্য শিক্ষকের মধ্যেও পড়বে, এটাই স্বাভাবিক।’
শুধু তা-ই নয়, করোনাকালে বন্ধ থাকা প্রাথমিক শিক্ষা চালু রাখতে কিছু শিক্ষক ও মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা স্বউদ্যোগে কিছু অনলাইন প্ল্যাটফর্ম চালু করেন; যাতে অনলাইন ক্লাস, শিক্ষকদের মধ্যে আলোচনাসহ নানা কাজ করা হয়। এতে প্রতিটি ফেসবুক গ্রুপে লাখ থেকে হাজারো শিক্ষক যুক্ত হয়েছেন। এখনো সেসব গ্রুপ সক্রিয় রয়েছে। কিন্তু সেই গ্রুপগুলোকেই এখন শায়েস্তা করার হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের অজুহাত দেখিয়ে অনলাইনে যুক্ত থাকা অনেক শিক্ষক ও মাঠপর্যায়ের কর্মকর্তাকেই দেওয়া হচ্ছে কারণ দর্শানো নোটিস (শোকজ)। সরকার যেখানে শিক্ষকদের ডিজিটালি আপডেট হওয়ার কথা বলছে, সেখানে প্রায় অনেকটাই উল্টো পথে হাঁটছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
শিক্ষকরা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দীর্ঘদিন ধরে আসন গেড়ে বসেছেন কিছু কর্মকর্তা। অনেকেই ৬ থেকে ১২ বছর ধরে একই দপ্তরে চাকরি করছেন। তাদের যে দায়িত্বই থাক না কেন যত লাভজনক কাজ আছে, সেগুলোতেই তারা হাত দিচ্ছেন। যোগ্য কর্মকর্তাকে অধিদপ্তরে আনলে তাদের সরে যেতে হবে, এ জন্য তারা নানাভাবে ঊর্ধ্বতনদের ভুল বুঝিয়ে মাঠপর্যায়ে শাস্তি দিয়ে সবাইকে ভীত করে তুলছেন। এতে পিছিয়ে পড়ছে প্রাথমিক শিক্ষার মান।
প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত মার্চ-এপ্রিলে অনলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হয়। যদিও নিয়ম ছিল, অনলাইনে নির্দিষ্ট মানদন্ড পূরণ ছাড়া কেউ বদলি হতে পারবেন না। কিন্তু তা মানেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকা ও ঢাকার বাইরে নিয়ম ভেঙে কয়েক শো শিক্ষকের বদলির আদেশ জারি করা হয়। আর এই বদলি-পদায়নে বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে দাবি শিক্ষকদের; যা ভাগ-বাটোয়ারা হয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। আবার অনেক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানা শিক্ষা কর্মকর্তাদের বদলিতেও সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। কাউকে ক্ষোভের বশবর্তী হয়েও অনেক দূরে বদলি করে দেওয়া হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন।
জানা যায়, চলতি বছর থেকে প্রথম শ্রেণিতে চালু হয়েছে নতুন শিক্ষাক্রম। আর আগামী বছর থেকে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে এবং ২০২৫ সাল থেকে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হবে। কিন্তু তা পড়ানোর জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেই অধিদপ্তরের। শিক্ষকদের নামমাত্র প্রশিক্ষণেই দায়িত্ব শেষ করা হয়েছে। আসলে এই শিক্ষাক্রম শিক্ষার্থীরা কতটুকু আত্মস্থ করতে পারছে বা এ জন্য আর কী করা প্রয়োজন, সে ব্যাপারে তেমন নজর নেই।
