
ঢাকা প্রিমিয়ার লিগে এবার ভালো উইকেটের দারুণ সদ্ব্যবহার করছেন ব্যাটাররা। দলগুলো বড় রান পাচ্ছে, ব্যাটাররাও তৈরি করছেন ব্যক্তিগত মাইলফলক। কাল তেমনি তিন ম্যাচে তিন ব্যাটার করেছেন সেঞ্চুরি। শেখ জামাল ধানম-ির হয়ে সাইফ হাসান ১১২ বলে ১০৮। লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান রুম্মান অপরাজিত ১০৭ বলে ১১০ ও ও ব্রাদার্স ইউনিয়নের সাব্বির হোসেন ১১৮ বলে ১২৫। প্রথম দুজনের দল জিতলেও ব্রাদার্সের সাব্বিরের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরির খুশি মাটি হয়েছে দল হারায়।
আগের ম্যাচে পায়ে হালকা চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচে খেলেননি মাশরাফী বিন মোর্ত্তজা। প্রতিপক্ষ দুর্বল সিটি ক্লাব বলে ঝুঁকি নিতে চাননি। তাকে ছাড়া রূপগঞ্জের জিততে অবশ্য বেগ পেতে হয়নি। সিটি ক্লাবের করা ২৪৮ রান প্রায় ৮ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সফল তাড়া করেছে (২৫২/৩) রূপগঞ্জ। ফতুল্লায় প্রাইম ব্যাংক ৮ উইকেটে ২৬৮ রান করে ৫৮ রানে জিতেছে বোলারদের কল্যাণে। রেজাউর রহমান রাজার ৪ ও রুবেল হোসেনের ৩ উইকেটে ব্রাদার্স মাত্র ২১০ রানে গুটিয়ে যায়। দিনের সর্বোচ্চ রান হয়েছে বিকেএসপিতে। বড় ব্যবধানের জয়ও পেয়েছে তারা। শেখ জামাল ৫ উইকেটে ৩১৭ রান করে নবাগত অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২০৩ রানে হারিয়েছে। অগ্রণী মাত্র ১১৪ রানে অলআউট হয়। বিশাল ব্যবধানে জেতায় বর্তমান চ্যাম্পিয়নদের রানরেটও বেড়েছে দ্বিগুণ। ২.৯১ রান রেট নিয়ে ৪ পয়েন্টে শীর্ষে তারা। দুইয়ে থাকা রূপগঞ্জ ০.৮৩ রান রেটে ৪ পয়েন্ট পেয়েছে। সমান ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে প্রাইম ব্যাংক।
গত বছর ডিপিএলেই সবশেষ সেঞ্চুরি করেছিলেন সাব্বির রহমান। সেটা ছিল আবার ৩ বছর পর পাওয়া। সুপার লিগে ভালো করে ফিরেছিলেন জাতীয় দলেও। কিন্তু পারফরম করে জায়গা ধরে রাখতে পারেননি। দল থেকে ছিটকে গিয়ে এখন ঘরোয়া ক্রিকেটকে আবার আঁকড়ে ধরেতে হচ্ছে সাব্বিরের। ডিপিএলে সেই চেষ্টাটা বেশ ভালোভাবেই করছেন। প্রথম ম্যাচে ৪৯ রানের ইনিংস খেলে আউট হয়েছিলেন। কাল মিরপুরে সেঞ্চুরি করেই থামলেন। কোনো ভুল না করা সেঞ্চুরির ইনিংসে বেশ সাবলীল ব্যাটিং করেছেন সাব্বির। ৭৩ রানে দুই উইকেট হারানোর পর ইরফান সুক্কুরকে নিয়ে ১৫৭ রানের জুটি গড়েন। টানা দ্বিতীয় ফিফটি করে ইরফান ৭৪ বলে ৭৪ রানে আউট হলেও শেষ পর্যন্ত টিকে ছিলেন সাব্বির। সিটির হয়ে তরুণ আবদুল্লাহ আল মামুন সর্বোচ্চ ৫১ রান করেন।
ব্রাদার্সের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয়ের নায়ক বোলাররা। মাত্র ৫ ওভারে ৩ উইকেট এনে দিয়েছেন রুবেল। এরপর আর বল করেননি। তরুণ পেসার রাজা ৬.১ ওভারে নিয়েছেন ৩০ রানে ৪ উইকেট। ব্যাটিং উইকেট সর্বস্ব এবারের লিগে এটাই এখন পর্যন্ত হওয়া ৯ ম্যাচে কোনো বোলারের সেরা বোলিং ফিগার। এছাড়া অভিজ্ঞ অলক কাপালি নেন ২ উইকেট। ফতুল্লার সহজ ব্যাটিং উইকেটে তাই ২৬৯ রানের লক্ষ্য পেয়েও তা টপকাতে পারেনি ব্রাদার্স। এক সাব্বির হোসেন বাদে বড় রান করতে পারেননি কোনো ব্যাটার। আনিসুল ইসলাম ইমন ৫৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। মাত্র ৬ লিস্ট এ ম্যাচ খেলা ২৬ বছর বয়সী সাব্বিরের এটা প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরির পাশাপাশি ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরাও হয়েছেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন গত যুব বিশ্বকাপ খেলা প্রান্তিক নওরোজ নাবিল। এছাড়া দিপু ৪৩, আল-আমিন ২০ ও অলক কাপালি ২৮ রান করেন।
দিনের একপেশে ম্যাচে চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি অগ্রণী। শুরুর তিন ব্যাটারের বড় রানে বড় স্কোর পেয়ে যায় শেখ জামাল। সাব্বির রহমানের মতো প্রায় বছর খানেক পর সেঞ্চুরির দেখা পেলেন সাইফ হাসানও। জাতীয় দল থেকে বাদ পড়া এই ওপেনার সবশেষ উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন। তার ১০৮ অপর ওপেনার সৈকত আলির ৮৮ বলে ৭৮ ও তিনে নামা ফজলে রাব্বির ৫৭ বলে ৮০ রানে তিনশো ছাড়ানো স্কোর গড়ে শেখ জামাল। জবাবে বিকেএসপির উইকেট পড়তে না পারায় সাইফ হাসান ও পারভেজ রসুলদের স্পিনে কুপোকাত হয় অগ্রণী। তিন অঙ্কে পৌঁছেছেন মাত্র তিন ব্যাটার।
অনেক রেকর্ডই হলো শনিবারের সিলেটে, শুধু হলো না দুজনের সেঞ্চুরি। কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর গড়ে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে করা ৮ উইকেটে ৩৩৩ রান টপকে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে করে ৩৩৮/৮। এই ম্যাচে ওয়ানডেতে ব্যক্তিগত ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব আল হাসান। ওয়ানডে অভিষেকেই তৌহিদ হৃদয় বাংলাদেশের ব্যাটসম্যানদের ভেতর সর্বোচ্চ ইনিংস খেলেছেন। এত প্রাপ্তির ভিড়েও কাঁটার মতো খচখচ করছে দুটো ব্যক্তিগত অপ্রাপ্তি। ৯৩ রানে আউট হয়েছেন সাকিব, ৯২ রানে হৃদয়। দুজনেই পেতে পারতেন সেঞ্চুরি, এমনকি মুশফিকুর রহিমের ২৬ বলে ৪৪ রানের ইনিংসটাও হতে পারত আরও বড়। প্রায় ৯ মাস পর ওয়ানডেতে তিনশ’র বেশি রান বাংলাদেশের এই তৃপ্তির সঙ্গে মিশে আছে ব্যক্তিগত অপ্রাপ্তির আক্ষেপও।
২০১৯ সালের ১৭ জুন টনটনে উইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব। এরপর ওয়ানডেতে তিন অঙ্কের কাছাকাছি এসেছেন বার তিনেক, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছানো হয়নি একবারের জন্যও। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪০ রান তাড়ায় সাকিব শেষ পর্যন্ত ৯৬ রানে অপরাজিত থেকে যান, এর কয়েক দিন আগেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটায় সাকিব আউট হন ৭৫ রান করে। আর কাল দারুণ সম্ভাবনা জাগিয়েও সাকিব আউট হয়ে গেলেন ৯৩ রানে। ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো নব্বইয়ের ঘরে গিয়ে আউট হয়েছেন সাকিব, এর আগে তার অভিজ্ঞতা হয়েছে ৯৭ রানে আউট হওয়ার। কাল দারুণ ছন্দে ছিলেন সাকিব, হ্যারি ট্যাকটরের এক ওভারে ২২ রানও নেন ৫ বাউন্ডারি আর একটি ডাবলসে। যখন মনে হচ্ছিল শতরানটা স্রেফ সময়ের ব্যাপার তখনই ছন্দপতন। গ্রাহাম হিউমের অফ স্টাম্পের অনেক বাইরে করা ইয়র্কার বলটা একটু দ্বিধান্বিত মনেই বোধহয় খেলতে গিয়েছিলেন সাকিব। শেষ সময়ে হঠাৎ ব্যাটের ফেসটা ওপেন করলেন, বল ব্যাটে লেগে চলে যায় উইকেটরক্ষক লোরকান টাকারের হাতে। মুহূর্তেই স্তব্ধ গ্যালারি। সাকিব রিভিউও নেননি, নিজেই জানতেন বল লেগেছে ব্যাটে। তাই বিষণœ মনে ধরেছেন ড্রেসিং রুমের পথ। ১০ নম্বর ওয়ানডে শতকটা আর পাওয়া হলো না তার।
