৩২ দলের লড়াই এসে ঠেকেছে চারে। ৬৪ ম্যাচের বিশ্বকাপের বাকি আর মাত্র দুই ম্যাচ। যে চার দল টিকে আছে, তাদের খেলা হয়ে গেছে ৫টা করে ম্যাচ। আসর সেরার লড়াইয়ের মাঠও তাই হয়ে এসেছে ছোট, এখন বাকি চার ম্যাচে লড়াইটা…