এ ছাড়া এখনো প্রাথমিকের প্রধান শিক্ষকরা বেতন পান ১১তম গ্রেডে ও সহকারী শিক্ষকরা পান ১৩তম গ্রেডে। দুই ধরনের প্রায় চার লাখ শিক্ষকই ১০ম গ্রেডে বেতনের দাবি করে আসছেন। এ ছাড়া সহকারী থানা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারাও দীর্ঘদিন ধরে নবম গ্রেডের দাবি করছেন। আর মাঠে কাজ করা এসব শিক্ষক ও কর্মকর্তার পদোন্নতিও নেই বললেই চলে। কিন্তু এগুলো সমাধানেও তেমন কোনো উদ্যোগ নেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের; যা প্রাথমিকের মান উন্নীতের ক্ষেত্রে বড় অন্তরায় বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রবীণ শিক্ষক নেতা মো. সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘এখনো মফস্বলে বা দুর্গম অঞ্চলের অনেক স্কুলেই এক-দুজন শিক্ষক। অনেক স্কুলে শিক্ষকের পদ তিন-চার বছর ধরে শূন্য। শিক্ষক না থাকলে এর প্রভাব শিক্ষার্থীদের ওপরও পড়ে। এ ছাড়া সরকারি প্রাথমিকে সাধারণত দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আসে। তাদের একটু আলাদা যতœ নেওয়া প্রয়োজন। সেগুলোও হচ্ছে না। শিক্ষকরাও তাদের বেতন-ভাতায় সন্তুষ্ট নন। সব মিলিয়ে আমরা প্রাথমিক শিক্ষায় কাক্সিক্ষত মান অর্জন করতে পারছি না।’
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হতে পারে গাজীপুর সিটি নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী আজমত উল্লা খানকে।
গণভবনের গুরুত্বপূর্ণ একটি সূত্র দেশ রূপান্তরকে বলেন, আজমত উল্লা খানকে ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে মনোনয়ন দেওয়া হচ্ছে। ওই আসনের সংসদ সদস্য (এমপি) আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) গত ১৫ মে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করায় ওই শূন্য আসনে আজমতকে মনোনয়ন দেওয়া হতে পারে।
গাজীপুরের দ্বিধা-বিভক্ত রাজনীতি সিটি করপোরেশন নির্বাচনে দুই দফায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ভোটে পরাজিত করে রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী, দক্ষ, মেধাবী ও ভাবমূর্তি সম্পন্ন আজমত উল্লাকে বরং আরও ওপরে রাখতে চেষ্টা করছেন। দলীয় সভাপতি টের পেয়েছেন মেয়র প্রার্থী আজমত হারেননি, তাকে গাজীপুরের দলীয় রাজনীতি জোর করে হারানো হয়েছে।
গত রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লাকে তার সরকারি বাসভবন গণভবনে ডেকে পাঠান। আজমতের সঙ্গে গাজীপুরের নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্তের ব্যাপারগুলো শেখ হাসিনা জানেন এবং জানান। গণভবনে পরাজিত প্রার্থী আজমতকে বোঝান পরাজয়ের কারণ আমরাই। বিএনপি-জামায়াত তাদের প্রার্থী দেয়নি গাজীপুরের সিটি ভোটে। তারা নৌকা হারাতে ঐক্যবদ্ধ হয়েছে। সেই পরিস্থিতি সৃষ্টি করেছে জাহাঙ্গীর আলম। এর সঙ্গে দলেরও কেউ কেউ রসদ জুগিয়েছে। এতে রাজনীতি শেষ হয়ে গেছে এমন নয়।
সূত্রটি আরও জানায়, প্রধানমন্ত্রী যার ওপর ক্ষুব্ধ হন তার যেমন শাস্তি দেন তেমনি যার ওপর সন্তুষ্ট ও যিনি ধৈর্য ধারণ করেন তাকে একই সঙ্গে সব দেন। গত ১৫ বছরে বহুজন এর উদাহরণ। গাজীপুরে মেয়র পদে আজমতকে হারা বা হারানোয়, প্রধানমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তিনি আওয়ামী লীগের সাবেক নেতা জাহাঙ্গীরের ভোটকে ঘিরে যে নাটকীয় আচরণ করেছেন সে সম্পর্কে ক্ষুব্ধ হয়েছেন। গাজীপুরের আওয়ামী লীগের রাজনীতি আজমতকে নিয়ে যে খেলাধুলায় মেতেছে সে আজমতকে নিয়ে প্রধানমন্ত্রী ভাবছেন আরও ওপরে।