কাল ব্যাট করতে যখন নামেন সাকিব, তখন ছিলেন ৭ হাজার রান থেকে ২৪ রান দূরে। ফিরলেন শতরান থেকে ৭ রান দূরে থেকে। মাঝের সময়টা পুরোটাই যেন ‘সাকিব শো’। ব্যাটিংয়ে যেন ফিরিয়ে এনেছিলেন সেই ২০১৯ বিশ্বকাপ। ব্যাটে বাহারি সব শট। ট্রেডমার্ক কাট থেকে শুরু করে বোলারের মাথার ওপর দিয়ে ড্রাইভ, সুইপ সবই খেলেছেন সাকিব। যখন আউট হলেন তখন ইনিংসের প্রায় ১৩ ওভার বাকি। অনায়াসেই সেঞ্চুরি পেয়ে যেতেন। কিন্তু ক্ষণিকের ভুল তাকে থামিয়ে দেয় ৯৩ রানেই।
তৌহিদ হৃদয় কাল বাংলাদেশের ১৪০তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেললেন। টেস্ট অভিষেকে সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের চারজন, কিন্তু ওয়ানডেতে এই কৃতিত্ব নেই কারও। তৌহিদ হৃদয় সেই কীর্তি গড়ার মাত্র ৮ রান দূরে থাকতে আউট হয়ে যান। গ্রাহাম হিউমের সেøায়ার ইয়র্কারে বিভ্রান্ত হয়ে যান তৌহিদ, বল তার দু’পায়ের ফাঁক গলে স্টাম্পে আঘাত করে। ৮৪ বলে ৮ বাউন্ডারি আর ৪ ছক্কায় সাজানো ইনিংসটার এমন করুণ পরিণতি নষ্ট করে দিল আরেকটি অমিত সম্ভাবনাও। ওয়ানডে ইতিহাসে অভিষেকে চার নম্বরের পরে নামা কোনো ব্যাটসম্যানের শতরান নেই, কাল পাঁচে ব্যাটিংয়ে নামা হৃদয় সেই সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত আউট হয়ে যান ৯২ রানে। সাকিব আর হৃদয়ের ৫ম উইকেটে ১৩৫ রানের জুটি এই মাঠেই পঞ্চম উইকেটে সর্বোচ্চ সংগ্রহ।
রেকর্ড হলো অনেকই। হৃদয় হয়ে গেছেন অভিষেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা ক্রিকেটার। সেই সঙ্গে সর্বোচ্চ দলীয় রান, সাকিবের ৭ হাজার রানসহ অনেক কিছুই। তবুও দিনশেষে আক্ষেপ হয়ে থাকল দুজনের ইনিংসেরই ‘অপমৃত্য’।
‘হৃদয়ের গল্প...শুরু হলো এই তো’, অ্যান্ড্রু কিশোরের জনপ্রিয় একটি গানের কলির অনুকরণে বলাই যায় কথাটা। তাওহিদ হৃদয়ের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু হলো কাল। এক বছর আগে খেলা ছেড়ে দিতে চাওয়া ছেলেটাই এখন বাংলাদেশের ক্রিকেটের নতুন অধ্যায়। অথচ শুরুতে ভুয়া এক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হয়ে প্রতারণার শিকার হয়ে খেলাই ছেড়ে দেওয়ার দশা হয়েছিল তার!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবশেষ আসর দিয়ে যেন পুনর্জন্মই হয়েছে তাওহিদ হৃদয়ের। আগের আসরে নিজে খুব একটা ভালো করেননি, ফাইনালে দেখেছেন দলকে ১ রানে হেরে যেতে। তারপরই প্রতিজ্ঞা, বদলে ফেলতে হবে নিজেকে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের হাই পারফরম্যান্স দলে নেয় বিসিবি। সেখানেই সোহেল ইসলামসহ অন্য কোচদের অধীনে অনেক অনুশীলন করেছেন। ছোটবেলা থেকেই যাকে চেনেন, সেই খালেদ মাহমুদ সুজনও রেখেছেন ভরসার হাত। এবারের বিপিএলে তাই দেখা গেল এক বদলে যাওয়া হৃদয়কে। সাহসী ব্যাটিংয়ে আগ্রাসী ক্রিকেট খেলাই যার মন্ত্র। সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ এক বিপিএল কাটানোর পুরস্কার হিসেবে অভিষেক হয় টি-টোয়েন্টি দলে। সেখানেও দুটো ম্যাচে ছোট দুটো ইনিংস খেলে প্রতিভার স্বাক্ষর রাখলেও ঠিক চোখে লাগার মতো কিছু ছিল না। কাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৫ বলে ৯২ রানের ইনিংসটায় হৃদয় যেন জানান দিলেন, লম্বা সময় থাকতেই তার আসা।
কাল ম্যাচসেরার পুরস্কার জয়ের পর সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলছিলেন, কীভাবে বারবার বাধা এসেছে জীবনে, ‘আসলে সে সময় প্রতারিত হয়ে অনেক ক্ষতিই হয়েছিল আমার। বাসা থেকে খেলা চালিয়ে যেতে দিতে চাচ্ছিল না। বাবা অনেক বাধা দিয়েছে, পড়াশোনা করতে বলত তবে আমি পড়াশোনা করতে চাইতাম না বরং ক্রিকেটটাই খেলতে চাইতাম। ওই সময় আমার মা অনেক পাশে ছিলেন’। ক্রিকেটটা চালিয়ে গেলেন মায়ের প্রশ্রয়ে, একটা সময়ে অনূর্ধ্ব-১৯ দলে সুযোগও হলো। শুরুতে অধিনায়ক ছিলেন, পরে সেটা গেল আকবর আলির কাছে। বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর দেখলেন একে একে সতীর্থ অনেকেরই সুযোগ হচ্ছে জাতীয় দলে। নিজে বিপিএলে বেশ খারাপ করলেন ফরচুন বরিশালের হয়ে। তখন ভেবেছিলেন খেলাই ছেড়ে দেবেন! পরে ভাবলেন নিজেকে ভাঙতে হবে, গড়তে হবে নতুন করে। নতুন রূপেই ফিরে এলেন বিপিএলে, এরপর সবকিছুই ঘটতে থাকল সিনেমা গল্পের মতোই! বিপিএল পথ তৈরি করে দিল টি-টোয়েন্টি দলে, এরপর আইরিশদের বিপক্ষে ওয়ানডে অভিষেক। তাতে অল্পের জন্য শতরান মিস হলেও আক্ষেপ নেই হৃদয়ের, ‘আমার কোনো আক্ষেপ নেই, আমি তো আরও আগেই আউট হয়ে যেতে পারতাম। হয়তো এটাই ভাগ্যে ছিল। আমিই অভিষেকে সবচেয়ে বেশি রান করেছি (বাংলাদেশের ক্রিকেটারদের ভেতর) এটা জেনে ভালো লাগছে, তবে আমি আশা করছি সামনে যাদের অভিষেক হবে তারা আরও ভালো করবে।’
এখন আর বাবা-মায়ের কোনো অভিযোগ নেই। অভিষেকের পর বাবা-মায়ের প্রতিক্রিয়াতেই সেটা টের পেয়েছেন হৃদয়, ‘সব বাবা-মায়েরই ছেলে ভালো করলে ভালো লাগবে। তাদেরও লেগেছে। তবে আমার মা ক্রিকেট বোঝে না, শুধু জানে আমি এটা ভালোবাসি।’
ক্রিকেটের প্রতি ভালোবাসাই বারবার ভাগ্য বিড়ম্বনার শিকার হওয়ার পরও তাকে ফিরিয়ে এনেছে ২২ গজে। হয়তো এই দিনটার জন্যই।
১ থেকে ৫ জানুয়ারি, ২০২১ এ মাউন্ট মঙ্গানুই টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে। সেই জয়ের নায়ক ছিলেন ফাস্ট বোলার এবাদত হোসেন দ্বিতীয় ইনিংসে তার ২১-৬-৪৬-৬ বোলিংয়ের জন্য। উইজডেন সাময়িকীর রিভিউয়ের মতো ‘ইএসপিএনক্রিকইনফো অ্যাওয়ার্ডস’ও টেস্টে ২০২২’র সেরা বোলিংয়ের স্বীকৃতি দিয়েছে এবাদতের ওই বোলিংকে।
এই স্বীকৃতি পাওয়ার দৌড়ে এবাদতের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। ২০২১’র মার্চে লাহোর টেস্টে পাকিস্তানের বিপক্ষে এক স্পেলে ৫৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন কামিন্স, ২১৪/৩ থেকে ২৬৮তেই গুটিয়ে গিয়েছিল পাকিস্তান যে স্পেলে। এর আগের মাসে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে হেনরির ৭/২৩ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ৯৫ রানে। কিন্তু এবাদতকে তারা ছাপিয়ে যেতে পারেননি। খ্যাতনামা ক্রিকেটার, সাংবাদিকদের ভোটে সেরা হয়েছেন এবাদত। সেই সঙ্গে গত ৭ ডিসেম্বর মিরপুরে ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ৮৩ বলে অপরাজিত ১০০ রানের ম্যাচজয়ী ইনিংস পেয়েছে সেরা ওয়ানডে ব্যাটিংয়ের স্বীকৃতি। ওই ইনিংসে ২৭১ রান করে ভারতকে ৫ রানে হারিয়েছিল বাংলাদেশ সেই ওয়ানডেতে।
ক্রিকইনফোর কিছু তথ্যপঞ্জিও বুঝিয়ে দিয়েছে, এবাদতের সেই স্পেলের গুরুত্ব কতটা। ২০১৩ সাল থেকে মাউন্ট মঙ্গানুইয়ে ওই টেস্টের মাঝে ৮ বছরে বাংলাদেশের কোনো ফাস্ট বোলার ৫ উইকেট পাননি। এবাদতের সেই স্পেল দিয়ে খরাটি কাটে। ওই টেস্টের আগে এই সংস্করণে তার বোলিং গড় ছিল ৮১.৫৪। সেই টেস্টের পর বোলিং–গড় নেমে আসে ৫৬.৮৭ তে। সেই টেস্টে বাংলাদেশের সব পেসার মিলে নিয়েছিলেন মোট ১৩ উইকেট। টেস্টে এক ম্যাচে বাংলাদেশের পেসারদের এটাই সেরা সাফল্য। সেখানে এবাদতের নিজের অবদান ছিল ৭ উইকেট। প্রথম ইনিংসে ৭৫ রানে নিয়েছিলেন ১ উইকেট। এবাদতের ওই স্পেলের মাহাত্ম্য বর্ণনা করেছিল উইজডেন তার জানুয়ারির রিভিউয়ে : চার ফিফটিতে প্রথম ইনিংসেই ১৩০ রানের লিড পেয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভারে প্রথম বল হাতে নেন এবাদত, টানা ৯ ওভারের প্রথম স্পেলে ২৩ রান দিয়ে ব্রেক থ্রু দেন ডেভন কনওয়েকে আউট করে। ৪৮তম ওভারে দ্বিতীয় স্পেলের জন্য যখন ফেরেন এবাদত, নিউজিল্যান্ড তখন ১১৭/২। এই স্পেলের চতুর্থ ওভারেই তিন বলের মধ্যে উইকেট উপড়ে ফেলেন উইল ইয়াং (৬৯) ও সদ্য খেলতে আসা হেনরি নিকোলসের। নিজের পরের ওভারে টম ব্লান্ডলকে এলবিডব্লিউ করে এবাদত নেন চতুর্থ উইকেট। ৭ ওভারের স্পেলের পর অধিনায়ক বিশ্রাম দেন এবাদতকে। পরের দিনের দ্বিতীয় ওভারের, দ্বিতীয় বলেই রস টেইলরের ১০৪ বলের প্রতিরোধ ভেঙে দেন এবাদত, আবার বোল্ড। প্রথমবার ৫ উইকেট এবাদতের (১৮-৪-৪১-৫)। কিছুক্ষণ পর কাইল জেমিসনকে আউট করে নেন ষষ্ঠ উইকেট। ১৬০/৭ এ পরিণত নিউজিল্যান্ডকে আর ৯ রানের মধ্যে মুড়িয়ে ৪০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।
‘এবাদত হোসেন দ্রুততম বোলার নন, সুইংও খুব বেশি নয়, আর উচ্চতাও ৬ ফুট না। কিন্তু কখনো কখনো এমন হয়, দুর্দান্ত একটি টেস্ট স্পেল করতে এসবের কোনো কিছুরই দরকার পড়ে না। কখনো কখনো জীবনে সব রকম অবিচার সহ্য করার পর পরিশ্রম ও ধৈর্যের ফল মেলে’ রিভিউয়ে এবাদতের বিশেষত্বের এভাবেই বর্ণনা করেছিল উইজডেন।
লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ আছে বার্সেলোনা। তবে আজ বাংলাদেশ সময় গভীর রাতে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ পাচ্ছে কার্লো আনচেলত্তির দল। লিগের ফিরতি লেগে আজ ক্যাম্প ন্যুতে ‘এল ক্লাসিকো’।
বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির বিরুদ্ধে রেফারিদের টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। সে অভিযোগের বিষয়ে কয়েকদিন আগে নিজেদের অবস্থান জানায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া স্প্যানিশ প্রসিকিউটরদের সঙ্গে যোগ দেবে রিয়ালও। এমন পরিস্থিতিতে আজ লা লিগায় মুখোমুখি হচ্ছে দল দুটি।
অক্টোবরে লা লিগায় সান্তিয়াগো বার্নাব্যুতে হেরেছিল বার্সেলোনা ৩-১ এ। তবে জানুয়ারিতে রিয়াদে স্প্যানিশ সুপার কাপ ফাইনাল এবং ২ মার্চ কোপা দেল রে’র প্রথম সেমিফাইনালে রিয়ালের মাঠে জিতেছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা শেষ তিন ম্যাচ জিতেছে মাত্র এক গোলে। রিয়ালও শেষ তিন ম্যাচে অপরাজিত। তাদের সবশেষ হারটি বার্সার বিপক্ষেই কোপা দেল রেতে। তবে একটি তথ্যে স্বস্তি পেতে পারেন রিয়াল সমর্থকরা। লা লিগার লড়াইয়ে ২০১৮ এর অক্টোবরের পর থেকে বার্নাব্যুতে হারেনি রিয়াল মাদ্রিদ। রিয়াল ও বার্সেলোনা এর আগে প্রতিযোগিতামূলক ম্যাচে ২৫২ বার মুখোমুখি হয়েছে। ১০১টিতে জয় রিয়ালের, ৯৯ জয় বার্সার। ড্র হয় ৫২ ম্যাচ।
ইংল্যান্ড সিরিজের পর দুবাইয়ে খুনের মামলায় পলাতক আসামির স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন সাকিব আল হাসান। তার এই ঝটিকা সফর নিয়ে দেশে সমালোচনা হচ্ছে বিস্তর। এ নিয়ে এতদিন সংবাদ মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি। কাল ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস মুখ খুললেন। জানালেন আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজ শেষে সাকিবের এই ব্যাপারটি নিয়ে আলোচনায় বসবেন। এখন সিরিজ চলাকালীন কিছুই বলবে না বিসিবি।
ইংল্যান্ড সিরিজের শেষ ও আইরিশ সিরিজের মাঝে মাত্র দুদিনের বিরতি ছিল। ছুটি থাকায় এই সময়ে ক্রিকেটাররা ব্যক্তিগত যে কোনো কিছুই করতে পারেন। এখানে বিসিবির বাঁধাধরা নিয়ম নেই। তাই সাকিবকে কিছু বলতে পারছে না বিসিবি। তবে ভবিষ্যতে এমন চুক্তি বা আমন্ত্রণে না যাওয়ার পরামর্শ দেওয়া হবে। তবে সেটা সাকিবের সঙ্গে বসে পুরো ঘটনা বিস্তারিত জানান পর সিদ্ধান্ত নেবে বোর্ড। জালাল ইউনুস জানান, ‘যে ঘটনা ঘটেছে আমরা মিডিয়ায় দেখেছি। এটা খুব অল্প সময়ের মধ্যে ঘটেছে। বিষয়টি নিয়ে বসা বা সাকিবের সঙ্গে কথা বলা এসব নিয়ে এখনো কথা হয়নি। সিরিজ শেষে আমরা দেখব যে বিসিবির কোন জায়গাটাতে কী করার আছে। কোথায় কী করতে হবে সাকিব সব জানে। আমাদের একটা ডিসিপ্লিনারি কমিটি আছে। ওরা এটা নিয়ে দেখবে কী করা যায়। এখন সিরিজের মধ্যে এগুলো নিয়ে কথা বলা উচিত হবে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিব শুধু বিসিবি’র সম্পদ না, দেশের সম্পদ। তার দিকে লুক আফটার করা আমাদের দায়িত্ব।