প্রয়াত সংসদ সদস্য নায়ক ফারুক গাজীপুরের কালিগঞ্জে জন্মগ্রহণ করেন। যদিও ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন। আজমতও টঙ্গী কালিগঞ্জের। তা ছাড়া ঢাকা লাগোয়া এই জেলার বাসিন্দা আজমত। গাজীপুরের অনেক মানুষ ওই আসনে বসবাসও করেন। এসব মিলিয়ে আজমত প্রায়োরিটি পেতে যাচ্ছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে।
আজমতের বিভিন্ন ঘনিষ্ঠজনেরা এসব তথ্য দিলেও আজমত উল্লা খান দেশ রূপান্তরকে বলেন, এসব ব্যাপারে তার কোনো কিছুই জানা নেই। চিন্তাও করেন না তিনি।
দুই দশকেরও বেশি ক্যারিয়ারে অসংখ্য নাটক-টেলিছবি নির্মাণ করেছেন শিহাব শাহীন, উপহার দিয়েছেন হিট প্রোডাকশন। নিজেকে শুধু রোমান্টিক জনরায় আটকে না রেখে কাজ করেছেন বহুমাত্রিক ঘরানায়। নিজেকে প্রমাণ করেছেন সব্যসাচী নির্মাতা হিসেবে। নিজেকে শুধু টেলিভিশনেই আটকে রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পাল্টেছেন প্লাটফর্ম এবং সেখানেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।
সর্বশেষ গেল ঈদে তুমুল সাড়া ফেলেছে তার নির্মিত স্পিন অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সাফল্যের পর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এর সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন টিমের কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য নির্মাতা ও শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন সিরিজটির সিক্যুয়াল। শুধু তাই নয়, একসঙ্গে একাধিক সিরিজ ও ফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা।
শিহাব শাহীন বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে এতটা প্রত্যাশা ছিল না কিন্তু সে সাড়া পেয়েছি তা প্রত্যাশার চেয়েও বেশি। দর্শকরাই কাজটিকে গ্রহণ করেছেন আর তাই এখন এর সিক্যুয়াল নিয়ে আসার পরিকল্পনা করছি। স্পিন অফে দেখিয়েছি অ্যালেন স্বপনের পেছনের গল্প। সিন্ডিকেটে তাকে আমরা দেখিয়েছিলাম ২০২২ সালে, সে ঢাকায় আসার পর এর মাঝের সময়টার গল্পই থাকবে সিক্যুয়ালে। যেটার সংযোগ থাকতে পারে ‘সিন্ডিকেট ২’-তে। ঈদের পরপর এটার শুট করার সম্ভাবনা রয়েছে।
এই সিক্যুয়াল ছাড়াও আরও বেশ কিছু সিরিজ ও ফিল্ম নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে বলেও জানান এ নির্মাতা। তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকির তত্ত্বাবধানে ওটিটি প্লাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ সিরিজের একটা কনটেন্ট করবো। এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। এছাড়া হইচইয়ের একটি সিরিজ ও বিঞ্জের একটি ফিল্ম করা হবে। নাম চূড়ান্ত হয়নি। তবে দুটোতেই জিয়াউল ফারুক অপূর্ব থাকার সম্ভাবনা রয়েছে।
মাঝে শোনা গিয়েছিল, আফরান নিশোকে নিয়ে ‘সিন্ডিকেট ২’ নাকি হবে না, এটা কতটুকু সত্য? এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, এটা ভূয়া তথ্য। ডিসেম্বরের শেষ দিকে ‘সিন্ডিকেট ২’ করবো তার আগে সেপ্টেম্বরে শুরু করবো ‘রসু খাঁ’।
জানা গেছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছেন শিহাব শাহীন। দেশে ফিরবেন মাসের শেষ নাগাদ এরপর কাজে নামবেন।