সাকিবদের আবেদন : ৩১ মার্চ থেকে শুরু আইপিএলের ১৬তম আসর। তার ঠিক পরদিন বাংলাদেশকে নামতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। টেস্ট দলের সদস্য সাকিব আল হাসান ও লিটন দাশেরও এই ম্যাচে ব্যস্ততা আছে। তবে দুজনই আইপিএল খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে চিঠি দিয়েছেন। সাকিব ও লিটন ছাড়াও এবার আইপিএলে আছেন মোস্তাফিজুর রহমান। তাকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। আর সাকিব ও লিটনের জায়গা হয়েছে কলকাতা নাইট রাইডার্সে। এক মৌসুম পর সাকিব এবার নিলামে ডাক পেয়েছেন। আর লিটন এই প্রথম। মোস্তাফিজ টেস্ট দলে না থাকায় তার আইপিএলে যাওয়া নিয়ে বাধা নেই। তবে সাকিব ও লিটন অনাপত্তিপত্র পাবেন কি না সে ব্যাপারে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানান ক্রিকেট অপারেশন্স প্রধান জালাল ইউনুস।
মৌলভীবাজারে 'চা দিবসের সংকল্প, শ্রমিক বান্ধব চা শিল্প' প্রতিপাদ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে তৃতীয়বারের মতো 'জাতীয় চা দিবস' উদযাপন করা হয়েছে।
গতকাল রবিবার (০৪ জুন) শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত 'জাতীয় চা দিবস' উদযাপন এবং 'জাতীয় চা পুরস্কার ২০২৩' প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দেশে প্রথমবারের মতো চালুকৃত 'জাতীয় চা পুরস্কার ২০২৩' প্রদান করা হয়। আটটি ক্যাটাগরিতে আট ব্যক্তি/প্রতিষ্ঠানকে দেওয়া হয় পুরস্কার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
৮ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন (০১) একর প্রতি সর্বোচ্চ উৎপাদনকারী চা বাগান- ভাড়াউড়া চা বাগান (০২) সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন চা উৎপাদনকারী বাগান- মধুপুর চা বাগান (০৩) শ্রেষ্ঠ চা রপ্তানিকারক- আবুল খায়ের কনজ্যুমার প্রোডাক্টস লি. (০৪) শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী- মো. আনোয়ার সাদাত সম্রাট (পঞ্চগড়) (০৫) শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা বাগান- জেরিন চা বাগান (০৬) বৈচিত্র্যময় চা পণ্য বাজারজাতকরণের ভিত্তিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান/কোম্পানি- কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লি. (০৭) দৃষ্টিনন্দন ও মানসম্পন্ন চা মোড়কের ভিত্তিতে শ্রেষ্ঠ চা প্রতিষ্ঠান/কোম্পানি- গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লি. (০৮) শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী (চা শ্রমিক)- উপলক্ষী ত্রিপুরা, নেপচুন চা বাগান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম। এ ছাড়াও চা বোর্ডের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বাগানের মালিক ও চা শ্রমিকরা উদ্বোধন অনুষ্ঠানে ও আলোচনাসভায় উপস্থিত ছিলেন।
মসজিদ ও মাদ্রাসায় ইমামদের সচেতনতা বার্তা ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
রাজধানীর মিরপুরে পিএসসি (পুলিশ স্টাফ কলেজ) কনভেনশন হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় ডিএনসিসি এলাকার এক হাজার ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
উপস্থিত ইমামদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা মসজিদে গিয়ে ওয়াক্ত নামাজের সময়, জুমার নামাজের সময় মনোযোগ দিয়ে আপনাদের বয়ান শুনি। আপনারাই পারেন মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে। আপনারাই পারেন পরিষ্কার-পরিচ্ছন্নতার শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে। আপনারা মানুষকে জানাবেন বর্ষাকালে এডিস মশার প্রকোপ বেড়ে যায়। এডিস মশার কামড়ে জ্বর হয়, মৃত্যু হয়। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। অতএব কোনোভাবে যেন পানি জমে না থাকে’।
মেয়র আরো বলেন, ‘এডিস মশা যখম কামড় দেবে, মশা কিন্তু চিনবে না কে মেয়র, কে কাউন্সিলর, কে ইমাম আর কে খতিব। এডিস মশা সবার জন্যই হুমকি। অতএব এ বিষয়ে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতা পারে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে। যদিও সিটি করপোরেশন থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি। কার্যকরী লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়’।
এ সময় ডিএনসিসি মেয়র গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে উপস্থিত ইমামদের সচেতন করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে লাখো লাখো মসজিদের ইমাম ও মাদ্রাসার খতিব রয়েছেন। ইমাম ও খতিবরা মসজিদে মুসুল্লিদের ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে সচেতন করলে এই ভয়াবহ মশাবাহিত রোগ থেকে মুক্ত থাকা সম্ভব হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে যেকোনো রাজনৈতিক ব্যক্তির ও অন্যান্য সাধারণ মানুষের বক্তৃতা থেকে ইমামদের বক্তৃতা বেশি কার্যকর হবে। মসজিদে বিশেষ করে জুমার নামাজের সময় বয়ানে, খুতবায় মুসুল্লিরা ইমামগণের কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের বার্তা মানুষের মনে গেথে থাকে।
ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের সঞ্চালনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফোনে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে মেয়ে (১৭) ও তার মাকে (৪০) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মেয়ের প্রেমিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৫ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার (০৪ জুন) ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আর গত শনিবার (০৩ মে) রাত ৮টার পর শিবগঞ্জের পৌর এলাকার মাগুরার মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্ত ও আটককৃতরা হলেন প্রেমিক শিবগঞ্জ পৌর পিঠালিতলা মহল্লার বাসিন্দা সেলিম রেজা (২৫)। তার বন্ধু ও একই গ্রামের বাসিন্দা মো. হাসান (২৪) এবং ভ্যানচালক পিঠালিতলা মহল্লার মো. মেহেরুল (৩০)।
পুলিশ জানায়, শনিবার (০৩ মে) রাত ৮টার পর ওই এলাকার (পৌর মর্দনা গ্রামের পাশে) একটি মাঠের পাশের পাটক্ষেতে মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেলে যায় অভিযুক্ত মেয়ের প্রেমিক সেলিম এবং তার বন্ধু হাসান। এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশের তল্লাশিতে রবিবার (৪ জুন) ভোরে ওই মাঠ থেকে উদ্ধার হয় মা ও মেয়ে। এরপর তাদের অভিযোগের ভিত্তিতে রবিবার ভোরে পুলিশের অভিযানে আটক হয় সেলিম ও হাসান।
এদিকে মা ও মেয়েকে রিকশাভ্যানে করে ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার অভিযোগে আটক হয় মেহেরুল। এ ঘটনায় মেয়ের মা গত রবিবার সকালে আটক তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আসামিদের গত রবিবার আদালতে হাজির করা হলে ধর্ষণে অভিযুক্ত প্রেমিক সেলিম ও তার সহযোগী হাসান দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে একই দিন সন্ধ্যায় আদালত সকল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, রং নাম্বার থেকে মোবাইল ফোনে প্রথম পরিচয় হয় ভুক্তভোগী তরুণী ও সেলিম রেজার। পরে তাদের মধ্যে প্রেম হয়। একপর্যায়ে গত শনিবার রাতে মেয়েকে দেখা ও বিয়ের কথা বলে মা-মেয়েকে শিবগঞ্জে ডেকে নিয়ে আসে সে। পরে ভ্যানচালকের মাধ্যমে মা ও মেয়েকে ওই মাঠের পাশের পাটক্ষেতে নিয়ে যায় সেলিম। সেখানে মা ও মেয়েকে সেলিম ও হাসান ধর্ষণের পর ফেলে রেখে যায়।
তিনি আরও জানান, স্ত্রী ও মেয়ের খোঁজ না পেয়ে মেয়ের বাবা একই দিন রাতেই ঘটনাটি শিবগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করে। পরে ভুক্তভোগী মেয়ের মায়ের মোবাইল ফোন ট্র্যাকিং করে তাদের অবস্থান শনাক্ত করা হয়। রবিবার ভোরে ওই মাঠ থেকে মা ও মেয়েকে উদ্ধার করা হয়। পরে একই দিন ভোরেই অভিযান চালিয়ে সেলিম, হাসান ও মেহেরুলকে আটক করা হয়। রবিবার সকালে মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ আসামিদের আদালতে পাঠায়। মা ও মেয়ের ডাক্তারি পরীক্ষা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সম্পন্ন হয়।
মেসি, সুয়ারেজ ও নেইমার একসঙ্গে তিন মৌসুম খেলেছেন বার্সেলোনায়। ২০১৪ সালে লিভারপুল থেকে সুয়ারেজ বার্সায় আসার পর এবং ২০১৭-তে নেইমার পিএসজিতে পাড়ি জমানো পর্যন্ত ‘এমএসএন’ এর রাজত্ব ছিল বার্সেলোনায়। সে সময়ে এই তিনজন মিলে ৩৬৪ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৭৩টি। এই ত্রয়ী বার্সাকে দুটি লা লিগা খেতাব, তিনটি কোপা দেল রে এবং একটি করে সুপারকোপা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতিয়েছেন।
সুয়ারেজ-নেইমার বার্সা ছেড়ে চলে গেলে মাঠের জুটি ভাঙলেও বন্ধুত্ব অটুট এমএসএনের। সেদিন মেসিকে মাঠে দর্শকরা দুয়ো ধনি দলে তার প্রতিবাদ করেছেন সুয়ারেজ নেইমার। মেসির পিএসজি ছাড়ার পর নেইমার বন্ধুর প্রতি সহমর্মিতা জানিয়েছেন, সুয়ারেজও জানিয়েছেন সাধুবাদ।
নেইমার ইনস্টাগ্রামে একটি বিদায় নোট পোস্ট করেছেন মেসিকে উদ্দেশ্য করে, 'ভাই.. আমরা যেমন ভেবেছিলাম তেমনটা হয়নি কিন্তু আমরা আমাদের সেরাটা দিয়েছিলাম। তোমার সাথে আরও ২ বছর ভাগ করে নিতে পারাটা আনন্দের ছিল। তোমার পরবর্তী। তোমার নতুন অধ্যায়ের জন্য শুভকামনা এবং সুখী হও। তোমাকে ভালোবাসি।'
উত্তরে মেসি বলেছেন, 'ধন্যবাদ নে! সব কিছুর পরও আমরা একসাথে খেলা উপভোগ করেছি এবং প্রতিদিন ভাগ করে নিয়েছি। তোমার জন্য শুভ কামনা। তুমি কিছু পাগলাটে, কিন্তু মানুষ তুমি দারুন।আর এটাই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে অনেক ভালোবাসি নেইমার।'
আর এই বার্তা পড়ে সুয়ারেজ লিখেছেন,' কি সুন্দর বার্তা মেসি। নেইমারের সাথে আপনাকে আবার একসাথে দেখে খুব ভালো লাগলো। একে অপরের প্রতি এই ভালবাসা, সর্বদা সবকিছুতে একে অপরকে সমর্থন করা আরও সুন্দর! আমি তোমাদের ভালোবাসি বন্ধুরা।'
তিনজনের এই বার্তা পড়ে একটা কথাই বলতে হয়, বন্ধুত্বের জয় হোক।
পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে বহুবার ম্যাচে ফিরিয়ে এনেছেন করিম বেনজেমা। ক্লাবের হয়ে শেষ ম্যাচেও তাই করলেন। তার গোলে ড্র করে মৌসুম শেষ করেছে রিয়াল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে। ম্যাচের প্রথমার্ধটা গোল শূন্য থেকে যায়। এই সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
তবে বিরতি থেকে ফিরে চার মিনিটের মাথায় গোল পেয়ে যায় অ্যাথলেটিক। ৪৯ মিনিটে একক প্রচেষ্টায় একাধিক খেলোয়াড়কে কাটিয়ে লক্ষ্য বরাবর শট নেন ওয়েন সানচেত। তবে তিবু কুর্তোয়া দারুণভাবে সেটা প্রতিহত করেন। কিন্তু তিনি উল্লাসটা খুব দ্রুত করে ফেলেন, বলের দিকে তার নজর ছিল না। আর সেই সুযোগটা নেন সানচেত। আদায় করে নেন গোল।
সেই গোল হজম করে হার দিয়ে মৌসুম শেষের শঙ্কায় পড়েছিল রিয়াল। তবে প্রতিবার যেমন শেষবেলায় ত্রাতা হতেন বেনজেমা, এবারও তাই হলেন। গোল শোধ করতে মরিয়া মাদ্রিদিয়ানরা সেটা আদায় করে ৭২ মিনিটে। তবে সেটা নিজেদের পায়ের জাদুর নৈপুণ্যে নয়। ডি বক্সের ভেতরে মিলিতাওকে ফাউল করেন জুরি বারচিকে। হলুদ কার্ডের সঙ্গে জরিমানা হিসেবে গুনেন পেনালটি। সেখান থেকে গোল আদায় করে নেন বেনজেমা।
গোলের পরে তাকে নিয়ে সতীর্থরা মেতে উঠেন উল্লাসে। কারণ এটাই যে ছিল তার শেষ ম্যাচ। বিদায়ী ম্যাচটা গোল করে রাঙালেন বেনজেমা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৪ বছরের সম্পর্কের ইতি টানছেন ২০২২'র ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমা। ক্লাবের তরফ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, 'রিয়াল মাদ্রিদ এবং আমাদের অধিনায়ক করিম বেনজেমা এই ক্লাবের হয়ে তার অসাধারণ ও অবিস্মরণীয় ক্যারিয়ারের ইতি টানার জন্য রাজি হয়েছে।'
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ১৩ ধরনের জ্বালানি তেল ও পেট্রোলিয়াম পণ্যের ওপর থেকে বিদ্যমান ৫ শতাংশ আগাম কর প্রত্যাহারের পরিকল্পনা করেছে সরকার। অন্যদিকে উৎপাদন পর্যায়ে তরল করা পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পেট্রোল, অকটেন ও ডিজেল আমদানিতে প্রতি লিটারে ১৩ দশমিক ৭৫ টাকা করে শুল্ক আরোপ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ ছাড়া অন্যান্য জ্বালানি জেট ফুয়েল, ফার্নেস অয়েল, লুব বেইজ অয়েল, কেরোসিনের ক্ষেত্রে প্রতি টনে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এত দিন এসব জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপ ছিল।
আমদানি করা পণ্যের যথাযথ মূল্য নির্ধারণে ২০২২-২৩ অর্থবছরে পণ্যের ট্যারিফ মূল্য ও ন্যূনতম মূল্য নির্ধারণ-সংক্রান্ত প্রজ্ঞাপনে পেট্রোলিয়াম ও এর উপজাত দুটি হেডিংয়ের আওতায় ১২টি এইচএস কোডের বিপরীতে ট্যারিফ মূল্য এবং একটি হেডিংয়ের আওতায় একটি এইচএস কোডের বিপরীতে ন্যূনতম মূল্য বহাল আছে।
পেট্রোলিয়াম ও এর উপজাতগুলোর মূল্য আন্তর্জাতিক বাজারে প্রতিনিয়ত ওঠানামা করার কারণে অতি প্রয়োজনীয় এই পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ সুপারিশ করা হয়েছে।
এলপিজি সিলিন্ডারের বিষয়ে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, এলপিজি সিলিন্ডার তৈরির কাঁচামাল ইস্পাতের পাত (স্টিল শিট) ও ওয়েল্ডিংয়ের তার আমদানির করছাড় সুবিধা তুলে নেওয়া হয়েছে। এলপিজি সিলিন্ডার উৎপাদনকারীরা কাঁচামালে শুল্ককর ছাড় ১২ বছর ধরে ভোগ করে আসছে। তাই রাজস্ব আহরণের স্বার্থে শুধু দুটি উপকরণে ছাড় তুলে নেওয়া হয়েছে। তবে অন্যান্য করছাড়ের মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে।
পেট্রোলিয়াম তেল এবং বিটুমিনাস খনিজ থেকে প্রাপ্ত তেলের ওপর বিদ্যমান শুল্ক ৫ শতাংশ। নতুন বাজেট অনুযায়ী এসবের প্রতি ব্যারেলের দাম ১ হাজার ১১৭ টাকা (লিটার প্রতি ৭.০২ টাকা) হতে পারে। প্রতি টন ফার্নেস অয়েলের সুনির্দিষ্ট শুল্ক ৯ হাজার ১০৮ টাকা (লিটার প্রতি ৯.১০ টাকা) করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য নতুন অর্থবছরে (২০২৩-২৪) ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাতে ৩৩ হাজার ৮২৫ কোটি ১০ লাখ টাকা এবং জ্বালানি খাতে ৯৯৪ কোটি ৩১ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা নতুন বাজেটে এই বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি অর্থবছরে (২০২২-২৩) বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৬৬ কোটি টাকা। পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ৮৯ কোটি টাকা। অর্থাৎ নতুন অর্থবছরে এ খাতে বরাদ্দ বাড়ছে ৭ হাজার ৭৩০ কোটি টাকা।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, উৎপাদন ও বিতরণ সক্ষমতা সম্প্রসারণের ফলে দেশের শতভাগ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২০০৯ সালে ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বর্তমানে ২৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত হয়েছে। জ্বালানির ব্যবহার বহুমুখীকরণের জন্য গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি কয়লা, তরল জ্বালানি, দ্বৈত জ্বালানি, পরমাণু বিদ্যুৎকেন্দ্র এবং নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, রামপালে কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট ও পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। মাতারবাড়ীতে ১২০০ মেগাওয়াট আল্ট্রা-সুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চলছে। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে মোট ১২ হাজার ৯৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন এবং ২ হাজার ৪১৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১৭টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি প্রক্রিয়াধীন আছে। এছাড়া, ১০ হাজার ৪৪৩ মেগাওয়াট ক্ষমতার আরও ৩৪টি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
মুস্তফা কামাল বলেন, ‘২০৪১ সালের মধ্যে পাশর্^বর্তী দেশগুলো থেকে প্রায় ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। বর্তমানে ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পাশাপাশি ঝাড়খ-ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। নেপালের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে শিগগিরই। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে পারব বলে আশা করছি।’
অর্থমন্ত্রী বলেন, ‘সরকার ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ১০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এছাড়া ২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পরিচ্ছন্ন জ্বালানি থেকে সংগ্রহ করতে চাই। এরসঙ্গে সামঞ্জস্য রেখে, ৬০ লাখ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে অফ গ্রিড এলাকায় বসবাসকারী জনগণকে বিদ্যুৎ সুবিধা দেওয়া হচ্ছে। কার্বন নিঃসরণ কমাতে ডিজেলচালিত পাম্পের জায়গায় সৌরচালিত পাম্প স্থাপন করার অংশ হিসেবে সেচকাজে ইতিমধ্যে ২ হাজার ৫৭০টি পাম্প স্থাপন করা হয়েছে। বর্তমানে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সর্বোপরি, রাশিয়ার সহায়তায় রূপপুরে ২৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।’
উৎপাদিত বিদ্যুৎ জনগণের কাছে পৌঁছে দিতে গত ১৪ বছরে ৬ হাজার ৬৪৪ সার্কিট কিলোমিটার সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সঞ্চালন লাইন ১৪ হাজার ৬৪৪ কিলোমিটারে উন্নীত হয়েছে। এছাড়া বিতরণ লাইন ৩ লাখ ৬৯ হাজার থেকে ৬ লাখ ৬৯ হাজার কিলোমিটারে বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুতের সিস্টেমলস ১৪ শতাংশ থেকে নেমে এসেছে ৭ দশমিক ৭ শতাংশে। ২০৩০ সালের মধ্যে সঞ্চালন লাইনের পরিমাণ ২৮ হাজার কিলোমিটারে সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের অপব্যবহার রোধের লক্ষ্যে গত ৫ বছরে প্রায় ৫৩ লাখ প্রি-পেইড স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে।
অর্থমন্ত্রী কামাল বলেন, ২০০৯ সালের তুলনায়, জ্বালানি তেলের মজুদ ক্ষমতা ৮ লাখ ৯৪ হাজার মেট্রিক টন থেকে বৃদ্ধি করে ২০২১-২২ অর্থবছরে ১৩ লাখ ৬০ হাজার টন করা হয়েছে। পর্যায়ক্রমে এই মজুদ ক্ষমতা ৩০ দিনের পরিবর্তে ৬০ দিনে বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি উদ্বোধন করা ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আমদানি করা জ্বালানি তেল (ডিজেল) দেশের উত্তরাঞ্চলের ১৬ জেলায় এবং সৈয়দপুরে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা সম্ভব হবে।
তিনি বলেন, ‘একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন ক্ষমতা ১৫ লাখ টন থেকে ৪৫ লাখ টনে উন্নীত করার চেষ্টা চলছে। পায়রা সমুদ্রবন্দর এলাকায় একটি বৃহৎ সমন্বিত তেল শোধনাগার স্টোরেজ ট্যাংক নির্মাণের সিদ্ধান্ত আছে। সম্প্রতি ভোলার ইলিশা গ্যাসক্ষেত্রে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় প্রতিদিন গ্যাসের উৎপাদন ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট, যা বেড়ে হয়েছে প্রায় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। তেল ও গ্যাস অনুসন্ধান কোম্পানি বাপেক্সের সক্ষমতা বাড়ানোর পর দৈনিক গ্যাস উৎপাদন ৯৮৪ মিলিয়ন ঘনফুট বেড়েছে। ২০২৪ সালের মধ্যে আরও ৪৬টি কূপ খনন করা হবে। এতে অতিরিক্ত ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে বলে আশা করা হচ্ছে।
মুস্তাফা কামাল বলেন, ‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য বিপুল বিনিয়োগ প্রয়োজন হওয়ায় আমরা বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এবং স্পট মার্কেট থেকেও কেনা হচ্ছে। এছাড়া কক্সবাজারের মাতারবাড়ীতে প্রতিদিন ১ হাজার মিলিয়ন ঘনফুট ক্ষমতাসম্পন্ন ল্যান্ড বেইজড এলএনজি টার্মিনাল নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।’
বাজেট বক্তৃতায় আরও বলা হয়, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ১৫৮ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ করা হয়েছে। বর্তমানে দেশের উত্তরাঞ্চল ও অন্যান্য এলাকায় ২১৪ কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ চলছে। ২০২৬ সালের মধ্যে পায়রা ও ভোলা থেকে গ্যাস সঞ্চালনের জন্য আরও ৪২৫ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্যাসের সরবরাহ বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে প্রি-পেইড মিটার স্থাপনের কাজও চলছে।
চলতি অর্থবছরের চেয়ে আগামী অর্থবছরের সামগ্রিক বাজেট আকারে ১২ দশমিক ৩৪ শতাংশ বড় হলেও আগামী বছরের শিক্ষা-বাজেট দশমিক ৪৪ শতাংশ কমেছে। তবে টাকার অঙ্কে শিক্ষার দুই মন্ত্রণালয়ের বরাদ্দ ৬ হাজার ৭১৩ কোটি টাকা বেড়েছে।
২০২৩-২৪ অর্থবছরে শিক্ষা ও প্রযুক্তি খাতে মোট বাজেটের ১৩ দশমিক ৭ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। শুধু শিক্ষা খাত হিসাব করলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় বরাদ্দ ১১ দশমিক ৫৭ শতাংশ। টাকার অঙ্কে তা ৮৮ হাজার ১৬২ কোটি। চলতি অর্থবছরে শিক্ষায় বরাদ্দ ছিল ১২ দশমিক ০১ শতাংশ বা ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা।
ইউনেস্কো, শিক্ষাবিদ বা অংশীজনরা অনেক দিন ধরেই শিক্ষায় জিডিপির কমপক্ষে ৪ শতাংশ বরাদ্দের কথা বলছেন। এটাকে তারা বরাদ্দ হিসেবে না দেখে আগামী দিনের বিনিয়োগ হিসেবে দেখতে বলছেন। গত কয়েক বছর ধরে শিক্ষায় বরাদ্দ ১২ শতাংশের আশপাশে ঘুরপাক খাচ্ছিল। জিডিপির হিসাবে তা ছিল ২ শতাংশের কাছাকাছি। চলতি অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ছিল ২ দশমিক ০৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা কমে দাঁড়াচ্ছে জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী দেশ রূপান্তরকে বলেন, ‘আগামী বাজেটে যে লক্ষ্য ধরা হয়েছে, তার সঙ্গে শিক্ষায় বরাদ্দের সংগতি নেই। বাজেটে স্মার্ট বাংলাদেশের কথা বলা হয়েছে। এজন্য দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। কিন্তু এ জনগোষ্ঠী তৈরির জন্য প্রয়োজন শিক্ষা খাতে বিনিয়োগ। বরাবরের মতো এবারও শুভংকরের ফাঁকি লক্ষ করছি। শিক্ষার সঙ্গে প্রযুক্তি মিলিয়ে আকার বড় করা হলেও চলতি অর্থবছরের চেয়েও বরাদ্দ কমেছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নেও বাজেটে দিকনির্দেশনা দেখছি না।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষায় জিডিপির ২ শতাংশের নিচে বরাদ্দ কাক্সিক্ষত নয়। আগামী অর্থবছরে অন্তত ১৪ থেকে ১৫ শতাংশ বরাদ্দ দিলে ভালো হতো। কারিগরি ও ভোকেশনাল শিক্ষায় আরও বেশি নজর দেওয়া উচিত ছিল। সেটা আগামী অর্থবছরের বাজেটে দেখা যায়নি।’
তিনি বলেন, ‘আগামী বছরের বাজেটে মিড ডে মিলের জন্য বরাদ্দ রাখার কথা বলা হয়েছে, যা খুবই ভালো। যোগ্য শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ প্রশিক্ষণে জোর দিতে হবে। শিক্ষায় বরাদ্দের সঠিক ব্যবহারের বিষয়ে গুরুত্ব দিতে হবে।’
আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে তা ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪২ হাজার ৮৩৮ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩৯ হাজার ৯৬১ কোটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ৭২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল সরকার।
বাজেট ঘিরে প্রতি বছরই বেসরকারি শিক্ষকদের অন্যতম দাবি থাকে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া ও শতভাগ উৎসব-ভাতা প্রদান। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের প্রক্রিয়া চলমান রাখাও তাদের অন্যতম দাবি। কিন্তু সেসব বিষয়ে বাজেটে স্পষ্ট কিছু উল্লেখ নেই। তবে এমপিওভুক্তির জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
দুই দশকেরও বেশি ক্যারিয়ারে অসংখ্য নাটক-টেলিছবি নির্মাণ করেছেন শিহাব শাহীন, উপহার দিয়েছেন হিট প্রোডাকশন। নিজেকে শুধু রোমান্টিক জনরায় আটকে না রেখে কাজ করেছেন বহুমাত্রিক ঘরানায়। নিজেকে প্রমাণ করেছেন সব্যসাচী নির্মাতা হিসেবে। নিজেকে শুধু টেলিভিশনেই আটকে রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে তিনিও পাল্টেছেন প্লাটফর্ম এবং সেখানেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা।
সর্বশেষ গেল ঈদে তুমুল সাড়া ফেলেছে তার নির্মিত স্পিন অফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সাফল্যের পর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল এর সাকসেস পার্টি যেখানে উপস্থিত ছিলেন টিমের কলাকুশলী থেকে শুরু করে অন্যান্য নির্মাতা ও শিল্পীরা। সেই ধারাবাহিকতায় এবার তিনি নিয়ে আসছেন সিরিজটির সিক্যুয়াল। শুধু তাই নয়, একসঙ্গে একাধিক সিরিজ ও ফিল্ম নিয়ে আসছেন জনপ্রিয় নির্মাতা।
শিহাব শাহীন বলেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ নিয়ে এতটা প্রত্যাশা ছিল না কিন্তু সে সাড়া পেয়েছি তা প্রত্যাশার চেয়েও বেশি। দর্শকরাই কাজটিকে গ্রহণ করেছেন আর তাই এখন এর সিক্যুয়াল নিয়ে আসার পরিকল্পনা করছি। স্পিন অফে দেখিয়েছি অ্যালেন স্বপনের পেছনের গল্প। সিন্ডিকেটে তাকে আমরা দেখিয়েছিলাম ২০২২ সালে, সে ঢাকায় আসার পর এর মাঝের সময়টার গল্পই থাকবে সিক্যুয়ালে। যেটার সংযোগ থাকতে পারে ‘সিন্ডিকেট ২’-তে। ঈদের পরপর এটার শুট করার সম্ভাবনা রয়েছে।
এই সিক্যুয়াল ছাড়াও আরও বেশ কিছু সিরিজ ও ফিল্ম নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে বলেও জানান এ নির্মাতা। তিনি বলেন, মোস্তফা সরয়ার ফারুকির তত্ত্বাবধানে ওটিটি প্লাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ সিরিজের একটা কনটেন্ট করবো। এখনও কাস্টিং চূড়ান্ত হয়নি। এছাড়া হইচইয়ের একটি সিরিজ ও বিঞ্জের একটি ফিল্ম করা হবে। নাম চূড়ান্ত হয়নি। তবে দুটোতেই জিয়াউল ফারুক অপূর্ব থাকার সম্ভাবনা রয়েছে।
মাঝে শোনা গিয়েছিল, আফরান নিশোকে নিয়ে ‘সিন্ডিকেট ২’ নাকি হবে না, এটা কতটুকু সত্য? এমন প্রশ্নে শিহাব শাহীন বলেন, এটা ভূয়া তথ্য। ডিসেম্বরের শেষ দিকে ‘সিন্ডিকেট ২’ করবো তার আগে সেপ্টেম্বরে শুরু করবো ‘রসু খাঁ’।
জানা গেছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া পাড়ি জমাচ্ছেন শিহাব শাহীন। দেশে ফিরবেন মাসের শেষ নাগাদ এরপর কাজে নামবেন।
স্বাস্থ্য খাতে চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটের চেয়ে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে। প্রস্তাবিত বাজেটে এই খাতে এবার বরাদ্দ ১ হাজার ১৮৯ কোটি টাকা বা ৩ দশমিক ২২ শতাংশ বাড়লেও মোট বাজেটের তুলনায় তা কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। চলতি অর্থবছরে খাতটিতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ। আগামী বাজেটে তা ৫ শতাংশে নেমে এসেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ খাতে ৩৮ হাজার ৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ২০২২-২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৯ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় মাত্র ১৫০ কোটি টাকা বেশি। এর মধ্যে পরিচালন ব্যয় ১৭ হাজার ২২১ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ১২ হাজার ২১০ কোটি টাকা। এছাড়া স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে ৮ হাজার ৬২১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দ থেকেই নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যয় নির্বাহ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ দেশ রূপান্তরকে বলেন, এবার টাকার অঙ্কে গত বছরের তুলনায় (বর্তমান ২০২২-২৩ অর্থবছর) ১ হাজার একশ কোটির মতো বেড়েছে। কিন্তু বাজেট শেয়ারে সেটা কমেছে। সামগ্রিক বাজেটের গ্রোথ বা বৃদ্ধি ১২ শতাংশ, কিন্তু স্বাস্থ্যের বাজেটের বৃদ্ধি ৩ শতাংশ। তারমানে রাষ্ট্রীয় বাজেটে স্বাস্থ্য খাতের গুরুত্ব কমেছে। সেই কারণে ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৫ শতাংশে নেমে এসেছে।
এই স্বাস্থ্য অর্থনীতিবিদ বলেন, এবার কমার যৌক্তিক কারণ আছে। সেটা হলো স্বাস্থ্য বিভাগের সেক্টর প্রোগ্রামে উন্নয়ন বাজেট থেকে অর্থ আসে। সেই সেক্টর প্রোগ্রাম এই অর্থবছরে শেষ হয়ে প্রস্তাবিত অর্থবছর থেকে নতুন সেক্টর প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু চলমান সেক্টর প্রোগ্রাম সময়মতো বাস্তবায়ন করতে না পারায় সেটার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। এই এক বছরের জন্য নতুন বাজেট থাকে না, পুরনো বাজেট থেকেই ব্যয় করতে হয়। ফলে বরাদ্দ না বাড়িয়ে পাঁচ বছরের বাজেট যদি ছয় বছরে গিয়ে ঠেকে, তাহলে প্রতি বছর টাকা কমে যায়। মূলত এ কারণে এবার টাকা কমে গেছে।
সরকার স্বাস্থ্য খাতে এবারও কিছু থোক বরাদ্দ রাখতে পারত বলে মনে করেন স্বাস্থ্য অর্থনীতির এই শিক্ষক। তিনি বলেন, কভিড ছাড়াও আমাদের অনেক জরুরি খাত আছে। এখন ডেঙ্গু চলছে। এটি ইমার্জেন্সি হয়ে যাবে। ফলে এটার জন্য যে ফান্ড দেওয়া আছে হাসপাতালে, রোগী বাড়লে সেটা দিয়ে হবে না। এরকম ইমার্জেন্সি আরও আসতে পারে। এরকম একটা থোক বরাদ্দ রাখলে স্বাস্থ্যের ইমার্জেন্সিতে সেখান থেকে ব্যয় করা যেত। কিন্তু সেটাও নেই। তার মানে কভিডের শিক্ষা থেকে আমরা কিছুই শিখিনি। প্রস্তাবিত বাজেটে সেটার প্রতিফলন নেই।
সামগ্রিকভাবে বাজেটে রোগীদের স্বাস্থ্যসেবার খরচ বেড়ে যাবে বলেও মনে করছেন এই স্বাস্থ্য অর্থনীতিবিদ। তিনি বলেন, এতে স্বাস্থ্যসেবা ও ওষুধসহ সামগ্রিকভাবে স্বাস্থ্য খাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে।
যদিও এবারের বাজেটে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ক্যানসার রোগীদের চিকিৎসা আরও সুলভ করার জন্য ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ, আইভি ক্যানুলা উৎপাদনের অন্যতম প্রধান উপাদান সিলিকন টিউবসহ আরও কিছু বিদ্যমান ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে। তামাক জাতীয় পণ্য যেমন তরল নিকোটিন, ট্রান্সডারমাল ইউস নিকোটিন পণ্যের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব করা হয়েছে।